আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি

ট্রফি হাতে বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাট হাতে অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তরুণ শুভমন গিল, শ্রেয়াস আইয়াররা ভালো ক্রিকেট খেলেছেন। আবার বল হাতে মোহাম্মদ শামির সঙ্গে ভালো করেছেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা।
বর্তমানে ভারতীয় দল বিশ্বের অন্যতম সেরা দল, এমনটা বলার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। ঘরের মাঠে কিংবা বিদেশে, ভারতীয় দলের দাপট অতুলনীয়। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণরা, যেমন শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলকে শক্তিশালী করেছে। বোলিং বিভাগে মোহাম্মদ শামি একদম ভরসাযোগ্য।
দুবাইয়ের কন্ডিশনে ভারতের পাঁচজন স্পিনার নিয়ে গড়া স্কোয়াড বেশ ভালো কাজ করেছে, যা তাদের জয় নিশ্চিত করেছে।
ভারতীয় দলের এমন ফর্ম এবং উত্থান দেখে বিরাট কোহলি বেশ আশাবাদী। ক্যারিয়ারের শেষভাগে থাকা এই তারকা মনে করেন, ভারতীয় দল আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে। ফাইনাল শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি চাইব, যখন আমি চলে যাব, তখন দলকে শক্তিশালী অবস্থানে রেখে যেতে। আমাদের দল আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার মতো সক্ষম।"
কোহলি বলেন, "এটা ছিল দারুণ। অস্ট্রেলিয়া সফরের কঠিন পর্ব শেষ করার পর আমরা চেয়েছিলাম ঘুরে দাঁড়াতে। আমরা বড় টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত তা অর্জন করেছি। আমাদের ড্রেসিংরুমে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন, যারা ম্যাচের পরিস্থিতি বদলে দিতে সক্ষম। আমরা সিনিয়ররা তাদের সাহায্য করতে পেরে খুব খুশি। অভিজ্ঞতা বিনিময় করেই ভারতীয় দলকে এতটা শক্তিশালী বানানো সম্ভব হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "শিরোপার জন্য খেলতে চাইবেন সবাই, চাপের মধ্যে খেলতে এবং দায়িত্ব নিতে। এই টুর্নামেন্টে দলের প্রত্যেকে এক সময় দায়িত্ব নিয়ে খেলেছে এবং অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমরা এক দারুণ দলের অংশ ছিলাম। অনুশীলনে যেমন কাজ করেছি, ঠিক তেমনি মাঠে ফল পেলাম।"
