রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

তামিমদের অচেনা চেমসফোর্ড বাংলাদেশের চেনা!

ক্রিকেটের জনক ইংল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিনটি আসরই অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। একটা সময় ইংল্যান্ডে গিয়ে বাংলাদেশের জন্য খেলা ছিল আকাশ কুসুম কল্পনা। সেই দ্বার উন্মোচিত হয় ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে খেলার টিকিট পেয়ে। এরপর ২০০০ সালে আইসিসির টেস্ট মর্যাদা পাওয়ার পর ইংল্যান্ডে গিয়ে খেলা বাংলাদেশের জন্য আর আকাশ কুসুম হয়ে থাকেনি। চলে আসে হাতের মুঠোয়। বাংলাদেশ দল আইসিসির তিনটি আসর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছে। পাশাপাশি ছিল দ্বি-পাক্ষিক সিরিজও। সেখানে এবার আবার সুযোগ এসেছে আয়ারল্যান্ডের হোম ভেন্যু হয়ে।

আয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। এই চেমসফোর্ড কিন্তু এই প্রজন্মের বাংলাদেশ দলের কাছে অচেনাই। কারণ ১৯৯৯ সালের ১৭ মে বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলেছিল এই চেমসফোর্ডেই। প্রতিপক্ষ ছিল নিউ জিল্যান্ড। এরপর বাংলাদেশ ছয়বার (২০০৪, ২০০৫, ২০০৯, ২০১০, ২০১৭ ও ২০১৯ সালে) খেলতে গিয়েছে ইংল্যান্ডে। এই ছয়বার বাংলাদেশ দল গোটা ইংল্যান্ড চষে বেড়িয়েছে। লর্ডসের মতো জায়গায় খেলেছে একাধিক ম্যাচ। বাদ যায়নি ওভাল, ম্যানচেস্টার, বার্মিংহাম, কার্ডিফ, লিডস, বৃস্টল, টনটন সাউদাম্পটন, চেস্টার-লি-স্ট্রিট, নর্দাম্পটনসহ আরও অনেক ভেন্যু। কিন্তু কখনই খেলা হয়নি এই চেমসফোর্ডে। তাই চেনা চেমসফোর্ড এই প্রজন্মের কাছে অচেনায়। ইংল্যান্ডে যাওয়ার পর আজ সোমবারই তারা প্রথম চেমসফোর্ড দেখার সুযোগ পান। বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে যদি মঙ্গলবার (৯ মে) শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াতে পারে, তাহলে অচেনা চেমসফোর্ড তামিম ইকবাল বাহিনীর কাছে চেনাও হয়ে উঠবে।

সাড়ে ৬ হাজার আসন বিশিষ্ট ছোট্ট চেমসফোর্ড শুধু তামিমদের কাছেই অচেনা নয়, এই প্রজন্মের যেকোনো ক্রিকেটারদের কাছেই অচেনা। কারণ সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২৪ বছর আগে সেই বিশ্বকাপেই। ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের। ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ে। আগে ব্যাট করে জিম্বাবুয়ে করেছিল ৬ উইকেটে ২৩৩ রান। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল ১৮৫ রানে।

বাংলাদেশ খেলার পর এই মাঠে যেমন একটি খেলা অনুষ্ঠিত হয়েছে, তেমনি বাংলাদেশ খেলার আগেও অনুষ্ঠিত হয়েছে একটি ম্যাচ। ১৯৮৩ সালের তৃতীয় বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া ও ভারত। সে সময় ভারত আজকের মতো শক্তিশালী ছিল না। সেই ভারত অস্ট্রেলিয়াকে মাত্র ১২৯ রানে অলআউট করে ম্যাচ জিতেছিল ১১৮ রানের বড় ব্যবধানেই। ভারত আগে ব্যাট করে রান করেছিল ২৪৭। ভারত সেই আসরে প্রথমবারের মতো উইন্ডিজের আধিপত্য খর্ব করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

চেমসফোর্ড একদিকে বাংলাদেশের কাছে স্মরণীয় আবার আরেক দিকে দুঃখেরও। স্মরণীয় কারণ এই মাঠেই বাংলাদেশ তাদের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে। দুঃখের কারণ অভিষেক ম্যাচটা বাংলাদেশ স্মরণীয় করে রাখার মতো কিছুই করতে পারেনি। শুধু যে ৬ উইকেটে হেরেছে তা কিন্তু নয়, ব্যাট হাতে ছিল চরমভাবে ব্যর্থ।

টস হেরে ব্যাটে করতে নেমে বাংলাদেশ ৩৭.৪ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। ৫১ রানে ৭ উইকেট হারিয়েছিল। একে একে আউট হয়েছিল শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ০, মেহরাব হোসেন অপি ২, আকরাম খান ১৬, আমিনুল ইসলাম বুলবুল ১৫, খালেদ মাসুদ ৪, খালেদ মাহমুদ ৩ ও মোহাম্মদ রফিক ০ রানে। এরপর অষ্টম উইকেট জুটিতে নাঈমুর রহমান ও এনামুল হক মনি ৩৪ রান যোগ করলে দলের রান শতরান অতিক্রম করার সম্ভাবনা তৈরি হয়। নাঈমুর ১৮ ও এনামুল ১৯ রান করে আউট হওয়ার পর দশম উইকেট জুটিতে হাসিবুল হোসেন শান্ত ও মঞ্জরুল ইসলাম মঞ্জু ২০ রান যোগ করলে দলের রান ১১৬ পর্যন্ত যায়। হাসিবুল ১৬ রান করে আউট হলেও মঞ্জরুল ইসলাম মঞ্জু ৬ রানে অপরাজিত থাকেন। ক্রিস কেয়ার্নস ১৯, গেভিন লারসেন ১৯ ও জিওফ অ্যালট ৩০ রানে নেন ৩টি করে উইকেট। অপর উইকেট নেন ক্রিস হ্যারিস ১৪ রানে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করে ম্যাচ জিতে। ম্যাট হর্ন ৩৫, রজার অপরাজিত ৩০, ক্রেইগ ম্যাকমিলান ২০, অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ১৬, ক্রিস কেয়ার্নস অপরাজিত ৭ ও নাথান অ্যাস্টল ৪ রান করেন। নাঈমুর ৫, মোহাম্মদ রফিক ২২, মঞ্জুরুল ইসলাম ২৩ ও হাসিবুল হোসেন ৩৩ রানে নেন একটি করে উইকেট। ম্যাচসেরা হন গেভিন লারসেন।

এমপি/এসজি

Header Ad
Header Ad

গাজায় যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদি গাজা যুদ্ধ বন্ধে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে শুরু হওয়া সংঘাতে গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যদিও নভেম্বর মাসে এক সপ্তাহ এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ৫০ দিন যুদ্ধবিরতি ছিল, তবে বাকি সময়জুড়ে ইসরায়েল চালিয়ে গেছে অবিরাম হামলা। আর এতে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে পাশে থেকেছে যুক্তরাষ্ট্র।

তবে সম্প্রতি পরিস্থিতিতে ভিন্ন সুর। ইসরায়েলি সংবাদমাধ্যমটির দাবি, গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের ধৈর্য্যের বাঁধ ভাঙতে চলেছে। তার চাওয়া, খুব দ্রুত সময়ের মধ্যে ইসরায়েল যেন হামাসের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছায়—যার ফলে মুক্তি পাবে গাজায় আটকে থাকা ৫৯ জন ইসরায়েলি জিম্মি, জীবিত ও মৃত উভয়ই।

গত সপ্তাহেই ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন ট্রাম্প। বাইরে থেকে দেখা গেছে হাসিমুখে নেতানিয়াহুর প্রশংসা। কিন্তু পর্দার আড়ালে পরিস্থিতি ভিন্ন—ত্রাণবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে ৩ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প, এমনটাই জানায় ইয়েদিওথ আহরোনোথ।

এদিকে টাইমস অব ইসরায়েল জানায়, গত বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ওইদিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে দুই জিম্মির পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছেন—চেষ্টা চলছে।

ইয়েদিওথ আহরোনোথ আরও জানায়, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ট্রাম্পের বৃহত্তর মধ্যপ্রাচ্য কৌশলের অংশ। তিনি চান, যুদ্ধ থেমে যাক এবং ইসরায়েল-সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হোক। একইসঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনাকেও এই পরিকল্পনার অংশ বলে দাবি করা হয়েছে।

Header Ad
Header Ad

ভারত থেকে এলো আরও ৩৬ হাজার টন চাল

ফাইল ছবি

ভারত থেকে আরও ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (১২ এপ্রিল) জাহাজটি এসে পৌঁছায় বলে খাদ্য মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে নয়টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

Header Ad
Header Ad

শাকিব জাতিকে কী শেখাল? বরবাদে কোকেন সেবনের দৃশ্য নিয়ে ক্ষুব্ধ ইকবাল

চিত্রনায়ক শাকিব খান এবং পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি ছবির মধ্যে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ১২০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ ছবিটি দর্শকমহলে যেমন আলোচিত, তেমনি কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘এই জিল্লু মাল দে’ সংলাপ নিয়ে নানান প্রশ্ন তুলেছেন অনেকেই।

ছবিটি নিয়ে প্রকাশ্যে তীব্র আপত্তি জানিয়েছেন পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “শাকিব খানের মতো একজন জনপ্রিয় নায়ক কীভাবে সিনেমায় কোকেনের মতো ভয়ংকর মাদক সেবনের দৃশ্যে অভিনয় করতে পারেন? আমি চাই না আমার সন্তান এ ধরনের ছবি দেখে বড় হোক।”

ইকবালের মতে, সিনেমাটি দেশের সামাজিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। “আমি নিজে হলে এমন দৃশ্যে কখনো কাজ করতাম না। একজন নায়ক যাকে সবাই ফলো করে, যদি তাকে কোকেন নিতে দেখানো হয়, তাহলে তরুণ প্রজন্মের উপর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা ভেবেই শঙ্কিত হই,”— বলেন তিনি।

তিনি আরও বলেন, “ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় যেভাবে এই ছবিতে উপস্থাপন করা হয়েছে, তাও অত্যন্ত আপত্তিকর। সেন্সর বোর্ড কীভাবে এই দৃশ্যগুলো অনুমোদন দিয়েছে, সেটাও বড় প্রশ্ন।”

শাকিব খানের মুখে ‘এই জিল্লু মাল দেয়’ সংলাপ ইতোমধ্যে শিশু থেকে তরুণদের মুখে মুখে ঘুরছে। এক রিল ভিডিওতে দেখা যায়, এক তরুণী মদের বোতল হাতে নিয়ে সেই সংলাপ অনুকরণ করছেন। বিষয়টিকে ‘সমাজের অবক্ষয়’ হিসেবে দেখছেন ইকবাল।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য। ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প!
ভারত থেকে এলো আরও ৩৬ হাজার টন চাল
শাকিব জাতিকে কী শেখাল? বরবাদে কোকেন সেবনের দৃশ্য নিয়ে ক্ষুব্ধ ইকবাল
আম্পায়ারের প্রতি ‘আগ্রাসী’ আচরণ, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৯ কোটি ১৮ লাখ টাকা
পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, বিজিবি সদস্যসহ ২ প্রতারক আটক
বেনাপোল কাস্টমসের সময় উপযোগী পদক্ষেপ, বেড়েছে রাজস্ব আয়
রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১২
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হলো 'মার্চ ফর গাজা'
আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন: আজহারী (ভিডিও)
নওগাঁয় বিলের খাস জমিতে পুকুর খননের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি
কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু
সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে: আমিনুল হক
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি: ডিএমপি
‘মার্চ ফর গাজা’ নিছক কোনো পদযাত্রা নয়, এটি মুসলিমদের ঐক্যের সেতু: আজহারি
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি