পেসারদের লড়াইটা উপভোগ করছেন শরিফুল
জাতীয় দলে এখন পেস বোলাদের দারুন প্রতিযোগিতা। সুযোগ পাওয়া যেমন কঠিন, তেমনি তা ধরে রাখাও। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়া বাংলাদেশ দল গিয়েছে ৫ জন পেসার নিয়ে। সেরা একাদশে সুযোগ পাওয়া নিয়ে তাদের মাঝে চলছ জমজমাট ‘মধুর’ লড়াই। প্রথম ম্যাচে বাংলাদেশ তিন পেসার এবাদত-শরিফুল-হাসানকে খেলেছে। এই লড়াইয়ে আবার নেই দলের সেরা সেপার তাসকিন। সুস্থ হয়ে তিনি ফিরে আসলে আবার এই লড়াই আরও বেশি করে জমে উঠবে। তাসকিনের জায়গা ছেড়ে দিয়ে বাকিদের লড়তে হবে অবশিষ্ঠ স্থানের জন্য। বাঁহাতি পেসার শরিফুল এই লড়াইকে বেশ ‘উপভোগ’ করছেন। আজ চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে দল,পেসারদের মাঝে লড়াই আর নিজেকে নিয়ে বলেছেন কথা। তার সেইসব কথার চুম্বক অংশ ঢাকাপ্রকাশ-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো।
প্রশ্ন: ইংল্যান্ডের কন্ডিশনটা আসলে আপনাদের জন্য কতটা সহায়ক,সুইটেবল?
শরিফুল: আসলে সব ফাস্ট বোলারই চায় এরকম কন্ডিশনে খেলতে, বল করতে। আমাদের কাছে ভালোই লাগছে বোলিং করতে।
প্রশ্ন:নতুন বলে আসলে কেমন সুবিধা পাচ্ছেন?
শরিফুল: গত ম্যাচে আমরা নতুন বলেই বোলিং করেছি। পুরোনো হওয়ার আগেই বৃষ্টি হয়েছিল। ভালোই সুইং পাওয়া যাচ্ছিল, এক্সট্রা বাউন্স ছিল, মুভমেন্ট ছিল ভালো।
প্রশ্ন: জাতীয় দলে আবার কামব্যাক করাকে কিভাব দেখছেন?
শরিফুল: আসলে অনেকদিন পরে এসেছি। আবার একাদশে এসেছি। এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। মোস্তাফিজকে ভাইকে বিশ্রাম দেওয়া হয়েছে। সব ফাস্ট বোলারকে ঘুরিয়ে খেলার চেষ্টা করা হচ্ছে।। সেক্ষেত্রে এটা আমার জন্য ভালো একটা সুযোগ। যদি আমি এখানে ভালো কিছু করতে পারি, তো আমার জন্য ভালো কিছু হবে।’
প্রশ্ন: কোচদের মেসেজটা কী ছি ল আপনার প্রতি?
শরিফুল: তারা বলেছেন যে, মন খুলে খেল। অনুশীলনে যেটা করেছ, সেটাই করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
প্রশ্ন: ৬ জন বোলার আর আপনাদের ব্যাটিং নিয়ে কি বলবেন?
শরিফুল: আসলে সব দেশেলে টেলএন্ডাররা এখন ভালো ব্যাটিং করছে। আমরাও চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে আমরা প্রতিদিন নেটে অনুশীলন করছি। একটু হলেও উন্নতি করার চেষ্টা করছি। যদি আমরা ১০-১৫ রান করি সেটা দলের জন্য সহায়ক হবে। তো সেটা আমাদের জন্য খুব ভালো হবে।’
প্রশ্ন: দ্বিতীয় ওয়ানডে নিয়ে পরিকল্পনা কী?
শরিফুল: অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। আমরা যেন জয়ী হতে পারি।
প্রশ্ন: হাথুরুর অধীনে কোচিং কেমন লাগছে?
শরিফুল: আলহামদুলিল্লাহ ভালো। তার যে কৌশল আমার কাছে নতুন লাগছে, ভালো লাগছে।’
প্রশ্ন: পেসাররা দারুণ ভালো করছে। জায়গা পেতে লড়াই করতে হচ্চে। তাসকিন আসলে এ লড়াই আরও জতে উঠবে? কিভাবে দেখছেন?
শরিফুল: আসলে প্রতিযোগিতা যত হবে, আমাদের মধ্যে তত ভালো হবে। কারণ যে ভালো করবে আল্টিমেটলি দেশের জন্যই ভালো হবে। আর উপভোগ অবশ্যই করছি। যেখানে প্রতিযোগিতা বেশি সেখানে উপভোগ বেশিই হবে। চাপ থাকলেও সেটা উপভোগ্য হিসেবে নেইই।’
প্রশ্ন: আপনার সেরা অস্ত্র কোনটি?
শরিফুল: এখন কাজ করছি সুইং নিয়ে। পেস–সুইং দুটা যদি থাকে দুদিক থেকে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
প্রশ্ন: আপনার কাছে অধিনায়কের চাওয়া কী?
শরিফুল: তিনি (অধিনায়ক তামিম ইকবাল) বলছিলেন এসব উইকেটে বল এক জায়গায় করতে, জোরে জোরে না করতে। ভালো ভালো জায়গায় করতে থাকলে ভালো কিছু হবে, আমাদের কিছু করতে হবে না, জাস্টা জায়গাটায় বল করতে হবে।
এমপি/এএস