এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট

ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা বাজারে ছাড়বে না ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ফ্রেশ নোট বিনিময় কার্যক্রম স্থগিত থাকবে। ব্যাংকগুলোকে ইতোমধ্যে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
আগে বলা হয়েছিল, ১৯ মার্চ থেকে বঙ্গবন্ধুর ছবিসহ ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে। তবে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এপ্রিল-মে মাসে বাজারে ছাড়া হবে নতুন নোট এবং সেগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। অর্থাৎ ঈদুল আজহার সময় বাজারে যে নোট ছাড়া হবে, সেগুলোতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না।
বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে জানানো হয়েছে যে, ফ্রেশ নোট বিনিময় কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে। ব্যাংকের শাখায় গচ্ছিত থাকা ফ্রেশ নোটগুলো বিনিময় না করে সংরক্ষণ করতে হবে এবং নগদ লেনদেনের ক্ষেত্রে পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করতে হবে।
গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিতরণ চলবে। ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের ৮০টি ব্যাংক শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পরিকল্পনা বাতিল করা হয়েছে। মূলত ঈদের আগে নতুন নোট বাজারে আনা হচ্ছে না এবং নতুন নোট বাজারে ছাড়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এখন তা এপ্রিল-মে মাসে ছাড়া হবে।
