প্রথম পিএইচডি ব্যবস্থাপনা অধ্যয়নের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক
বাংলাদেশের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পিএইচডি করেছেন ওমর ফারুক। তিনি তাদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক।
ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সফিকুল আহসান ইমন লিখেছেন, ‘আজ ২৫ মে বুধবার ওমর ফারুক স্যারের পিএইচডি ডিফেন্স ফাইনাল পরীক্ষা হয়েছে ও তিনি ভালোভাবে পাশ করেছেন।’
আরো লিখেছেন, ‘পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্যারের পিএইচডি সুপারভাইজর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সাহিদুর রহমান, কো-সুপারভাইজর আমাদের ড. শেখ আশিকুর রহমান প্রিন্স ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. কে. এম. জাহিদুল ইসলাম।’
“অনলাইন পরীক্ষক হিসেবে তার কাজে যুক্ত কাজাখস্তানের ‘আল ফারাবি কাজাখ ন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘দি কাজখস্তান ইনস্টিটিউট অব ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট (কেআইপিএম)’র অধ্যাপক ড. মনোয়ার মাহমুদ অংশ নিয়েছেন।’
নিজের ছাত্রকে ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পেরিয়েছে। এখনো কোনো অধ্যাপক পিএইচডি সম্পন্ন করতে পারেননি। আমিই প্রথম হয়েছি। খুব ভালো লাগছে।’
‘আসলে বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত করতে অধ্যাপকদের পিএইচডির বিষয়ে প্রশাসনের সজাগ থাকা প্রয়োজন।’
তিনি বলেছেন, ‘আমার পিএইচডি ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে বলে ভালো লাগছে।’
সফিকুল আহসান ইমন জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ প্রথম পিএইচডি হিসেবে সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক স্যারকে অভিনন্দিত করেছেন। অন্য বিভাগগুলো থেকেও অধ্যাপকরা শুভেচ্ছা জানিয়েছেন।’
ওএস।