গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের ১৬০ কেজি ওজনের পাঙ্গাস
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের ১৬০ কেজি ওজনের পাঙ্গাস। ছবি: সংগৃহীত
১৬০ কেজি ওজনের পাঙ্গাস। এটি ‘মেকং জায়ান্ট ক্যাটফিস’ নামে পরিচিত। এই মাছটি বিশ্বের অন্যতম স্বাদুপানির বৃহত্তম মাছ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পুকুরে রয়েছে এ ধরণের ৫০টির মত মাছ।
রূপালী ধূসর রঙের বৃহৎদাকার এই পাঙ্গাসটির ওজন ১৬০ কেজি। এটি ‘মেকং জায়ান্ট ক্যাটফিস’ নামে পরিচিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার মেকং অববাহিকায় এই প্রজাতিটির প্রাকৃতিক আবাসস্থল মেকং নদী।
এই মাছটি ২০০৫ সালে একটি বেসরকারি খামারির মাধ্যমে বাংলাদেশে আনা হয়। ২০১৫-১৬ অর্থ বছরে সেই খামারির কাছ থেকে ৫০টি মাছ সংগ্রহ করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
মাছটি পানির নিচে পাথর কিংবা নুড়ি স্তরে থাকতে পছন্দ করে। একটি পরিপক্ক মা মাছ থেকে প্রায় ৮০ লাখ পর্যন্ত ডিম পাওয়া যায়। থাইল্যান্ড মাছটির প্রজননে সফলতা অর্জন করতে সক্ষম হলেও বাংলাদেশে এখনো সফলতা আসেনি।