মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের ‘বাংলাওয়াশ’

রূপকথা নয়, আলাদীনের চেরাগ নয়, নয় আকাশের তারা। উত্তাল মার্চে বাংলার জমিনে ইংলিশরা হয়েছে ‘ বাংলাওয়াশ’। স্বপ্ন পূরণের ম‌্যাচে বাংলাদেশ জয়ী হয়েছে ১৬ রানে। টস হেরে ব‌্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। বাংলাওয়াশ করার স্বপ্নে বিভোর টাইগাররা ইংলিশরদের আর সেই রান টপকে যেতে দেয়নি। তাদের ৬ উইকেট তুলে নিয়ে করতে দেয় ১৪২ রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি আটের নিচে রান কখনই নিরাপদ হয় না। এবারের সিরিজের প্রথম ম‌্যাচে ইংল‌্যান্ডও ১৫৬ রান করে ম‌্যাচ জিততে পারেনি। বাংলাদেশ সহজেই সেই রান টপকে গিয়েছিল। কিন্তু আজ ইংল‌্যান্ড আর তা করে দেখাতে পারেনি। ৭৩ রানের ইনিংস খেলে লিটন দাস ম‌্যাচ সেরা। আর ৫১, অপরাজিত ৪৬ ও অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে ১৪৪ রান করে (গড়ও ১৪৪.০০ )সিরিজ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

১৫৮ রানের পূঁজি নিয়ে ম‌্যাচ জিততে হলে বোলারদের ম‌্যাচ জেতানোর মতো বোলিং করতে হয়। বাংলাদেশের বোলাররা সেটিই করে দেখিয়েছেন। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ১ উইকটে। তাসিকনও ৪ ওভারে বোলিং করেন। ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। হাসান মাহমুদ কোনো উইকেট না পেলেও ৪ ওভারে রান দেন ২৯। ৪ ওভার বোলিং করেন অধিনায়ক সাকিবও। তিনি ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। অভিষিক্ত তানভীর ইসলাম ২ ওভারে ১৭ রান দিলেও তার ঝুলিতেও ছিল ১ উইকেট। তার সেই উইকেট ছিল আবার ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই। আগের ম‌্যাচের ম‌্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ ২ ওভারে ১৮ রান দিয়ে এবার থাকেন উইকেট শূন্য।

ম‌্যাচে দুই দলের বোলিংই ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের সংগ্রহ যেমন ১৫৮-তে থেমে যাওয়ার কথা ছিল না, তেমনি ইংল‌্যান্ডেরও এই ম‌্যাচ হারার কথা ছিল না। ১৫ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১৩১। সেখানে তারা শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে যোগ করে মাত্র ২৭। এখানেই বাংলাদেশের হারের শঙ্কা ছিল। সেই শঙ্কা আরও ঘনিভূত হয়েছিল যখন ইংল‌্যান্ডের দ্বিতীয় উইকেট জুটিতে ডেবিড মালান ও অধিনায়ক জস বাটলার ৯৫ রান যোগ করে দলের রান ১ উইকেটে ১০০ তে নিয়ে গিয়েছিলেন। তখন তাদেরই জয়ের পাল্লা ছিল বেশি ভারী। তখন তাদের জয়ের জন‌্য প্রয়োজন ছিল ৪১ বলে ৫৯ রানের। হাতে ৮ উইকেট। খুব বড় টার্গেট নয়। সেখান থেকে বাংলাদেশের বোলাররা দারুণভাবে ফিরে আসেন। এই ফিরে আসাতে ইংল‌্যান্ড আর লক্ষ‌্য পাড়ি দিতে পারেনি। মুখ থুবড়ে পড়ে।

বাংলাদেশের শুরুটা ছিল কিন্তু জয়ের মতোই। অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম তার প্রথম বল ডেভিড মালানের হাতে চার হজম করার পর তৃতীয় বলেই পেয়ে যান উইকেট। তবে তা মালানের নয়, ফিল সল্টের। ফিল সল্টের সেটি ছিল আবার প্রথম বল। লিটনের বিচক্ষণতায় হয়ে যান স্ট‌্যাম্পিং। থার্ড আম্পায়ারের সহায়তা নিয়ে ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন।

প্রথম ওভারে উইকেট পাওয়ার পর তাসকিন দ্বিতীয় ওভার করতে এসে ডেভিড মালানকে আউট করেছিলেন এলবিডব্লিউর ফাঁদে ফেলে। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান। এই বেঁচে যাওয়াই পরবর্তীতে বাংলাদেশের জন‌্য ‘কাল’ হয়ে উঠে। মালান যখন আউট হন, তথন ম‌্যাচ অনেকটাই ইংল‌্যান্ডের নিয়ন্ত্রণে। অধিনায়ক জস বাটলারের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৫ রান যোগ করেন ১২.৪ ওভারে। মালান আউট হন ৪৭ বলে ২ ছক্কা ও চারে ৫৩ রান করে মোস্তাফিজে বলে লিটনের হাতে ক‌্যাচ দিয়ে। তিনি ৪৩ বলে তুলে নেন ক‌্যারিয়ারের ১৫তম হাফ সেঞ্চুরি। পরের বলে মিরাজের অসাধারণ এক থ্রোতে বাটলারকে রান আউট করলে বাংলাদেশের আবার ম‌্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হয়। বাটলার আউট হন ৩১ বলে ১ ছক্কা ও ৪ চারে ৪০ রান করে। এ সময় ইংল‌্যান্ডের জয়ের জন‌্য প্রয়োজন ছিল ৭ উইকেটে ৪০ বল ৫৯ রানের।

তাসকিন তার এক ওভারে প্রথমে মঈন আলীকে (৯) মিরাজের সহায়তায় ও পরে বেন ডাকেটকে (১১) বোল্ড করলে ম‌্যাচে বেশ ভালোভাবে ফিরে আসে বাংলাদেশ। সম্ভাবনা আবার জেগে উঠে বাংলাওয়াশের। এ সময় ইংল‌্যান্ডের রান ছিল ১৭ ওভারে ৪ উইকেটে ১২৩ রান। জয়ের জন‌্য প্রয়োজন ১৮ বলে ৬ উইকেটে ৩৬ রানের। অনেক কঠিন পথ। সেই কঠিন পথকে আরও কঠিন করে তুলেন ১৯ নম্বর ওভারে সাকিব ৪ রান দিয়ে স‌্যাম কুরানের উইকেট তুলে নিলে। ক‌্যাচ ধরেন তানভীর ইসলাম।

ষে ওভারে ইংল‌্যান্ডের জয়ের জন‌্য প্রয়োজন ছিল ২৭ রানের। ক্রিজে নতুন দুই ব‌্যাটসম‌্যান ক্রিস ওকস ও ক্রিস জর্ডান। হাসান মাহমুদের করা ওভারের প্রথম ২ বলে বাউন্ডারি মেরে উত্তেজনার বার্তা দিয়েছিলেন ওকস। কিন্তু এই শেষ। পরের ৪ বলে আসে ২ রান, তাও লেগ বাই থেকে। ফলে উত্তেজনার বার্তা দিয়ে ফুরুৎ করে তা নিভে যায়।

এমপি/আরএ/

Header Ad
Header Ad

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। এ ছাড়া দেশের রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো। তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বিরোধী দলগুলো এবং তার নিজ দল লিবারেল পার্টির ভেতর থেকেও পদত্যাগের দাবি উঠে।

ট্রুডো এর আগে লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। তার এ সিদ্ধান্ত দলটির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, বিশেষ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এখন নতুন নেতৃত্ব খুঁজতে বাধ্য হবে।

ট্রুডোর এ সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার এভাবে পদত্যাগের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পাবে।

Header Ad
Header Ad

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে তারা এসেছেন। ইঞ্জিনিয়ার বকুল বলেন, "দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর তার সন্তানের জন্ম হয়েছে। তারেক রহমান এই শিশুর দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।"

রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রীও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বকুল আরও বলেন, "রাব্বির পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব।"

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাব্বি। তার মৃত্যুতে ছাত্রদলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Header Ad
Header Ad

তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের ব্যাটিং জাদুতে দুর্দান্ত জয় পেল ফরচুন বরিশাল। মিরপুরে প্রথম দুই ম্যাচে বড় অবদান রাখতে না পারলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজ রূপে ফিরেছেন বরিশাল অধিনায়ক। তার অসাধারণ ৮৬ রানের অপরাজিত ইনিংসে ১৫ বল বাকি রেখেই দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারায় ফরচুন বরিশাল।

সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে তামিমের দায়িত্বশীল ইনিংসের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে বরিশাল। তামিমের ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং ৩টি ছক্কায়। তার সঙ্গে মুশফিকুর রহিমের ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসও ছিল জয় নিশ্চিত করার পথে সহায়ক।

এদিন বরিশাল দল একাদশে পরিবর্তন এনে শান্তকে বাদ দিয়ে তামিমের সঙ্গে প্রিতম কুমারকে ওপেনিংয়ে পাঠায়। যদিও প্রিতম ব্যর্থ হন এবং কাইল মেয়ার্স ২৪ রান যোগ করলেও তার বিদায়ের পর তামিমের সঙ্গে তাওহিদ হৃদয়ের ৪০ রানের এবং মুশফিকের সঙ্গে অপরাজিত ৭৬ রানের জুটি জয় নিশ্চিত করে।

রাজশাহীর ইনিংসে অধিনায়ক এনামুল হক বিজয় ৩৫ বলে ৩৯ রান করলেও তার ধীর গতির ব্যাটিং দলের রান সংগ্রহে বাধা সৃষ্টি করে। ইয়াসির আলী ২৩ বলে ৩৯ রান এবং জিসান আলম ২৭ বলে ৩৮ রান করেন। বরিশালের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ছিলেন সেরা, ২০ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

তামিমের নেতৃত্বে এই জয়ে ফরচুন বরিশাল ফের জয়ের ধারায় ফিরলো এবং দলটির আত্মবিশ্বাসও বেড়ে গেলো। বিপিএলের বাকি ম্যাচগুলোতেও তামিম ও তার দলের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত
চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, হতে পারে বৃষ্টি