বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সেই চট্টগ্রামেই ইংল্যান্ড ‘বধ’

বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের উর্বর ভূমি চট্টগ্রাম। এই চট্টগ্রামেই বাংলাদেশ পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জয়। ঘরের মাঠে একদিনের ম্যাচেও প্রথম জয় এসেছে চট্টগ্রামেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচটিও ছিল বন্দরনগরীতে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে পাওয়া একটি জয়ও এসেছে সাগরিকা থেকে। সেই চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে নিজেদের সাফল্যের ঝুড়ি আরও ভারী করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ২৪৬ রানের জবাব দিতে নেমে আগেই সিরিজ নিশ্চিত করা ইংল্যান্ড এবার থেমে যায় ১৯৬ রানে। এই জয়ের ফলে বাংলাদেশ সিরিজ হারলেও হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রান করার পর বল হাতে ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাধারী ইংল‌্যান্ডের বিপক্ষে ২৪৬ রান জেতার পুঁজি ছিল না। আবার এই রানও কখনো কখনো নির্ভরতার প্রতীক হয়ে উঠে যদি বোলাররা নিজেদের সেরাটা মেলে ধরতে পারেন। মিরপুরে প্রথম ওয়ানডে ম‌্যাচে বাংলাদেশ মাত্র ২০৯ রান করেও ইংল‌্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল ক্ষুরধার বোলিংয়ে। প্রথম ম‌্যাচ হারের পর দলের পক্ষ থেকে ৩০-৩৫ রানের ঘাটতির কথা জানানো হয়েছিল। আজ চট্টগ্রামে ২৪৬ রান করার পর সবকিছু নির্ভর করছিল বোলারদের উপর। তারা সেই আস্থার প্রতিদান দিলে দর্শকখরা সাগরিকা স্টেডিয়ামে স্বাধীনতার মাসে লাল-সবুজের পতাকায় ঢেউ খেলে যায়।

তিন মাসে আগে বাংলাদেশ চট্টগ্রামে এসেছিল ভারতকে হোয়াইটওয়াশ করতে। সেখানে তারা উল্টো লজ্জায় পড়েছিল ভারতের ৮ উইকেটে ৪০৯ রানে চাপা পড়ে। এবার বাংলাদেশ এসেছিল নিজেরাই হোায়াইটওয়াশ এড়াতে। ভারতের মতো তারাও সফল হয়েছে।

বলা যায়, বাংলাদেশকে জয়ে এনে দিয়েছেন স্পিনত্রয়ী সাকিব-তাইজুল-মিরাজ। তিনজনে ২৯ ওভার বোলিং করে ১৩৩ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট। বাকি ৩টি ছিল দুই পেসার এবাদত ও মোস্তাফিজের।

আজকের ম‌্যাচে বাংলাদেশ সেরা একাদশে পরিবর্তন এসেছিল একটি। আসরে এখন পর্যন্ত সেরা বোলিং করে যাওয়া তাসকিন আহমেদকে বিশ্রামে রেখে এবাদতকে খেলানো হয়। তাসকিন না খেলায় দলের বোলিং আক্রমণ কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে। সেখানে আবার ২৪৬ রানের পুঁজি। ভারতের বিপক্ষে আগের ম‌্যাচের হিসাব করলে এই রান কোনো সম্বলই নয়। কিন্তু তিন স্পিনার মিলে সেই রানকেই নিরাপদ করে তুলেন। সাকিব ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট। তাইজুলের ২ উইকেট ছিল ১০ ওভারে ৫২ রানের বিনিময়ে। মিরাজ ৯ ওভারে ৪৬ রান দিয়ে নেন ১ উইকেট। দুই পেসারের মাঝে এবাদত ৯ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকটে। চলতি আসরে নিজেকে খুঁজতে থাকা মোস্তাফিজ আজ ভালো বোলিং করেন। উইকেট নেন ১টি। রান দেন ৬.১ ওভারে মাত্র ২৫।

বাংলাদেশকে ম‌্যাচে ফেরান সাকিব। তা যেমন ব‌্যাট হাতে, তেমনি বল হাতেও। মুশফিকের ৭০ ও নাজুমলের ৫৩ রানের পরও বাংলাদেশ বড় সংগ্রহ করার পথে বড় ধাক্কা খায় অন‌্যদের ব‌্যর্থতায়। ঠিক তখন সাকিব খেলেন ৭১ বলে ৭৫ রানের ইনিংস। যা বাংলাদেশের ইনিংসকে ২৪৬ পর্যন্ত নিয়ে যায়। বল হাতেও তিনি প্রথম সাফল‌্য এনে দেন। সেই সাফল‌্য কখন আসে, যখন অতিথিদের দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট উড়ন্ত সূচনা করেছেন। প্রথম ৮ ওভারেই তারা রান সংগ্রহ করেন ৪৭। তাদের এরকম উড়ন্ত সূচনার পথে কাঁটা বিছিয়ে দেন সাকিব ফিল সল্টকে (৩৫) আউট করে। পরের ওভারে এবাদত ডেঞ্জারম‌্যান ডেভিড মালানকে কোনো রান করতে না দিয়েই ফিরিয়ে দেন। উইকেট পতনের ধারাবাকিতায় সাকিবের পরের ওভারেও ইংল‌্যান্ড উইকেট হারায় জেসন রয়ের (১৯)। বিনা উইকেটে ৫৪ রান থেকে ৩ উইকেটে ৫৫। ১ রানে ৮ বলে নেই ৩ উইকেট।

এই যে ইংল‌্যান্ড চাপে পড়ে, এই চাপ থেকে পরে তারা আর বের হয়ে আসতে পারেনি। ব্রজপাতের মতো বাংলাদেশের বোলাররা তাদের উপর আঘাত করতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে জেমস ভিন্স ও স‌্যাম কারান ১৩.৩ ওভারে ৪৯ রান যোগ করে দলকে ম‌্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ফলপ্রসূ হতে পারেননি। কারণ ওই স্পিন শক্তি। এবার এগিয়ে আসেন মিরাজ। তিনি স‌্যাম কারানকে ২৩ রানে ফিরিয়ে দিয়ে ভাঙেন জুটি। এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি। কিংবা কেউ ব‌্যক্তিগতভাবে বড় ইনিংস খেলতে পারেননি। এই না খেলার কারণ ছিলেন এবার সাকিবের সঙ্গে তাইজুল-এবাদত-মোস্তাফিজ।

জেমস ভিন্স ইনিংসকে লম্বা করার পথে সাকিব দ্বারা বাধাগ্রস্ত হন ব‌্যক্তিগত ৩৮ রানে। ভিন্স আউট হওয়ার পরপরই মঈন আলীও দ্রুত ফিরে যান এবাদতের শিকার হয়ে। দলের রান তখন ৬ উইকেটে ১৩০। ম‌্যাচ থেকে ছিটকে পড়ে ইংল‌্যান্ড। পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা পায় বাংলাদেশের।

অধিনায়ক জস বাটলার ক্রিস ওকসকে নিয়ে শেষ চেষ্টা করেছিলেন। কোমর সোজা করে দাঁড়ানোর পথে আঘাত হানেন তাইজুল বাটলারকে ২৬ রানে ফিরিয়ে দিয়ে। এরপর ক্রিস ওকস এক প্রান্ত আগলে রাখলে বাংলাদেশের জয় বিলম্বিত হতে থাকে। অপরপ্রান্তে একে একে দ্রুতই ফিরে যান আদিল রশিদ (৮) তাইজুলের এবং রেহান আহমেদ (২) সাকিবের শিকার হয়ে। রেহানকে আউট করে সকিব ওয়ানডে ক্রিকেটে তার ৩০০ উইকেট পূর্ণ করেন।

জোফরা আর্চারকে নিয়ে ক্রিস ওকস যখন শেষ জুটির খেলা খেলছেন, তখন তাকে আউট করতে এগিয়ে আসেন আগের দুই ম‌্যাচে কোনো উইকেট না পাওয়া মোস্তাফিজ। নিজের বলে নিজেই যখন ক‌্যাচ ধরেন, তখন ওকসের রান ৩৪।

এমপি/এসজি

Header Ad
Header Ad

ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের কোনো দ্বিধা নেই। তিনি বলেন, "আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ, এটি 'জুলাই স্পিরিট'-এর প্রতি আমাদের কমিটমেন্ট।"

২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাবি ভিসি জানান, ডাকসু নির্বাচনের জন্য তিনটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে এবং প্রশাসন তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। তিনি বলেন, "নির্বাচন কবে হবে, তা নির্ধারণ করবে এসব কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে কোনোভাবে নাক গলাচ্ছে না। কমিটির সুপারিশের ভিত্তিতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

তিনি আরও বলেন, "আমাদের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখতে ডাকসু নির্বাচন প্রয়োজন।"

উপাচার্য জোর দিয়ে বলেন, "আমরা ডাকসু নির্বাচন করব কারণ এটি আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানো। তবে কোনো রাজনৈতিক দলের চাপের কারণে নয়।"

তিনি আরও বলেন, "আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না। তবে আমি ভয় পাই।"

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল, যা দীর্ঘ ২৮ বছর পর আয়োজিত হয়েছিল। এরপর থেকে পুনরায় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা চলছে।

Header Ad
Header Ad

নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি

নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

আত্মপ্রকাশ হতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া তাদের দাবি উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করেছেন।

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এখনও উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।

বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোন কমিটি হয় তা কখনো আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক

ছবি : ঢাকাপ্রকাশ

পুতুল নাচ গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য নাচ। গানের তালে তালে ও বাদ্যযন্ত্রে সুরের মূর্ছনায় পুতুলের নৃত্য হয়। এটি গ্রামীণ জনপদে শিশু-কিশোর ও সর্বস্তরের মানুষের বিনোদনের মাধ্যম এবং পুতুল নাচ শিশুদের কাছে এক অন্যরকম উৎসবের মতো। এই পুতুল নাচ কালের আবর্তে আর আধুনিক সাংস্কৃতির আগ্রাসনে এখন প্রায় বিলুপ্তির পথে। মাঝে মধ্যে পহেলা বৈশাখ আর হাতেগোনা দু-একটি উৎসব ছাড়া পুতুল নাচ প্রদর্শিত হয় না।

সম্প্রতি গত ২৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোপালপুর সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ক্ষুদে শিশুরা পুতুলের আদলে অসাধারণ নৃত্য প্রদর্শন করে। এতে পৌর শহরের সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অংশ নেন। শিশুরা পায়ের আঙুলের সঙ্গে হাতে সুতো বেঁধে, মাথায় ঘুমটা দিয়ে ও গায়ে বাঙালিয়ানা পোশাক পরিধান করে গানের তালে তালে নাচ প্রদর্শন করে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এই মনোমুগ্ধকর পুতুলের আদলে নাচ উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে এবং তাদের মন জয় করে এই মানব পুতুল নাচ। সেই নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দেখে সুধীজনরা প্রশংসা করছেন। অনেকেই বলছেন পুতুলের আদলে শিশুদের এই নাচ নতুন প্রজন্মের সঙ্গে পুতুল নাচের পরিচয় করিয়ে দিচ্ছে। নাচের ভিডিওটি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা তার ফেসবুকে শেয়ার করেন।

নৃত্য অংশ নেয়া তোহা, সূচী, হাবিবা, মীম, আরাধ্যা ও জীম বলেন- এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনেক আগে থেকে প্র্যাক্টিস শুরু করি। আমাদের স্কুলের সাবিনা ম্যাডামের সহযোগিতায় এই পুতুল নাচটি আমরা সুন্দরভাবে পুতুলের আদলে নাচতে পেরেছি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, রোকনুজ্জামান, সহকারী ইন্সট্রাক্টর প্রমুখ উপস্থিত ছিলেন।

সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা আক্তার কলি বলেন- পুতুল নাচটা আমাদের গ্রাম-বাংলার এক প্রাচীন ঐতিহ্য। আমরা যখন ছোট ছিলাম তখন এই পুতুল নাচ আমাদের বিনোদনের প্রধান মাধ্যম ছিল। আমরা যখন মেলায় যেতাম তখন এই পুতুল নাচ না দেখলে আমাদের মেলা দেখা সার্থক হতো না। এই ঐতিহ্যগুলো এখন আর গ্রাম-বাংলায় নেই। তাই নতুন প্রজন্মের কাছে এই পুতুল নাচ উপস্থাপন করি।

তিনি আরও বলেন- পুতুল নাচটি বাংলার বুকে আবার ফিরিয়ে দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ স্যারের নির্দেশে আমাদের বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পুতুল নাচের উদ্যোগ নেই। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সহযোগিতা করে। এতে আমরা ফিরে পাই আমাদের হারিয়ে যাওয়া সাংস্কৃতি সম্পদকে। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো যে পিছিয়ে নেই তা এই শিশু শিক্ষার্থীরা প্রমাণ করে দিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন
৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প
পরকীয়ার জেরে ভাঙতে যাচ্ছে ৩৭ বছরের সংসার, যা বললেন গোবিন্দ
ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত
‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, বাঁধা দেওয়ায় শিক্ষকসহ দুইজনকে মারধর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন  
ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ: আসিফ মাহমুদ  
নায়িকার মামলায় জাজের আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  
মধুর ক্যান্টিনে বিকেলে যাত্রা শুরু করবে সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠন