রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

‘এখন তো বাঁচানোর জন্য হাউন আংকেলও নাই’- বারিশ হককে তনির খোঁচা

বারিশ হক (বামে) এবং রোবাইয়াত ফাতিমা তনি। ছবি: সংগৃহীত

দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সার, বারিশ হক এবং রোবাইয়াত ফাতিমা তনির মধ্যে দ্বন্দ্ব যেন থামছেই না। সম্প্রতি, দেশের একটি ব্র্যান্ডের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তনি বারিশ হকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, বারিশ হক ওই ব্র্যান্ডের ফটোশ্যুটের সময় ব্যাঘাত সৃষ্টি করেছেন এবং শ্যুট কনসেপ্ট চুরির অভিযোগও আনেন। তনি আরও জানান, বারিশের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল হয়নি, অবশেষে তাদের সংবাদ সম্মেলন আয়োজন করতে হয়েছে।

রোবাইয়াত ফাতিমা তনি। ছবি: সংগৃহীত

তনির অভিযোগের পর, সীমান্ত রায়হান ও বারিশ হক পাল্টা তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জবাব দেন। সীমান্ত তার স্ট্যাটাসে লেখেন, "অন্যের জন্য যে কবর খুঁড়ে, সে জানে না, যে নিজের জন্যেই কবর প্রস্তুত করছেন।"

অপরদিকে, বারিশ হক তার স্ট্যাটাসে তনি এবং তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন, "যে ব্যক্তি অন্যদের বিরুদ্ধে অভিযোগ তোলে, তার নিজের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে।"

বারিশ হক ও তার স্বামী সীমান্ত রায়হান। ছবি: সংগৃহীত

বারিশের এ স্ট্যাটাসের পর, তনি থেমে থাকেননি। তিনি এক পাল্টা স্ট্যাটাসে বলেন, "বাড়াবাড়ি সবার সাথে করেছেন, কিন্তু আমার সাথে না!! আপনার সেক্টরের কোনো প্রোমোটার পর্যন্ত আপনাকে দেখতে পারে না! কেন, ভেবে দেখেছেন?"

তনি আরও বলেন, "আমি নিজেকে ফেইক রেস্টুরেন্টের মালিক বলছি, এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না।"

এছাড়া, তনি বারিশ হকের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ করে বলেন, "আপনি অপকর্ম করেছেন উদ্যোক্তাদের সাথে, আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশ উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো! এখন তো বাঁচানোর জন্য হাউন আংকেলও নাই।"

এরপর, তনি এক ভিডিওতে উত্তেজিত হয়ে বলেন, "আমি ওয়ান ওম্যান শো, আপনি ফেইক মালিক? কোথা থেকে এসেছেন, সারা ইন্ডাস্ট্রি জানে।"

এদিকে, যদিও ফেসবুক স্ট্যাটাসগুলোতে কোনো নাম উল্লেখ করা হয়নি, তবে নেটিজেনরা নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে, এসব স্ট্যাটাস একে অপরকে পাল্টা জবাব দেওয়ার জন্যই পোস্ট করা হয়েছে।

Header Ad
Header Ad

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ১৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উত্তর ওয়াজিরিস্তানের গোলাম খান কাল্লে এলাকায় একদল জঙ্গি আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী সেই অনুপ্রবেশ রুখে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়, যেখানে ১৬ জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই জঙ্গিদের তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে দাবি করেছে এবং তাদের ‘খোয়ারিজ’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সীমানা সুরক্ষিত রাখতে ও সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনার পর পাকিস্তান কাবুলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে হামলা না চালাতে পারে।

পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, তালেবান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং জঙ্গিদের হামলা রুখতে পদক্ষেপ নেবে। তবে তালেবান সরকার বরাবরই পাকিস্তানের এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

(সূত্র: জিও টিভি, রয়টার্স)

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে অটোরিকশা চালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১৩)

পুলিশ ও স্থানীয়রা জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা যাচ্ছিল। অটোরিকশাটি মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশরাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসেন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়।

এ ঘটনায় যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান সত্যতা নিশ্চিত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নয়: নুরুল হক নুর

আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নয়: নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “দেশে গণতন্ত্রের উত্তরণের জন্য মতের ভিন্নতা থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে বাতিল আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা নয়, নির্বাচনও করা যাবে না। তারা গত ১৬ বছরে আমাদের ওপর অনেক বর্বরতা চালিয়েছে।”

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর আরও বলেন, “ভিন্নমতের কাউকে ঘরেও থাকতে দেয়নি আওয়ামী লীগ। সুতরাং তাদের নিয়ে কোনো ধরনের আলোচনা নয়। তবে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলোও এর মধ্যে চলবে।”

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যা সঠিক নয়। এই সেনাবাহিনী গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

রাশেদ খান আরও বলেন, “ডা. দীপু মনির কারণে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। অথচ আদালতে আসা-যাওয়ার সময় তিনি হাসি দেন। এই নারীর লজ্জা নেই।”

চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি কাজী রাসেলের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। সভা সঞ্চালনা করেন জাকির হোসেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ১৬
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত
আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নয়: নুরুল হক নুর
জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি: তারেক রহমান
সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
ছাত্রনেতাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান পাটোয়ারীর
শিলংয়ে ঝামেলায় বিরক্ত বাংলাদেশ ফুটবল দল
আমাদের কথাবার্তায় সহনশীলতা দেখাতে হবে: রিজভী
ঢাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন
সৌদিতে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬ জন
তালেবান নেতার মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র
রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন
দেশের নাম পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি না: সালাহউদ্দিন
জিএম কাদের ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দিনকন্যা শারমিন
২৫ মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন
১০ শতাংশ দাম কমছে ইন্টারনেটের
দীর্ঘ ৮ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত
পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক