২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল ইরান

ছবি: সংগৃহীত
এশিয়া থেকে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। এর আগে জাপান প্রথম এশীয় দেশ হিসেবে টিকিট নিশ্চিত করেছিল।
বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষস্থান নিশ্চিত করে ইরান কাতার বিশ্বকাপের পর আবারও ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সুযোগ পেল।
এশিয়ার বাইরে নিউজিল্যান্ডও বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দ্বীপরাষ্ট্রটি দ্বিতীয় দল হিসেবে বাছাইপর্ব পার করেছে।
এদিকে, দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বলিভিয়া ও উরুগুয়ের ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়। পরে ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের জয় পায় লিওনেল স্কালোনির দল।
এ পর্যন্ত বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে জাপান, ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে। সব মিলিয়ে এখন পর্যন্ত সাতটি দল ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
