বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ৩৮৪৫: ডিএসসিসি
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৩ হাজার ৮৪৫ জন। ঘটনার পর গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তদন্ত প্রতিবেদনে এমনটি উঠে এসেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ বিভাগ জানায়, বঙ্গবাজারে সংগঠিত অগ্নিকাণ্ডে ঢাদসিক গঠিত তদন্ত কমিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে চূড়ান্ত প্রতিবেদনে দাখিল করেছে।
সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিলো। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল।
ব্যবসায়ীরা আরও বলেন, সারাবছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন তাদের সব শেষ করে দিল।
আরইউ/এমএমএ/