মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানো

মাহমুদউল্লাহর নেতৃত্বে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যখন কঠিন সময় পার করছে, তখন বিসিবি নেতৃত্বে পালাবদল করে সাকিবের হাতে ঝান্ডা তুলে দেয়। সাকিব যখন দায়িত্ব পান, তখন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে।

নেতৃ্ত্ব পেয়েই সাকিব দরকে নিয়ে উড়াল দেন নিউজিল্যান্ডে তিন জাতি টি-টোয়েন্টি খেলতে। স্বাগতিকরা ছাড়া অপর দল ছিল পাকিস্তান। সিরিজে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না পারলেও বাজে সময় কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিল।

এাট যদি হয়ে থাকে সূচনা, তাহলে বিশ্বকাপে গিয়ে পায় আরও কিছু সাফল্য। ২০০৭ সালের পর পেয়েছিল নেদারল্যান্ডসকে হারিয়ে পেয়েছিল প্রথম জয়। পরে জিম্বাবুয়ের বিপক্ষেও
ম্যাচ জিতেছিল। এই দুই জয়ে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। যদিও ম্যাচ জিততে পারেনি। এর আগের ম্যাচে ভারতের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে ম্যাচ হেরেছিল মাত্র ৫ রানে। আসরে বাংলাদেশ ৫ ম্যাচ খেলে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ভালো খেলতে পারেনি।

উন্নতির এই চূড়া ছোঁয়ার আকাঙ্ক্ষায় পূর্ণতা আসে ঘরের মাঠে সেই আসরেরই (টি-টোয়েন্টি বিশ্বকাপ) চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে সিরিজ জয়,পরে হোয়াইটওয়াশ করে।

আগে থেকেই টেস্ট দলের অধিনায়কত্ব পালন করা সাকিব টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েই সুদক্ষ নেতৃত্ব দলকে ক্রমান্বয়েই উপরের দিকে নিয়ে যাচ্ছেন। শুরুতে তিনি পেয়েছিলেন শ্রীধরন শ্রীরামকে, এই আসর থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে। শ্রীধরন ছিলেন তিনটি আসরে (এশিয়া কাপ থেকে বিশ্বকাপ) আর হাথুরুসিংহে মাত্র শুরু করেছেন। এখনো তিনি দলের সবাইকে বুঝে উঠতে পারেননি। বিসিবি সভাপতিও আজ বলেছেন, হাথুরুসিংহে মাত্র শুরু করেছেন। এত জলদি তাকে নিয়ে মন্তব্য করা যাবে না।’ সাকিবই এখানে যোগ্য নেতা হিসেবে দলেকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সাকিব শুধু নেৃতত্ব দিয়েই নয়, ব্যাটে-বলে ফিল্ডিংয়েও। উইন্ডিজে সিপিএলে খেলার কারণে যথাসময়ে নিউজিল্যান্ডে তিন জাতির আসরে যেতে না পারাতে সাকিব খেলতে পারেননি। এরপর তিনি বাকি তিন ম্যাচ খেলে রান করেছিলেন ৭০, ৬৮ ও ৭। বিশ্বকাপে তার ইনিংসগুলো ছিল ১, ২৩, ১৩, ও ০। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেছেন অপরাজিত ৩৪, ০ ও অপরাজিত ৪ রান।

বল হাতে তিনি নিউজিল্যান্ডে তিন জাতির আসরে কোনো উইকেট পাননি। বিশ্বকাপে তিনি উইকেট পেয়েছিলেন ৬টি। ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচেই ১টি করে।

সাকিব দ্বিতীয় দফায় এখন পর্যন্ত ১১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৫টিতে। বাকি ৬টিতে হার। সবমিলিয়ে তিনি ৩৪ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ১২টিতে। হার ২২টিতে।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল যে অভাবনীয় সাফল্য পেয়েছে সাকিব কিন্তু সিরিজ শুরুর আগে তা মোটেই ভাবেনি। তার ভাবনায় ছিল ভালো খেলা।

তিনি বলেন, ‘ওইভাবে (হোয়া্‌টিওয়াশ) ছিল না। আমরা সিরিজ শুরুর আগে আসলে চিন্তাও করিনি ম্যাচ জিততে হবে বা অন্য কিছু। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়া।’

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত  

ছবিঃ সংগৃহীত

চার দিনের মাথায় ফের বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল তিব্বত বলে জানিয়েছে ভলকানো ডিসকভারি।

এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

Header Ad
Header Ad

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। এ ছাড়া দেশের রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো। তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বিরোধী দলগুলো এবং তার নিজ দল লিবারেল পার্টির ভেতর থেকেও পদত্যাগের দাবি উঠে।

ট্রুডো এর আগে লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। তার এ সিদ্ধান্ত দলটির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, বিশেষ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এখন নতুন নেতৃত্ব খুঁজতে বাধ্য হবে।

ট্রুডোর এ সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার এভাবে পদত্যাগের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পাবে।

Header Ad
Header Ad

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে তারা এসেছেন। ইঞ্জিনিয়ার বকুল বলেন, "দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর তার সন্তানের জন্ম হয়েছে। তারেক রহমান এই শিশুর দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।"

রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রীও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বকুল আরও বলেন, "রাব্বির পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব।"

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাব্বি। তার মৃত্যুতে ছাত্রদলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত  
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত