গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি

গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ছবি: ঢাকাপ্রকাশ
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে কুবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
কর্মসূচিতে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মুসলিম নিধনের ঘৃণ্য অপচেষ্টা। এই হামলা কোনোভাবেই বেঁচে থাকা মুসলমান মেনে নেবে না। মার্কিন সহায়তায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল এই গণহত্যা চালাচ্ছে। আমরা ফিলিস্তিন ও আল আকসার জন্য জীবন দিতেও প্রস্তুত। কোটি কোটি মুসলমান আল আকসা রক্ষায় প্রাণ উৎসর্গ করতে দ্বিধা করবে না।”
তিনি আরও বলেন, “অবিলম্বে ইসরায়েলকে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের ভূমি ত্যাগ করতে হবে।” এ সময় তিনি ভারতের সাম্প্রতিক মুসলিম বিরোধী ‘ওয়াক্ফ বিল’-এরও তীব্র নিন্দা জানান এবং মুসলমানদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ভারতের পার্লামেন্টের প্রতি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “ইহুদি রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন দখলের ষড়যন্ত্র করছে। আমাদের ভাই-বোনদের ওপর গণহত্যা চালিয়ে ভূমি দখলের এই পরিকল্পনা মুসলিম উম্মাহ কখনো বাস্তবায়ন হতে দেবে না। মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের ভাই-বোনদের রক্ষায় প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত।”
