বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মাগুরায় ধান কাটার উৎসব, শ্রমিক সংকটে বিপাকে কৃষক

বৈশাখের মাঝামাঝিতে মাগুরার মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। সদরের প্রতিটি মাঠে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। তবে শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক পড়েছেন বিপাকে।

সরেজমিনে মাগুরা সদরের মঘী, বাঘবদাইড়, জগদল, চাউলিয়া ও আঠারোখাদা ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, বিভিন্ন গ্রামের কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। তারা জানিয়েছেন, এখন আবহাওয়া ভালো, কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই। ধান পেকে গেছে তাই এখনই উপযুক্ত সময় ধান কেটে ঘরে তোলার। তবে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দেওয়ায় বিভিন্ন গ্রামের কৃষক পড়েছেন বিপাকে। ধান কাটার শ্রমিক যা পাওয়া যাচ্ছে তারা দিনপ্রতি ৮০০ টাকা থেকে ১ হাজার টাকা দাবি করছেন বলে জানান কৃষকরা।

কৃষি বিভাগ বলছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় মাগুরায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিছুদিন আগে তীব্র তাপদাহের ফলে সদরের বেশ কিছু গ্রামে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছিল কিন্তু তাতে ধানের কোনো ক্ষতি হয়নি। এখন বৈশাখ মাসের মাঝামাঝি সময়। ধান পুরোপুরি পেকে গেছে। তাই ধান কাটার এখনই উপযুক্ত সময়। ইতোমধ্যে জেলার বিভিন্ন মাঠে কৃষক ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ধানের তেমন ক্ষতি হয়নি। যেসব কৃষক আগাম ধান রোপণ করেছিলেন তারা ইতোমধ্যে ধান কেটে ঘরে তুলেছেন। জেলার কৃষকরা প্রায় ৬০ শতাংশ ধান কেটেছেন। বাকি ৪০ শতাংশ ধান আগামী ১৫ দিনের মধ্যে কাটা হবে।

মাগুরা সদরের আলাইপুর গ্রামের কৃষক হারেজ আলী বলেন, আমি ২ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছি। ধান রোপণের সঙ্গে সঙ্গে জমিতে পরিচর্যা বাড়ায়। জমিতে উপযুক্ত সার ও সেচ দেয়। ধানের গোছা আসার পরপরই জমির পরিচর্যা আরও বাড়ায়। বৈশাখের শুরুতে ধান পরিপক্ব হতে শুরু করে। ইতোমধ্যে আমি ১ বিঘার ধান কেটে ফেলেছি। বাকি ধান আগামী ১০ দিনের মধ্যে কাটা শেষ হবে। এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ধানের ফলন ভালো হয়েছে। এ বছর আমি ২ বিঘা জমিতে ৫০-৬০ মণ ধান পাব বলে আশা করছি। তবে ধান কাটার শ্রমিক সংকটের কারণে উপযুক্ত সময়ে ধান ঘরে তুলতে দেরি হচ্ছে।

সদরের মির্জাপুর গ্রামের কৃষক সিরাজ সরদার বলেন, আমি ৪ বিঘা জমিতে ধান আবাদ করেছি। ধানেই আমার সারা বছর চলে। এবার অতিরিক্ত তাপদাহের ফলে আমার ১ বিঘা জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। আমি এ ধান নিয়ে বিপাকে আছি। বাকি ৩ বিঘার জমিতে ধান কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে ২ বিঘা জমির ধান কাটা প্রায় শেষ। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে কাটা শেষ হবে।

সদরের ছয়চার গ্রামের কৃষক রেজাউল ইসলাম বলেন, আমি ৫ বিঘা জমিতে ধান আবাদ করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটা শুরু হয়েছে। এবার ধানের ফলন ভালো। কিন্তু ধান কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই ধান কাটতে বেগ পেতে হচ্ছে।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, চলতি বছর জেলায় বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি। এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই। ফলে কৃষকরা খুশি মনে ধান কাটা শুরু করেছেন। ইতোমধ্যে বৈশাখ মাসের শুরুতে জেলার বিভিন্ন গ্রামের মাঠে কৃষকরা ধান কাটা শুরু করেছেন।

তিনি বলেন, গত সপ্তাহখানেক ধরে মাগুরাসহ সারা দেশে তীব্র তাপদাহের ফলে বোরো ধানের কিছুটা ক্ষতি দেখা দিয়েছিল। তার পাশাপাশি কিছু এলাকায় ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে বোরোসহ অন্যান্য ধান। এসময় আমরা কৃষকদের শঙ্কিত না হয়ে প্রয়োজনীয় ওষুধ ও ছত্রাকনাশক স্প্রে করার পাশাপাশি জমিতে সব সময় পানি জমিয়ে রাখার পরামর্শ দিয়েছি।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে জেলায় মোট ৩৮ হাজার ৪৩৯ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে সদরে ১৬ হাজার ৬৮০ হেক্টর, শ্রীপুরে ১ হাজার ৫৯০ হেক্টর, শালিখায় ১৩ হাজার ৪৫ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ৬ হাজার ৮২৪ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এবার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৮০০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৬৩৯ হেক্টর বেশি জমিতে বোরো চাষ হয়েছে। এবার হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪.৪৪ মেট্রিকটন চাল। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৩ হাজার ৪৮০ মেট্রিক টন চাল। এবার ব্রি ধান-৮১, ৮৯, ২৯০৪.৬৭১১, ৩৮০৫ এবং হাইব্রিড এসএল, এইট-এইচ, সিনজেনটা-১২০৩ জাতের ধানের চাষ জেলায় বেশি হয়েছে।

এসজি

Header Ad
Header Ad

হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দিল সরকার

ছবি: সংগৃহীত

সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। এটি হজযাত্রীর পাসপোর্টের জন্মতারিখ অনুযায়ী গণনা করা হবে।

এই নির্দেশনা সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই কার্যকর থাকবে এবং হজযাত্রী নিবন্ধন, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে এটি মেনে চলতে হবে।

উপসচিব মামুন আল ফারুক বলেন, “সৌদি সরকারের নির্দেশনা আমাদের মেনে চলতে হয়। ১৫ বছরের উপরে কেউ হজে যেতে চাইলে তাকে অবশ্যই প্রাক নিবন্ধন ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এর নিচে বয়স হলে হজে যাওয়ার সুযোগ নেই।”

তবে, ১৫ বছর বয়সি নিবন্ধিত শিশু হজযাত্রী এবং প্রয়োজনে তাদের অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপনের সুযোগ রাখা হয়েছে।

Header Ad
Header Ad

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ তার আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ এবার ওয়ানডে ফরম্যাটসহ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মাহমুদউল্লাহ তার অবসরের ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, “সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

পোস্টে তিনি তার সতীর্থ, কোচ, ভক্ত এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি তার ভাই এমদাদ উল্লাহর অবদান উল্লেখ করেন, যিনি তার শৈশব থেকে কোচ ও মেন্টর হিসেবে পাশে ছিলেন।

স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহমুদউল্লাহ লেখেন, “সবশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভালো ও খারাপ সময়ে আমাকে সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।”

অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে তিনি বলেন, “সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। শেষবার তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের হয়ে মাঠে নামেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ধর্ষকের কুশপুত্তলিকা দাহ

ছবি : ঢাকাপ্রকাশ

দেশজুড়ে শিশুসহ নারী ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা।

বুধবার (১২ মার্চ) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে পথসভা, ধর্ষকের মুখ ও চোঁখ বেঁধে সিম্বলিক অ্যাক্টিভিটি কুশপুত্তলিকা দাহ এবং পথ নাটক প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব আবু আহমেদ শেরষা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক ফাহাদ মিয়া, সহ-মুখ্যপাত্র মাহাদির খান ভাসানী, শিক্ষার্থী আফরিন জাহান প্রমুখ।

 

ছবি : ঢাকাপ্রকাশ

বক্তারা বলেন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বেড়েই চলছে। ধর্ষকদের দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

অপরদিকে, একইদিন সকাল ১১ টায় উপজেলার নিকরাইল বাজারে ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিকরাইল আঞ্চলিক ছাত্রসমাজ।

মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল করিম, অলোয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার সাবেক আহবায়ক বশির খান প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দিল সরকার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ
টাঙ্গাইলে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ধর্ষকের কুশপুত্তলিকা দাহ
নওগাঁয় আগামী শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের
মসজিদে তিন জনকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, নেটিজেনদের ক্ষোভ
বিদেশ থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা!
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!
শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
লাকিকে গ্রেফতারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল
সারাদেশে বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
আম্মার ভয়ে প্রেম করিনি, এখন আম্মাই বলে, তুমি খুঁজে আনো
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন