সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাগুরায় তীব্র তাপদাহে ধানে ব্লাস্ট রোগ, শঙ্কিত কৃষক

মাগুরায় সপ্তাহব্যাপী তীব্র তাপদাহ, অনাবৃষ্টির কারণে সদরের বিভিন্ন মাঠের বোরো ধান, ২৮ ও ২৯ ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। প্রচণ্ড তাপদাহের ফলে বোরো ধানে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন জেলার কৃষকরা।

এখন মাঠের প্রতিটি ধানের গোছায় ধানের ছড়া বের হয়েছে। আর কিছু দিন পর কাটা হবে ধান। কিন্তু হঠাৎ করে ধানে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় ধান চিটা হয়ে যাচ্ছে। প্রতিটি ধানে প্রথমে হলুদ ভাব হয়ে পরে চিটায় পরিণত হচ্ছে। বিশেষ করে মাগুরা সদরের আলাইপুর, মিঠাপুর, মির্জাপুর, শত্রুজিতপুর, বালিয়াডাঙ্গা, বারাশিয়া গ্রামে সরেজমিন ঘুরে দেখা গেছে অধিকাংশ বোরো ধানের খেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। ধানে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা কম হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

মাগুরা কৃষি বিভাগ বলছে, মাটি যদি বেলে প্রকৃতির ও শুকনো হয়, জমিতে ইউরিয়া সার বেশি ও পটাশ সার কম ব্যবহার হলে ও রাতে ঠান্ডা, দিনে বেশি গরম হলে এ রোগ দেখা দিতে পারে। এ রোগ প্রতিরোধে জমিতে জৈব সার প্রকারভেদে বিঘাপ্রতি ৫০০-৮০০ এবং রাসায়নিক সার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে। তা ছাড়া ধানের পাতায় ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে তাৎক্ষণিক সেচ দিতে হবে, আক্রান্ত জমিতে বিঘাপ্রতি ৫ কেজি এমওপি বা পটাশ সার দিতে হবে। আক্রান্ত বেশি হলে বালাইনাশকের যেকোনো একটি ৮-১০ দিন পরপর ২ বার স্প্রে করতে হবে।

মাগুরা সদরের আলাইপুর গ্রামের কৃষক ইকরাম বলেন, আমি ২ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছি। ধান রোপণের সঙ্গে সঙ্গে জমিতে পরিচর্যা বাড়ায়। জমিতে উপযুক্ত সার ও সেচ দেয়। ধানের গোছা আসার সঙ্গে সঙ্গে আমি জমি আরও পরিচর্যা বাড়ায়। কিন্তু সপ্তাহ খানেক ধরে তীব্র তাপদাহ আর অনাবৃষ্টির কারণে হঠাৎ ধানের গোছায় হলুদ রং হতে দেখা যায়। আমার ২ বিঘার প্রায় ১ বিঘা জমির ধান এখন ব্লাস্ট রোগে আক্রান্ত। অনেক বার ঔষধ ও স্প্রে করেছি কিন্তু কোনো কাজ হয়নি। ধান চিটা হয়ে গেছে। যেখানে প্রতিবছর আমি ২ বিঘা জমিতে ৫০-৬০ মণ ধান পায়। সেখানে এ বছর পাব ৩০ মণ। এবার আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আমরা ধানের কাঙ্ক্ষিত উৎপাদন পেলাম না।

সদরের মির্জাপুর গ্রামের কৃষক রিপন সরদার বলেন, আমি ৪ বিঘা জমিতে ধান আবাদ করেছি। ধানের উপর আমার সারা বছর চলে। এবার অতিরিক্ত তাপদাহের ফলে আমার ২ বিঘা জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। আমি এ ধান নিয়ে বিপাকে আছি। অধিকাংশ ধানে চিটা হয়েছে। ধান কাটার শেষ সময়ে গাছগুলো এ রোগে আক্রান্ত হওয়ায় আমি শঙ্কিত।

সদরের ছয়চার গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, তীব্র তাপদাহে আমার ৩ বিঘা জমির প্রায় ১ বিঘা বোরো ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। ধান রোপণের সঙ্গে সঙ্গে আমি নিয়মিত সার ও সেচ দিয়েছিলাম। প্রতিটি ধান গাছের গোছায় যখন ধানের ছড়া আসতে শুরু করল তখন আমি পরিচর্যা বাড়ায়। কয়েকদিন দিনের তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ধান হলুদ হয়ে চিটা হয়ে যাচ্ছে তখন বেশি শঙ্কিত হয়ে পড়ি। তাড়াতাড়ি কৃষি বিভাগের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ঔষধ ও স্প্রে করি কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ফলে ধান নিয়ে শঙ্কায় আছি।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, সপ্তাহখানেক ধরে মাগুরাসহ সারা দেশে তীব্র তাপদাহের ফলে বোরো ধানের কিছুটা ক্ষতি দেখা দিয়েছে। পাশাপাশি কিছু এলাকায় বোরোসহ অন্যান্য ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। কৃষকদের শঙ্কিত না হয়ে প্রয়োজনীয় ঔষধ ও ছত্রাকনাশক স্প্রে করার পাশাপাশি জমিতে সব সময় পানি জমিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে জেলায় মোট ৩৮ হাজার ৪৩৯ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে সদরে ১৬ হাজার ৬৮০ হেক্টর, শ্রীপুরে ১ হজার ৫৯০ হেক্টর, শালিখায় ১৩ হাজার ৪৫ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ৬ হাজার ৮২৪ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এবার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৮০০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৬৩৯ হেক্টর বেশি জমিতে বোরো ধান চাষ হয়েছে। এবার হেক্টর প্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৪৪ মেট্রিকটন চাল। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৩ হাজার ৪৮০ মেট্রিকটন চাল। এবার জেলায় ব্রি ধান- ৮১, ৮৯, ২৯০৪.৬৭১১, ৩৮০৫ এবং হাইব্রিড এসএল, এইট-এইচ, সিনজেনটা-১২০৩ জাতের ধানের চাষ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে।

এসজি

Header Ad
Header Ad

পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের  

ছবিঃ সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সোমবার ( দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের মূল ফটকের সামনে বাঁশ ফেলে তারা সড়কটি আটকে দেন।

আন্দোলনরত ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, বিকালে ঢাকা উত্তর সিটি অবরোধ বা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি পালনের প্রস্তুতি চলছে।

তবে বিকালে কোথায় অবরোধ পালন করা হবে তা স্পষ্ট করেননি এ শিক্ষার্থী।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন করে কলেজ শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে 'বিশেষ বিবেচনা করিনি' বলে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার এবং প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কমিশন গঠনে ‘বাধা দেওয়ার’ অভিযোগ তুলে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার দুপুরে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি, সেটিকে তিনি ‘বিশেষ বিবেচনা’ করেননি।

গেল ২৭ জানুয়ারি রাতে ‘তিতুমীর ঐক্যর তরফে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে অবরোধের ঘোষণাও দেওয়া হয় তখন।

এর মধ্যে বুধবার বিকাল থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ লেখা ব্যানার টাঙিয়ে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যর’ সাত দফার মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; ‘বিশ্ববিদ্যালয়’প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা কিংবা শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা।

Header Ad
Header Ad

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২

ছবিঃ ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) রাত আনুঃ ১টার দিকে বিরামপুর - ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

পুলিশ ও স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুই ব্যক্তি জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ট্রাকের হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

নিহতরা হলেন- ট্রাকের চালক মাহবুবুর রহমান(৩১) ও হেলপার আরিফ হোসেন। তাদের উভয়ের বাড়ি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামে ।

তিনি আরও জানান, স্থানীয় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানো হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Header Ad
Header Ad

বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর

বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর। ছবি: সংগৃহীত

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। অথচ সেই দলটা পরের চার ম্যাচে একটা ম্যাচও জিততে পারেনি। যার মাশুল গুনতে হচ্ছে তাদের। ফাইনালে ওঠার রাস্তাটা কঠিন হয়ে গেছে নুরুল হাসান সোহানের দলের জন্য।

এলিমিনেটর রাউন্ডে খেলতে হচ্ছে তাদের। অর্থাৎ হারলেই দ্বিতীয় সুযোগ মিলবে না আর। তাই এই ম্যাচের আগে টি-টোয়েন্টির বড় তারকাদের দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে রংপুর। এলিমিনেটর পর্বে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্সও আছে দারুণ ফর্মে। রংপুরকে টেক্কা দিতে তারাও বাড়িয়েছে শক্তি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে রংপুর।

রংপুর দলে ভিড়িয়েছে আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো তারকাদের। ছবি: সংগৃহীত

এলিমিনেটর পর্বে মাঠে নামার আগে রংপুর দলে ভিড়িয়েছে আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো তারকাদের। খুলনাও কম কীসে! তারাও দলে ভিড়িয়েছে শিমরন হেটমেয়ার এবং জেসন হোল্ডারের মতো তারিকাকে। তাই বলা যায় এলিমিনেটর রাউন্ডে সেয়ানে সেয়ানে টক্কর হতে যাচ্ছে।

এদিন সকালেই ঢাকায় এসে পৌঁছেন ডেভিড, রাসেল, ভিন্স। এসেই দলের সঙ্গে যোগ দেয়া এই তিন তারকা প্রত্যাশা অনুযায়ী একাদশে জায়গা পেয়েছেন। খুলনাও তাদের দুই নতুন বিদেশি হেটমেয়ার এবং হোল্ডারকে একাদশে রেখেছে।

রংপুর রাইডার্সের একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, জেমস ভিন্স, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), টিম ডেভিড, নাহিদ রানা, রাকিবুল হাসান, সাইফ উদ্দিন, আন্দ্রে রাসেল এবং আকিফ জাভেদ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের  
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২
বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার  
বাংলাদেশের ‌‘গুম জননী’ শেখ হাসিনা: প্রেস সচিব
নওগাঁয় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার
হাসিনা বিনের জন্য প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা  
সাবেক বিচারপতি মানিক, সালমানসহ ৬ জন রিমান্ডে
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
স্বামীর কিডনি বিক্রির অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, ডিভোর্সের হুমকি
আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: হাসনাত আবদুল্লাহ
কুড়িগ্রামের রাজিবপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার: বাণিজ্য উপদেষ্টা
ঢাকায় স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে লাশ ফেলা হয় হাতিরঝিলে
টুঙ্গিপাড়ায় পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৮  
সড়ক ছেড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, পরবর্তী কর্মসূচি রাত ১১টায়  
যশোর সীমান্তে মালিকবিহীন ২৩ লাখ টাকার মাদকদ্রব্য আটক
জুলাই আহতদের আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান, বৃদ্ধকে গণপিটুনি