মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অস্বস্তিকর পরিবেশে স্বস্তি আসবে কি?

দিন কয়েক আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সফল অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলি এসেছিলেন বাংলাদেশে। কথা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বাংলাদেশ শুধু ইংল‌্যান্ডকে ঘরের মাঠে সিরিজে হারাতে পারেনি। জবাবে সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন এবার বাংলাদেশ হারিয়ে দেবে ইংল‌্যান্ডকে। নাজমুল হাসান পাপনের চাওয়া আর সৌরভ গাঙ্গুলির কথা বাস্তবায়ন করতে হলে ২২ গজে বাংলাদেশকে জেতার মতো লড়াই করতে হবে। নিতে হবে যুদ্ধ জয়ের পূর্ণ প্রস্তুতি। থাকতে হবে খেলার প্রতি শতভাগ মনযোগ। কিন্তু মাঠে নামার আগেই বাঘদের মনোবলে চিড় না ধরানো হলেও মনযোগে ব‌্যাঘাত ঘটানো হয়েছে। আর সেই কাজটি করেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোনও কারণ ছাড়াই একটি বিদেশি সংবাদ মাধ‌্যমে দলের সেরা ও সিনিয়র দুই ক্রিকেটার ও অধিনায়কদ্বয় সাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ‌্যে আনে। শুক্রবার দেওয়া সাক্ষাতকারের জের এখনও বহতা নদীর মতো বহমান। ইং‌ল‌্যান্ডের ক্রিকেটারার যেখানে শতভাগ মনযোগী সিরিজ নিয়ে সেখানে ইচ্ছে থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটাররা তা পারছেন না। তামিম ইকবালকে যেমন দুই দিন আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলতে হয়েছে বিস্তারিত, তেমনি গতকাল কোচ হাথুরুসিংহকেও । উপায়ন্তর না দেখে কোচ তো সরাসরি জবাব না দিয়ে এ জাতীয় প্রশ্ন করায় এখন আদর্শ সময় কি না জানতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন?

এদিকে অনুশীলনের মাঝে ক্রিকেটারদের আলাপ-আলোচনায় অনেক সময় জুড়ে থাকছে এ বিষয়টি। তাদের অনেকেই যেন বিশ্বাসই করতে পারছেন না বিসিবির প্রধান হয়ে এভাবে তিনি প্রকাশ‌্যে বিষয়টি আনতে পারেন! কোথায় আদিল রশিদকে কিভাবে সামলানো হবে। জোফরা আর্চারের গতি মোকাবেলা করা হবে কিভাবে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় স‌্যাম কোরান এবার কী তান্ডব চলাবেন?- এসব যেন অনেকটা ঐচ্ছিক বিষয়! যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা লড়াই করার জন‌্য শতভাগ প্রস্তুত। জয়ের জন‌্যই মাঠে নামবেন।

তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেকটা ক্লাসের অমনযোগী ছাত্রের মতো। ক্লাসে অমনযোগী হওয়া মানেই পরীক্ষায় ভালো না করার আলামত। বয়ানে সাকিব-তামিম দ্বন্দ্ব সামাল দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা অমনযোগী ছাত্র হিসেবে ‘ইংল‌্যান্ড’ পরীক্ষায় কি করবে তাই এখন দেখার বিষয়। দুই দলের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় বেলা ১২টায়।

টেস্ট মর্যাদা পাওয়ার ২৩ বছরেও বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে নিজেদর অবস্থানকে মজবুত করতে পারেনি। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ব‌্যতিক্রম। এখানে অবস্থান বেশ পোক্ত। ঘরের মাঠে বাংলাদেশের এই অর্জন বহি:বিশ্বের চেয়ে আরও বেশি মজবুত। ২০১৬ সালের অর্জন পুরানো। নতুন করে সেখান নাম লিখিয়েছে গত বছর শেষের দিকে ভারতকে ঘায়েল করে। ৩ ম‌্যচের সিরিজ জিতে নিয়েছিল প্রথম ২ ম‌্যাচ জিতেই। ইনজুরির কারণে আবার সেই সিরিজ খেলেননি নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এবার তিনি খেলছেন। এতে করে বাংলাদেশের শক্তি অনেক বেড়েছে। তামিম খেলাতে সাকিবের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ‌্যে আসার পর দুইজন প্রথম খেলতে নামবেন। আবার এক সঙ্গে খেলতেও নামবেন ৮ মাস পর। দুইজনে সর্বশেষ একত্রে খেলেছিলেন ২০২২ সালের ২২ জুন সেন্ট লুসিয়াতে উইন্ডিজের বিপক্ষে।

সাকিব-তামিম দ্বন্দ্বে এই সিরিজ কতটা আড়ালে পড়ে গেছে তার আরও একটি উদাহরণ হতে পারে সিরিজটি যে বিশ্বকাপ ক্রিকেটের সুপার লিগের অংশ, তা সামনে না আসা। যদিও দুই দলই ইতিমধ‌্যে এ বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ‌্যতা অর্জন করে নিয়েছে। ২১ ম‌্যাচে ১৩৫ পয়েন্ট নিয়ে ইংল‌্যান্ড তিনে ও বাংলাদেশ ১৮ ম‌্যাচে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে।

এই ম‌্যাচ দিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে তার দ্বিতীয় মেয়াদ শুরু করবেন। ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল‌্যান্ডের বিপক্ষে টেস্ট জয়,শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জয়, আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলা, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলা-এসবই এসেছিল হাথুরুসিংহের প্রথম জামানায়। এবার তিনি কী করেন তার শুরু হচ্ছে আজ?

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোকে যে হারানো শুরু করেছিল সেখানে সবার শেষে জয় পেয়েছিল এই ইংল‌্যান্ডের বিপক্ষে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবেলর ডামাঢোলের মাঝে বৃস্টলে পাওয়া এই জয় সেভাবে আন্দোলিত করতে পারেনি টাইগার ভক্তরা। সবাই তখন বুদ হয়েছিলেন বিশ্বকাপ ফুটবলের নেশায়। এরপর বাংলাদেশ আরও তিনবার ইংল‌্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। যার একটি ছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল‌্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। অপর দুইটি জয়ের একটি ছিল একইভাবে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে চট্টগ্রামে। অপরটি ছিল ২০১৬ সালে দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা আনা। দুই দেশ সব মিলিয়ে এখন পর্যন্ত ২১টি ম‌্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে ইংল‌্যান্ডের জয় ১৭টিতে। সর্বশেষ ৩ ম‌্যাচে আবার জয় পেয়েছে ইংল‌্যান্ড।

আজকের ম‌্যাচ বাংলাদেশের সেরা একাদশে ২টি পরিবর্তন হচ্ছে। সর্বশেষ ভারতের বিপক্ষে খেলা একাদশে এনামুল হক বিজয় ও ইয়াসির আলী এবার দলেই নেই। তাদের পরিবর্তে অধিনায়ক তামিম ইকবাল ফিরছেন এটা নিশ্চিত। অপরজন হতে পারেন নজমুল হেসেন শান্ত অথবা তৌহিদ হৃদয়। আবার দুইজনই খেলতে পারেন। সেক্ষেত্রে কে বাদ পড়তে পারেন তা নির্ভর করবে হাথুরুসিংহের উপর। তৌহিদ হৃদয় খেললে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে তার অভিষেক হবে।

এমপি/এসআইএইচ

 

Header Ad
Header Ad

বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত  

ছবিঃ সংগৃহীত

চার দিনের মাথায় ফের বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল তিব্বত বলে জানিয়েছে ভলকানো ডিসকভারি।

এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

Header Ad
Header Ad

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তিনি ব্যাপক চাপের মুখে পড়েন। এ ছাড়া দেশের রাজনীতিতেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো। তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বিরোধী দলগুলো এবং তার নিজ দল লিবারেল পার্টির ভেতর থেকেও পদত্যাগের দাবি উঠে।

ট্রুডো এর আগে লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। তার এ সিদ্ধান্ত দলটির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, বিশেষ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এখন নতুন নেতৃত্ব খুঁজতে বাধ্য হবে।

ট্রুডোর এ সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে কানাডার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার এভাবে পদত্যাগের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পাবে।

Header Ad
Header Ad

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে তারা এসেছেন। ইঞ্জিনিয়ার বকুল বলেন, "দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর তার সন্তানের জন্ম হয়েছে। তারেক রহমান এই শিশুর দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।"

রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রীও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বকুল আরও বলেন, "রাব্বির পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব।"

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাব্বি। তার মৃত্যুতে ছাত্রদলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত  
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল
চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর, পুলিশে সোপর্দ
বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার বাড়াতে প্রধান উপদেষ্টার তাগিদ
বিদেশে পালানোর সময় চট্টগ্রামের শিল্পপতি গ্রেপ্তার
এবার সুখবর দিলেন মিথিলা
মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়
আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
হেলসের বিধ্বংসী সেঞ্চুরিতে রংপুরের দাপুটে জয়
একাধিক পদে ১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল
অবশেষে পেঁয়াজের রফতানি মূল্য কমিয়ে দিলো ভারত