মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অস্বস্তিকর পরিবেশে স্বস্তি আসবে কি?

দিন কয়েক আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সফল অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলি এসেছিলেন বাংলাদেশে। কথা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বাংলাদেশ শুধু ইংল‌্যান্ডকে ঘরের মাঠে সিরিজে হারাতে পারেনি। জবাবে সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন এবার বাংলাদেশ হারিয়ে দেবে ইংল‌্যান্ডকে। নাজমুল হাসান পাপনের চাওয়া আর সৌরভ গাঙ্গুলির কথা বাস্তবায়ন করতে হলে ২২ গজে বাংলাদেশকে জেতার মতো লড়াই করতে হবে। নিতে হবে যুদ্ধ জয়ের পূর্ণ প্রস্তুতি। থাকতে হবে খেলার প্রতি শতভাগ মনযোগ। কিন্তু মাঠে নামার আগেই বাঘদের মনোবলে চিড় না ধরানো হলেও মনযোগে ব‌্যাঘাত ঘটানো হয়েছে। আর সেই কাজটি করেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোনও কারণ ছাড়াই একটি বিদেশি সংবাদ মাধ‌্যমে দলের সেরা ও সিনিয়র দুই ক্রিকেটার ও অধিনায়কদ্বয় সাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ‌্যে আনে। শুক্রবার দেওয়া সাক্ষাতকারের জের এখনও বহতা নদীর মতো বহমান। ইং‌ল‌্যান্ডের ক্রিকেটারার যেখানে শতভাগ মনযোগী সিরিজ নিয়ে সেখানে ইচ্ছে থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটাররা তা পারছেন না। তামিম ইকবালকে যেমন দুই দিন আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলতে হয়েছে বিস্তারিত, তেমনি গতকাল কোচ হাথুরুসিংহকেও । উপায়ন্তর না দেখে কোচ তো সরাসরি জবাব না দিয়ে এ জাতীয় প্রশ্ন করায় এখন আদর্শ সময় কি না জানতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন?

এদিকে অনুশীলনের মাঝে ক্রিকেটারদের আলাপ-আলোচনায় অনেক সময় জুড়ে থাকছে এ বিষয়টি। তাদের অনেকেই যেন বিশ্বাসই করতে পারছেন না বিসিবির প্রধান হয়ে এভাবে তিনি প্রকাশ‌্যে বিষয়টি আনতে পারেন! কোথায় আদিল রশিদকে কিভাবে সামলানো হবে। জোফরা আর্চারের গতি মোকাবেলা করা হবে কিভাবে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় স‌্যাম কোরান এবার কী তান্ডব চলাবেন?- এসব যেন অনেকটা ঐচ্ছিক বিষয়! যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা লড়াই করার জন‌্য শতভাগ প্রস্তুত। জয়ের জন‌্যই মাঠে নামবেন।

তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেকটা ক্লাসের অমনযোগী ছাত্রের মতো। ক্লাসে অমনযোগী হওয়া মানেই পরীক্ষায় ভালো না করার আলামত। বয়ানে সাকিব-তামিম দ্বন্দ্ব সামাল দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা অমনযোগী ছাত্র হিসেবে ‘ইংল‌্যান্ড’ পরীক্ষায় কি করবে তাই এখন দেখার বিষয়। দুই দলের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় বেলা ১২টায়।

টেস্ট মর্যাদা পাওয়ার ২৩ বছরেও বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে নিজেদর অবস্থানকে মজবুত করতে পারেনি। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ব‌্যতিক্রম। এখানে অবস্থান বেশ পোক্ত। ঘরের মাঠে বাংলাদেশের এই অর্জন বহি:বিশ্বের চেয়ে আরও বেশি মজবুত। ২০১৬ সালের অর্জন পুরানো। নতুন করে সেখান নাম লিখিয়েছে গত বছর শেষের দিকে ভারতকে ঘায়েল করে। ৩ ম‌্যচের সিরিজ জিতে নিয়েছিল প্রথম ২ ম‌্যাচ জিতেই। ইনজুরির কারণে আবার সেই সিরিজ খেলেননি নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এবার তিনি খেলছেন। এতে করে বাংলাদেশের শক্তি অনেক বেড়েছে। তামিম খেলাতে সাকিবের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ‌্যে আসার পর দুইজন প্রথম খেলতে নামবেন। আবার এক সঙ্গে খেলতেও নামবেন ৮ মাস পর। দুইজনে সর্বশেষ একত্রে খেলেছিলেন ২০২২ সালের ২২ জুন সেন্ট লুসিয়াতে উইন্ডিজের বিপক্ষে।

সাকিব-তামিম দ্বন্দ্বে এই সিরিজ কতটা আড়ালে পড়ে গেছে তার আরও একটি উদাহরণ হতে পারে সিরিজটি যে বিশ্বকাপ ক্রিকেটের সুপার লিগের অংশ, তা সামনে না আসা। যদিও দুই দলই ইতিমধ‌্যে এ বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ‌্যতা অর্জন করে নিয়েছে। ২১ ম‌্যাচে ১৩৫ পয়েন্ট নিয়ে ইংল‌্যান্ড তিনে ও বাংলাদেশ ১৮ ম‌্যাচে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে।

এই ম‌্যাচ দিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে তার দ্বিতীয় মেয়াদ শুরু করবেন। ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল‌্যান্ডের বিপক্ষে টেস্ট জয়,শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জয়, আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলা, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলা-এসবই এসেছিল হাথুরুসিংহের প্রথম জামানায়। এবার তিনি কী করেন তার শুরু হচ্ছে আজ?

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোকে যে হারানো শুরু করেছিল সেখানে সবার শেষে জয় পেয়েছিল এই ইংল‌্যান্ডের বিপক্ষে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবেলর ডামাঢোলের মাঝে বৃস্টলে পাওয়া এই জয় সেভাবে আন্দোলিত করতে পারেনি টাইগার ভক্তরা। সবাই তখন বুদ হয়েছিলেন বিশ্বকাপ ফুটবলের নেশায়। এরপর বাংলাদেশ আরও তিনবার ইংল‌্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। যার একটি ছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল‌্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। অপর দুইটি জয়ের একটি ছিল একইভাবে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে চট্টগ্রামে। অপরটি ছিল ২০১৬ সালে দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা আনা। দুই দেশ সব মিলিয়ে এখন পর্যন্ত ২১টি ম‌্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে ইংল‌্যান্ডের জয় ১৭টিতে। সর্বশেষ ৩ ম‌্যাচে আবার জয় পেয়েছে ইংল‌্যান্ড।

আজকের ম‌্যাচ বাংলাদেশের সেরা একাদশে ২টি পরিবর্তন হচ্ছে। সর্বশেষ ভারতের বিপক্ষে খেলা একাদশে এনামুল হক বিজয় ও ইয়াসির আলী এবার দলেই নেই। তাদের পরিবর্তে অধিনায়ক তামিম ইকবাল ফিরছেন এটা নিশ্চিত। অপরজন হতে পারেন নজমুল হেসেন শান্ত অথবা তৌহিদ হৃদয়। আবার দুইজনই খেলতে পারেন। সেক্ষেত্রে কে বাদ পড়তে পারেন তা নির্ভর করবে হাথুরুসিংহের উপর। তৌহিদ হৃদয় খেললে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে তার অভিষেক হবে।

এমপি/এসআইএইচ

 

Header Ad

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলায় ব্যালট পেপার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি যে চারটি বিদেশি ভাষা ঠাঁই পেয়েছে, সেসবের একটির নাম বাংলা। যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান সোমবার (৪ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই’র খবর অনুযায়ী, নিউইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে বাংলাও রয়েছে। নিউইয়র্কের ব্যালট পেপারে এশীয়-ভারতীয় ভাষাগুলোর মধ্যে বাংলাই প্রথম ছাপা হলো।

নিউইয়র্ক সিটিতে আয়োজিত ব্রিফিংয়ে জে রায়ান বলেন, ‘অভিবাসী ভোটারদের সুবিধার জন্য ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি চারটি ভাষা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ইলেকশন্স নিউইয়র্ক শাখা। এই ভাষাগুলো হলো চীনা, স্প্যানিশ, কোরিয়ান ও বাংলা।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যটি অধিবাসী অধ্যুষিত। দেশটির মোট অভিবাসীদের একটি বড় অংশ থাকেন নিউইয়র্ক সিটিসহ এই রাজ্যের বিভিন্ন শহরে।

সরকারি পরিসংখ্যান বলছে, গোটা নিউইয়র্কে ২ শতাধিক ভাষায় কথা বলেন লোকজন। এসবের মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ বিভিন্ন ভারতীয় ভাষাও রয়েছে। কিন্তু সেসবের মধ্যে ভারতীয় ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে একমাত্র বাংলাকে।

ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মাইকেল জে রায়ান বলেন, ‘আমি বুঝতে পারছি যে (ব্যালট পেপারের জন্য) অন্যান্য ভারতীয় ভাষাকে বাদ দিয়ে শুধু বাংলাকে বেছে নেওয়ায় অন্যান্য ভাষাভাষী ভারতীয়রা হয়ত মনোক্ষুণ্ন হয়েছেন, কিন্তু এটা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না।’

উল্লেখ্য, ‘যুক্তরাষ্ট্রের ভোটার অধিকার আইন, ১৯৬৫’-এর আওতায় দুবছর আগে একটি মামলা করা হয়েছিল নিউইয়র্কের আদালতে। মামলাকারীদের দাবি ছিল, নিউইয়র্কে যেসব অঞ্চলে অভিবাসীদের সংখ্যা বেশি, সেসব অঞ্চলে ইংরেজির পাশাপাশি অন্তত একটি অভিবাসী ভাষায় ব্যালট পেপার প্রদান করা হোক। পরে নিউইয়র্কের রাজ্য প্রশাসন ও মামলাকারী- দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চার ভাষায় ব্যালট পেপার প্রকাশের সিদ্ধান্ত নেয়।

Header Ad

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

প্রায় ১৮ বছরের হতে যাচ্ছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরমধ্যে দুটি সংস্করণ থেকে অবসরও নিয়ে ফেলেছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারের এই লম্বা সময়ে পৃথিবীর নানা প্রান্তে খেলে বেড়ালেও বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। শেষ বেলায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ত্রুটি ধরা হয়েছে তাঁর বোলিং অ্যাকশনে।

এবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে ডিভিশন-১ এ সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। ইংল্যান্ড জাতীয় দলের ম্যাচ থাকায় সারের ৮জন খেলোয়াড় ছিলেন না। সেই তালিকায় ছিলেন দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্স। তাই সারের জন্য একটি ম্যাচ খেলেন সাকিব।

এই ম্যাচ খেলার মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর কাউন্টি ক্রিকেটে ফেরেন সাকিব। ২০১১-১২ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি। টনটনে প্রত্যাবর্তনের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে স্মরণীয় করে রাখেন। তবে ম্যাচটা তার দল ১১১ রানে হেরে যায়।

সেই ম্যাচে সাকিব দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বল করলেও একটি ‘নো বল’ ও ডাকেননি ফিল্ড আম্পায়াররা। তবে সেই ম্যাচের প্রায় দুই মাস পর জানা গেছে, ওই সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার।

তবে আপাতত সাকিবকে মাঠের বাইরে থাকতে হচ্ছে না। সাকিবকে নিষেধাজ্ঞা বা কোনো শাস্তি দেয়া হয়নি। তবে বোলিং অ্যাকশনের শুদ্ধতার পরীক্ষা দিতে হবে তাকে। যা নিয়ে আলোচনাও শুরু করেছেন সাকিব। এমনটাই জানিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।

Header Ad

যেভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এই নির্বাচনকে ঘিরে দুই প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই শেষ মুহূর্ত পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন।

মার্কিন নির্বাচনের পদ্ধতি অন্য অনেক দেশের চেয়ে আলাদা। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারণ করে ‘ইলেকটোরাল কলেজ’। ‘ইলেকটোরাল কলেজ’ নামের এই ব্যবস্থায় ৫৩৮ জন ইলেকটর নির্বাচিত হন। তারাই নির্ধারণ করেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন।

ইলেকটোরাল কলেজে ৫০টি অঙ্গরাজ্যের নির্দিষ্টসংখ্যক প্রতিনিধি থাকেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ মিলিয়ে রাজ্যটির যত প্রতিনিধি, সেটাই হলো তার ইলেকটরদের সংখ্যা।

হাউস অব রিপ্রেজেনটেটিভসে (কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ) একটি রাজ্যের প্রতিনিধি সংখ্যা নির্ভর করে রাজ্যটির জনসংখ্যার ওপর। অপরদিকে সিনেটে প্রতি রাজ্যের দুটি করে আসন থাকে। সব মিলিয়ে ৫০টি রাজ্যের ৪৩৫ জন রিপ্রেজেন্টেটেটিভ এবং সেই সঙ্গে ১০০ জন সিনেটর। এ ছাড়া ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার তিনজন ইলেকটর। সব মিলিয়ে ইলেকটোরাল কলেজ ভোট সংখ্যা ৫৩৮টি।

জনসংখ্যার দিক থেকে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি ৫৪টি ইলেকটোরাল ভোট রয়েছে। অপরদিকে ভারমন্টের সর্বসাকুল্য তিনটি ইলেকটোরাল ভোট রয়েছে।

নির্বাচনে জিততে হলে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ বা অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।

মেইন আর নেব্রাস্কা ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে ‘উইনার টেকস অল’ ভিত্তিতে ইলেকটোরাল ভোট নির্ধারিত হয়। অর্থাৎ কোনো প্রেসিডেন্ট প্রার্থী যে রাজ্যে এগিয়ে থাকবেন, তিনি সেই রাজ্যের সব কজন ইলেকটরের সমর্থন পাবেন।

প্রার্থী হওয়ার যোগ্যতা:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে সংবিধান অনুযায়ী তিনটি শর্ত পূরণ করতে হয়। প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হয়, বয়স হতে হয় অন্তত ৩৫ বছর এবং ১৪ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হয়। তবে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জন্য শেষ শর্তটির ব্যতিক্রম রয়েছে।

প্রাপ্তবয়স্ক যেকোনো নাগরিক প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। এমনকি অপরাধী সাব্যস্ত হওয়া ব্যক্তিরও প্রার্থী হতে বাধা নেই৷ রাজনৈতিক বন্দীরা যাতে প্রার্থী হওয়া থেকে বঞ্চিত না হন সেজন্য যুক্তরাষ্ট্রের সংবিধানে আলাদা বিধান রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে রাজনৈতিক পদে থাকা ব্যক্তি দেশের বিরুদ্ধে বিদ্রোহে যুক্ত হলে বা শত্রুদের সহায়তা করলে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না।

প্রাইমারি ও ককাস কী?

নির্বাচনে লড়াইয়ের ময়দান উন্মুক্ত থাকলেও প্রাইমারি ও ককাসের মাধ্যমে মূল প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীর সংখ্যা কমিয়ে আনা হয়। এই দুই পদ্ধতির মাধ্যমে দলগুলো তাদের প্রার্থী বাছাই করে। নির্বাচনী বছরের বসন্তের শুরুর দিকে অঙ্গরাজ্য পর্যায়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। স্বাধীনভাবে কেউ প্রার্থী না হলে কোনো একটি রাজনৈতিক দলের অধীনে তাকে নিজ অঙ্গরাজ্যে নিবন্ধন করতে হয়।

প্রাইমারিতে গোপন ব্যালটের মাধ্যমে দলের নির্বাচন অনুষ্ঠিত হয়। ককাস প্রক্রিয়াটি আরও জটিল। এ জন্য অঙ্গরাজ্যগুলোতে রাজনৈতিক দলের সদস্যরা একত্রিত হন। সেখানে তারা ভোটাভুটির মাধ্যমে নিজেদের প্রার্থী বাছাই করেন।

অঙ্গরাজ্য ও দলভেদে প্রাইমারি ও ককাসের ভিন্নতা থাকলেও মূল লক্ষ্য একই। প্রার্থীর সমর্থন নির্ধারণ ও সাধারণ নির্বাচনের জন্য একজন প্রার্থী বাছাই করা।

জাতীয় কনভেনশনের ভূমিকা:

অঙ্গরাজ্য পর্যায়ে প্রাইমারি ও ককাস শেষ হলে রাজনৈতিক দলগুলো জাতীয় কনভেনশনের (সম্মেলন) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী ও তার রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করে।

কনভেনশনে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য থেকে আসা ডেলিগেটরা (প্রতিনিধি) প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে ভোট দেন। একজন প্রার্থীকে মনোনয়ন পেতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হয়।

ডেলিগেটদের মধ্যেও দুটি ভাগ রয়েছে। ডেমোক্র্যাটদের ক্ষেত্রে বলা হয় প্লেজড বা প্রতিশ্রুতিবদ্ধ এবং আনপ্লেজড বা অপ্রতিশ্রুতিবদ্ধ। রিপাবলিকানদের ক্ষেত্রে বাউন্ড বা বাধ্যতামূলক এবং আনবাউন্ড বা বাধ্যতামূলক নন। প্রতিশ্রুতিবদ্ধ/বাধ্যতামূলক ডেলিগেটরা অঙ্গরাজ্য পর্যায়ে প্রাইমারিতে জিতে আসা প্রার্থীদেরই শুধু ভোট দিতে পারেন।

অন্যদিকে অপ্রতিশ্রুতিবদ্ধ/বাধ্যতামূলক নন এমন ডেলিগেটরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ডেমোক্র্যাট কনভেনশনে অপ্রতিশ্রুতিবদ্ধ ডেলিগেটরা দ্বিতীয় রাউন্ড থেকেই শুধু ভোট দিতে পারেন৷

নির্বাচনে কী হয়?

জাতীয় কনভেনশনের পরই নির্বাচনের উত্তাপ শুরু হয়। নির্বাচনের দিনে দেশজুড়ে কয়েক হাজার শহরে ভোটগ্রহণ চলে। নিবন্ধিত যেকোনো মার্কিন নাগরিক এই নির্বাচনে ভোট দিতে পারেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলায় ব্যালট পেপার
প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষা
যেভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম
টাঙ্গাইলে নিজ ঘরে স্কুল শিক্ষকের আত্মহত্যা
ইসলামি মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল
সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার
গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন, নিহত আরও ৩৩
মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা
আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
বদলগাছিতে মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ, ৬টি উদ্ধার
বিএনপির সঙ্গে ঐক্যে আগ্রহী আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ বন্ধ, বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ৪০ হাজার কোটি ঋণ পরিশোধ
টাঙ্গাইলে ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
মেগা চুরির জন্য আওয়ামী লীগকে আরেকবার দরকার: নির্মাতা ফারুকী
বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত
পদে পুনর্বহালের দাবিতে ১০ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের একক কণ্ঠে আন্দোলন
ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি