অস্বস্তিকর পরিবেশে স্বস্তি আসবে কি?
দিন কয়েক আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সফল অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলি এসেছিলেন বাংলাদেশে। কথা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বাংলাদেশ শুধু ইংল্যান্ডকে ঘরের মাঠে সিরিজে হারাতে পারেনি। জবাবে সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন এবার বাংলাদেশ হারিয়ে দেবে ইংল্যান্ডকে। নাজমুল হাসান পাপনের চাওয়া আর সৌরভ গাঙ্গুলির কথা বাস্তবায়ন করতে হলে ২২ গজে বাংলাদেশকে জেতার মতো লড়াই করতে হবে। নিতে হবে যুদ্ধ জয়ের পূর্ণ প্রস্তুতি। থাকতে হবে খেলার প্রতি শতভাগ মনযোগ। কিন্তু মাঠে নামার আগেই বাঘদের মনোবলে চিড় না ধরানো হলেও মনযোগে ব্যাঘাত ঘটানো হয়েছে। আর সেই কাজটি করেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোনও কারণ ছাড়াই একটি বিদেশি সংবাদ মাধ্যমে দলের সেরা ও সিনিয়র দুই ক্রিকেটার ও অধিনায়কদ্বয় সাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আনে। শুক্রবার দেওয়া সাক্ষাতকারের জের এখনও বহতা নদীর মতো বহমান। ইংল্যান্ডের ক্রিকেটারার যেখানে শতভাগ মনযোগী সিরিজ নিয়ে সেখানে ইচ্ছে থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটাররা তা পারছেন না। তামিম ইকবালকে যেমন দুই দিন আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলতে হয়েছে বিস্তারিত, তেমনি গতকাল কোচ হাথুরুসিংহকেও । উপায়ন্তর না দেখে কোচ তো সরাসরি জবাব না দিয়ে এ জাতীয় প্রশ্ন করায় এখন আদর্শ সময় কি না জানতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন?
এদিকে অনুশীলনের মাঝে ক্রিকেটারদের আলাপ-আলোচনায় অনেক সময় জুড়ে থাকছে এ বিষয়টি। তাদের অনেকেই যেন বিশ্বাসই করতে পারছেন না বিসিবির প্রধান হয়ে এভাবে তিনি প্রকাশ্যে বিষয়টি আনতে পারেন! কোথায় আদিল রশিদকে কিভাবে সামলানো হবে। জোফরা আর্চারের গতি মোকাবেলা করা হবে কিভাবে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্যাম কোরান এবার কী তান্ডব চলাবেন?- এসব যেন অনেকটা ঐচ্ছিক বিষয়! যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা লড়াই করার জন্য শতভাগ প্রস্তুত। জয়ের জন্যই মাঠে নামবেন।
তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেকটা ক্লাসের অমনযোগী ছাত্রের মতো। ক্লাসে অমনযোগী হওয়া মানেই পরীক্ষায় ভালো না করার আলামত। বয়ানে সাকিব-তামিম দ্বন্দ্ব সামাল দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা অমনযোগী ছাত্র হিসেবে ‘ইংল্যান্ড’ পরীক্ষায় কি করবে তাই এখন দেখার বিষয়। দুই দলের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় বেলা ১২টায়।
টেস্ট মর্যাদা পাওয়ার ২৩ বছরেও বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে নিজেদর অবস্থানকে মজবুত করতে পারেনি। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ব্যতিক্রম। এখানে অবস্থান বেশ পোক্ত। ঘরের মাঠে বাংলাদেশের এই অর্জন বহি:বিশ্বের চেয়ে আরও বেশি মজবুত। ২০১৬ সালের অর্জন পুরানো। নতুন করে সেখান নাম লিখিয়েছে গত বছর শেষের দিকে ভারতকে ঘায়েল করে। ৩ ম্যচের সিরিজ জিতে নিয়েছিল প্রথম ২ ম্যাচ জিতেই। ইনজুরির কারণে আবার সেই সিরিজ খেলেননি নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এবার তিনি খেলছেন। এতে করে বাংলাদেশের শক্তি অনেক বেড়েছে। তামিম খেলাতে সাকিবের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসার পর দুইজন প্রথম খেলতে নামবেন। আবার এক সঙ্গে খেলতেও নামবেন ৮ মাস পর। দুইজনে সর্বশেষ একত্রে খেলেছিলেন ২০২২ সালের ২২ জুন সেন্ট লুসিয়াতে উইন্ডিজের বিপক্ষে।
সাকিব-তামিম দ্বন্দ্বে এই সিরিজ কতটা আড়ালে পড়ে গেছে তার আরও একটি উদাহরণ হতে পারে সিরিজটি যে বিশ্বকাপ ক্রিকেটের সুপার লিগের অংশ, তা সামনে না আসা। যদিও দুই দলই ইতিমধ্যে এ বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ২১ ম্যাচে ১৩৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তিনে ও বাংলাদেশ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে।
এই ম্যাচ দিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে তার দ্বিতীয় মেয়াদ শুরু করবেন। ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়,শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জয়, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলা, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলা-এসবই এসেছিল হাথুরুসিংহের প্রথম জামানায়। এবার তিনি কী করেন তার শুরু হচ্ছে আজ?
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোকে যে হারানো শুরু করেছিল সেখানে সবার শেষে জয় পেয়েছিল এই ইংল্যান্ডের বিপক্ষে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবেলর ডামাঢোলের মাঝে বৃস্টলে পাওয়া এই জয় সেভাবে আন্দোলিত করতে পারেনি টাইগার ভক্তরা। সবাই তখন বুদ হয়েছিলেন বিশ্বকাপ ফুটবলের নেশায়। এরপর বাংলাদেশ আরও তিনবার ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। যার একটি ছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। অপর দুইটি জয়ের একটি ছিল একইভাবে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে চট্টগ্রামে। অপরটি ছিল ২০১৬ সালে দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা আনা। দুই দেশ সব মিলিয়ে এখন পর্যন্ত ২১টি ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ১৭টিতে। সর্বশেষ ৩ ম্যাচে আবার জয় পেয়েছে ইংল্যান্ড।
আজকের ম্যাচ বাংলাদেশের সেরা একাদশে ২টি পরিবর্তন হচ্ছে। সর্বশেষ ভারতের বিপক্ষে খেলা একাদশে এনামুল হক বিজয় ও ইয়াসির আলী এবার দলেই নেই। তাদের পরিবর্তে অধিনায়ক তামিম ইকবাল ফিরছেন এটা নিশ্চিত। অপরজন হতে পারেন নজমুল হেসেন শান্ত অথবা তৌহিদ হৃদয়। আবার দুইজনই খেলতে পারেন। সেক্ষেত্রে কে বাদ পড়তে পারেন তা নির্ভর করবে হাথুরুসিংহের উপর। তৌহিদ হৃদয় খেললে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে তার অভিষেক হবে।
এমপি/এসআইএইচ