বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

রোজা রেখেই মাঠে নামছেন লামিনে ইয়ামাল, থাকছে বিশেষ ব্যবস্থা

লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের সেরা মঞ্চে মুসলিম ফুটবলারদের জন্য রোজা পালন করা এক চ্যালেঞ্জ। দিনের বেলায় রোযা, রাতে চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগার মতো উচ্চ পর্যায়ের ম্যাচে মাঠে নামার দায়িত্ব। মোহাম্মাদ সালাহ, নাসের মাজরাউই, ওমর মারমৌশ সহ আরও অনেক ফুটবলার রোজা রেখে খেলেন। সেই তালিকায় যোগ হয়েছেন ফুটবলের উঠতি তারকা, বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।

বাবা মরক্কোর, মা গিনির। স্পেনে জন্মগ্রহণ করা লামিনে ইয়ামাল মুসলিম পরিবারের সন্তান এবং এখন হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সম্প্রতি শুরু হওয়া পবিত্র রমজান মাসে বিশ্বের অন্য মুসলমানদের মতো তিনিও রোজা পালন করছেন। এবং তবুও, লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছেন।

লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, ক্লাব কর্তৃপক্ষ ইয়ামালের রোজা রাখার বিষয়ে কোনো বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে, বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে তাকে দ্রুত তুলে নেওয়া নিয়ে অনেকেই মনে করেন, এটি রমজানের রোজা রাখার কারণে হতে পারে। তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, কোচ ফ্লিক ওই ম্যাচে ইয়ামালকে ট্যাকটিকাল কারণে উঠিয়ে নেন।

এদিকে, ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোজা রাখার বিষয়ে ইয়ামালকে কোনো বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। বরং, ক্লাবের মেডিক্যাল টিম তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ইয়ামালের সাহরি ও ইফতারের জন্য ক্লাবের পুষ্টিবিদ বিশেষ মেন্যু নির্ধারণ করেছেন, যাতে তিনি সঠিক পুষ্টি পান।

বার্সেলোনায় আগে ফ্র্যাংক কেসি এবং ওসমান ডেম্বেলে রমজান মাসে রোজা রেখেই মাঠে নেমেছেন এবং সফলভাবে খেলে আসছেন। এমনকি ক্লাব কর্তৃপক্ষ ম্যাচের দিনেও ইয়ামালের জন্য ইফতারের ব্যবস্থা করছে, যাতে তিনি রোজা রাখার পরেও খেলায় প্রস্তুত থাকতে পারেন।

ইয়ামাল বর্তমানে বার্সেলোনার লা মাসিয়া থেকে তার দাদি ফাতিমা এবং চাচা আব্দুলের বাড়িতে অবস্থান করছেন। রমজানে ইফতার এখানেই করা হচ্ছে, আর ক্লাবও ম্যাচের সময় ইফতার করার ব্যবস্থা রাখছে। আজ রাতে বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে যদি ইয়ামাল শুরুর একাদশে থাকেন, তাহলে রোজা রেখে খেলতে নামতে হবে তাকে, এবং খেলোয়াড় হিসেবে মাঠে থাকাকালীন সময়ে তাকে ইফতার করার সুযোগ দেয়া হবে।

Header Ad
Header Ad

এসিস্টের পর ইফতার, এসেই গোল, রোজা রেখে দুর্দান্ত লামিন ইয়ামাল  

ছবিঃ সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে এসেছিলেন লামিন ইয়ামাল। এরপর থেকে তার পারফরম্যান্স দেখে মনে হয়, বয়স কি সত্যিই এত কম? এত কম বয়সে এমন নৈপুণ্য—আসলে কেমন করে সম্ভব!

আজকের রাতটা আবারও প্রমাণ করল, লামিনের ক্ষেত্রেই সম্ভব। এক গোল করানো, এরপর দুর্দান্ত এক গোল, যেখানে লিওনেল মেসির ছায়া খুঁজে নিতেও পারেন অনেকে। আর এই অসাধারণ নৈপুণ্য তাকে পৌঁছে দিল রেকর্ডবুকে।

তবে তার এই কীর্তির মাহাত্ম্য আরও বেড়ে যায় যখন ভাবা হয়, আজ তিনি রোজা রেখেই মাঠে নেমেছিলেন! ইফতারের ঠিক আগে দিয়েই এক অ্যাসিস্ট আর এক গোল করে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ইতিহাস গড়েছেন এই বিস্ময় বালক।

বার্সেলোনা আজ নিজেদের মাঠে মুখোমুখি হয়েছিল বেনফিকার। প্রথম লেগ থেকেই এক গোলের লিড ছিল কাতালানদের। আজ ম্যাচের ১১তম মিনিটে রাফিনিয়াকে দিয়ে গোল করান ইয়ামাল, বার্সেলোনা সামগ্রিক লড়াইয়ে এগিয়ে যায় ২-০ গোলে।

কাতালুনিয়ায় ম্যাচটা শুরু হয়েছিল শেষ বিকেলে। মাগরিবের সময় হয় ম্যাচের মাঝেই, ১৫ মিনিটের মাথায়। তাই একটু আগেই ব্রেক দেওয়া হয়, তখনই শুধু পানি খেয়ে রোজা ভাঙলেন ইয়ামাল।

রাফিনিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর বেনফিকা সমতা ফেরায় নিকলাস অতামেন্দির গোলে। কিন্তু বার্সেলোনাকে আবার এগিয়ে দেন সেই ইয়ামালই—এবার সরাসরি স্কোরশিটে নিজের নাম তুললেন।

বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট! ইউরোতে যেমনটা করেছিলেন ফ্রান্সের বিপক্ষে, এবারও ফল একই। পুরো রক্ষণকে পরাস্ত করে বল জড়িয়ে গেল জালে।

এই গোলের মাধ্যমেই ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। তিনি এখন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়! মাত্র ১৭ বছর ২৪১ দিন বয়সে এই বিরল কীর্তি গড়লেন তিনি।

তবে তার কাজ এখানেই শেষ নয়। বার্সেলোনা সুবিধাজনক অবস্থানে আছে ঠিকই, কিন্তু ম্যাচের আরও ৪৫ মিনিট বাকি। চ্যাম্পিয়ন্স লিগের এই বাধা পেরিয়ে যাক বার্সেলোনা (সব বাধাই কেন নয়?), স্রষ্টার কাছে নিশ্চয়ই ইফতারের সময় এ প্রার্থনাই করেছিলেন লামিন ইয়ামাল!

Header Ad
Header Ad

পাকিস্তানে ট্রেনে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার, ১৬ জঙ্গি নিহত  

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি থাকা ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এসময় অভিযানে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।

সর্বশেষ পাওয়া খবরে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, এখনো অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা। এর আগে মঙ্গলবার জঙ্গিরা রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।

সংবাদমাধ্যম ডন জানায়, ব্যালুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ১৬ জন জঙ্গি নিহত হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এছাড়া ১৭ জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

জাফর এক্সপ্রেস ট্রেনটি কোয়েটা থেকে পেশওয়ার, খাইবার পাখতুনখোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনটির ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানের পর, সন্ত্রাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। আক্রমণকারীরা তাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছে।

জানা গেছে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ করছে এবং নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এছাড়া এলাকার কঠিন ভূ-প্রকৃতি অভিযানকে আরও জটিল করে তুলছে।

আক্রমণকারীরা ট্রেনের উপর আক্রমণ করার আগে রেলপথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা লোকোমোটিভে গুলি চালিয়েছিল, যার ফলে চালক আহত হন। ট্রেনটি একটি সুড়ঙ্গের ঠিক আগে থেমে যায়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে একটি দুর্গম, পর্বতাঞ্চলীয় এলাকায় ট্রেনটি তারা দখলে নেয়। ট্রেনটিতে নারী ও শিশুসহ ৪৫০ জনেরও বেশি যাত্রী ছিলো।

 

Header Ad
Header Ad

গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা  

ছবিঃ সংগৃহীত

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এর আগে ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’—শীর্ষক কর্মসূচির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শিক্ষার্থীরা ‘শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

শাহবাগে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। লাকি আক্তাররা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল। তারা আজ পুলিশের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা আর শাহবাগের উত্থান মেনে নেব না।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার নাম করে তারা আজ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে। জাতিসংঘের মহাসচিব আসার আগে এই মুহূর্তে কারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চায় তাদের মুখোশ উন্মোচন করা হোক।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, অবিলম্বে যারা আজ পুলিশের ওপর হামলা করেছে, তাদেরসহ লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার না করলে আমরা আবার রাজপথে নামব।

২০১৩ সালে যারা বিচারহীনতা কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল। এই শাহবাগীদের বিচার করতে হবে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশে হয় আমজনতা থাকবে না হয় শাহবাগীরা থাকবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এসিস্টের পর ইফতার, এসেই গোল, রোজা রেখে দুর্দান্ত লামিন ইয়ামাল  
পাকিস্তানে ট্রেনে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার, ১৬ জঙ্গি নিহত  
গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা  
শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা  
ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি
বেনাপোল পুটখালী সীমান্তে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কোচিং-প্রাইভেট নিষিদ্ধ  
হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষের হত্যার ঘটনায় গ্রেপ্তার ২    
দেশের ভালোর জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান  
একটি বিশেষ দল সম্পর্কে সাংবাদিকরা লিখছে না : মির্জা আব্বাস  
যে কারণে এমএজি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না  
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!
ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড
সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
জরিপ অধিদপ্তরে নতুন ডিজি, ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে নতুন চেয়ারম্যান  
শ্রমিক অসন্তোষ মনিটরিংয়ে টোল ফ্রি হেল্পলাইন চালু ১৬৩৫৭
বেনাপোলে আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
সমালোচনার মধ্যে জনদাবি উপেক্ষিত হওয়া উচিত নয়: তারেক রহমান
বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু  
গোপালগঞ্জে দিনদুপুরে হাত–পা বেঁধে হত্যার পর ডাকাতি