চট্টগ্রামের ঘরের ছেলে তামিমের ব্যাটে জয় ফরচুন বরিশালের
ছবি: সংগৃহীত
ফরচুন বরিশাল বিপিএলের চট্টগ্রাম পর্ব জয় দিয়ে শুরু করেছে, ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল বরিশালের হয়ে খেললেও তার সমর্থনে ঘাটতি হয়নি। দর্শকদের দারুণ সমর্থনের প্রতিদান দেন তামিম, ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে। তার সাথে ডাভিড মালানের অপরাজিত ৪৯* রানের ইনিংস বরিশালকে সহজ জয় এনে দেয়। মাত্র ১৩৯ রানের লক্ষ্য তারা ১৪০ রানে পৌঁছে যায় চার ওভার হাতে রেখেই, ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে বরিশাল।
ঢাকা ক্যাপিটালস ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। তানভীর ইসলামের স্পিন এবং ফাহিম আশরাফ ও জাহানদাদ খানের পেস আক্রমণে দলটি ১৩৯ রানে অলআউট হয়। ঢাকার হয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম, যিনি ৪৪ বলে ৬২ রান করেন। বাকিরা ব্যর্থতার পরিচয় দেন। তানজিদের পর ঢাকার আশা হয়ে ছিলেন সাব্বির রহমান, কিন্তু তিনিও তানভীর ইসলামের বলে দ্রুতই আউট হন। তানভীর ৩ ওভারে ৩ উইকেট নিয়ে ঢাকার ব্যাটিংকে ধসিয়ে দেন।
বরিশালের ইনিংসে শান্ত দ্রুত আউট হলেও তামিম ও মালানের ৮০ বলে ১১৭ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। তামিম তার ফিফটি পূর্ণ করেন এবং দর্শকদের অভিবাদনের সাথে মাঠ ছাড়েন। মালান ফিফটির কাছাকাছি এসে ৪৯ রানে অপরাজিত থাকেন। জাহানদাদ খানের ছোট ক্যামিও (৪ বলে ১২) ম্যাচ দ্রুত শেষ করে দেয়।
ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও লিটন দাসের ব্যাটিং ব্যর্থতা, পাশাপাশি মোসাদ্দেক হোসেনের অদ্ভুত আউট, ঢাকার স্কোর বাড়াতে বাধা সৃষ্টি করে। বরিশালের স্পিন ও পেস আক্রমণের কাছে ঢাকা ক্যাপিটালস পুরোপুরি হার মানে।