হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে আজ (শনিবার) তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত ২৪ মার্চ বিকেএসপিতে অনুশীলনের সময় হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। ২২ মিনিট অচেতন থাকার পর তাকে দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি রিং পরিয়ে দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ২৬ মার্চ তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল ছাড়লেও তামিমের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। তাকে নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে এবং কঠোর নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদার। তিনি বলেন, “এমন হার্ট অ্যাটাকের পর রোগীদের সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা জরুরি। তার আবারও সমস্যা হতে পারে, এমনকি ব্লক ছাড়াও ঝুঁকি রয়েছে। তাই নিয়মিত ফলোআপ করতে হবে, জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।”
এদিকে, তামিম কবে খেলায় ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি চিকিৎসকরা। তার সুস্থতার ওপর নির্ভর করেই ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
