চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে রিন্টু (৩০) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকনাথপুর গ্রামের মোছেক আলীর ছেলে রিন্টু জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের পাশে দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ লাইনের তারে তার পা লেগে যায়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে তার সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
