রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

অস্বস্তিকর পরিবেশে স্বস্তি আসবে কি?

দিন কয়েক আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সফল অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলি এসেছিলেন বাংলাদেশে। কথা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বাংলাদেশ শুধু ইংল‌্যান্ডকে ঘরের মাঠে সিরিজে হারাতে পারেনি। জবাবে সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন এবার বাংলাদেশ হারিয়ে দেবে ইংল‌্যান্ডকে। নাজমুল হাসান পাপনের চাওয়া আর সৌরভ গাঙ্গুলির কথা বাস্তবায়ন করতে হলে ২২ গজে বাংলাদেশকে জেতার মতো লড়াই করতে হবে। নিতে হবে যুদ্ধ জয়ের পূর্ণ প্রস্তুতি। থাকতে হবে খেলার প্রতি শতভাগ মনযোগ। কিন্তু মাঠে নামার আগেই বাঘদের মনোবলে চিড় না ধরানো হলেও মনযোগে ব‌্যাঘাত ঘটানো হয়েছে। আর সেই কাজটি করেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কোনও কারণ ছাড়াই একটি বিদেশি সংবাদ মাধ‌্যমে দলের সেরা ও সিনিয়র দুই ক্রিকেটার ও অধিনায়কদ্বয় সাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ‌্যে আনে। শুক্রবার দেওয়া সাক্ষাতকারের জের এখনও বহতা নদীর মতো বহমান। ইং‌ল‌্যান্ডের ক্রিকেটারার যেখানে শতভাগ মনযোগী সিরিজ নিয়ে সেখানে ইচ্ছে থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটাররা তা পারছেন না। তামিম ইকবালকে যেমন দুই দিন আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলতে হয়েছে বিস্তারিত, তেমনি গতকাল কোচ হাথুরুসিংহকেও । উপায়ন্তর না দেখে কোচ তো সরাসরি জবাব না দিয়ে এ জাতীয় প্রশ্ন করায় এখন আদর্শ সময় কি না জানতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন?

এদিকে অনুশীলনের মাঝে ক্রিকেটারদের আলাপ-আলোচনায় অনেক সময় জুড়ে থাকছে এ বিষয়টি। তাদের অনেকেই যেন বিশ্বাসই করতে পারছেন না বিসিবির প্রধান হয়ে এভাবে তিনি প্রকাশ‌্যে বিষয়টি আনতে পারেন! কোথায় আদিল রশিদকে কিভাবে সামলানো হবে। জোফরা আর্চারের গতি মোকাবেলা করা হবে কিভাবে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় স‌্যাম কোরান এবার কী তান্ডব চলাবেন?- এসব যেন অনেকটা ঐচ্ছিক বিষয়! যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা লড়াই করার জন‌্য শতভাগ প্রস্তুত। জয়ের জন‌্যই মাঠে নামবেন।

তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেকটা ক্লাসের অমনযোগী ছাত্রের মতো। ক্লাসে অমনযোগী হওয়া মানেই পরীক্ষায় ভালো না করার আলামত। বয়ানে সাকিব-তামিম দ্বন্দ্ব সামাল দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা অমনযোগী ছাত্র হিসেবে ‘ইংল‌্যান্ড’ পরীক্ষায় কি করবে তাই এখন দেখার বিষয়। দুই দলের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় বেলা ১২টায়।

টেস্ট মর্যাদা পাওয়ার ২৩ বছরেও বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে নিজেদর অবস্থানকে মজবুত করতে পারেনি। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ব‌্যতিক্রম। এখানে অবস্থান বেশ পোক্ত। ঘরের মাঠে বাংলাদেশের এই অর্জন বহি:বিশ্বের চেয়ে আরও বেশি মজবুত। ২০১৬ সালের অর্জন পুরানো। নতুন করে সেখান নাম লিখিয়েছে গত বছর শেষের দিকে ভারতকে ঘায়েল করে। ৩ ম‌্যচের সিরিজ জিতে নিয়েছিল প্রথম ২ ম‌্যাচ জিতেই। ইনজুরির কারণে আবার সেই সিরিজ খেলেননি নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এবার তিনি খেলছেন। এতে করে বাংলাদেশের শক্তি অনেক বেড়েছে। তামিম খেলাতে সাকিবের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ‌্যে আসার পর দুইজন প্রথম খেলতে নামবেন। আবার এক সঙ্গে খেলতেও নামবেন ৮ মাস পর। দুইজনে সর্বশেষ একত্রে খেলেছিলেন ২০২২ সালের ২২ জুন সেন্ট লুসিয়াতে উইন্ডিজের বিপক্ষে।

সাকিব-তামিম দ্বন্দ্বে এই সিরিজ কতটা আড়ালে পড়ে গেছে তার আরও একটি উদাহরণ হতে পারে সিরিজটি যে বিশ্বকাপ ক্রিকেটের সুপার লিগের অংশ, তা সামনে না আসা। যদিও দুই দলই ইতিমধ‌্যে এ বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ‌্যতা অর্জন করে নিয়েছে। ২১ ম‌্যাচে ১৩৫ পয়েন্ট নিয়ে ইংল‌্যান্ড তিনে ও বাংলাদেশ ১৮ ম‌্যাচে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে।

এই ম‌্যাচ দিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে তার দ্বিতীয় মেয়াদ শুরু করবেন। ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল‌্যান্ডের বিপক্ষে টেস্ট জয়,শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জয়, আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলা, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলা-এসবই এসেছিল হাথুরুসিংহের প্রথম জামানায়। এবার তিনি কী করেন তার শুরু হচ্ছে আজ?

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোকে যে হারানো শুরু করেছিল সেখানে সবার শেষে জয় পেয়েছিল এই ইংল‌্যান্ডের বিপক্ষে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবেলর ডামাঢোলের মাঝে বৃস্টলে পাওয়া এই জয় সেভাবে আন্দোলিত করতে পারেনি টাইগার ভক্তরা। সবাই তখন বুদ হয়েছিলেন বিশ্বকাপ ফুটবলের নেশায়। এরপর বাংলাদেশ আরও তিনবার ইংল‌্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। যার একটি ছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল‌্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। অপর দুইটি জয়ের একটি ছিল একইভাবে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে চট্টগ্রামে। অপরটি ছিল ২০১৬ সালে দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা আনা। দুই দেশ সব মিলিয়ে এখন পর্যন্ত ২১টি ম‌্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে ইংল‌্যান্ডের জয় ১৭টিতে। সর্বশেষ ৩ ম‌্যাচে আবার জয় পেয়েছে ইংল‌্যান্ড।

আজকের ম‌্যাচ বাংলাদেশের সেরা একাদশে ২টি পরিবর্তন হচ্ছে। সর্বশেষ ভারতের বিপক্ষে খেলা একাদশে এনামুল হক বিজয় ও ইয়াসির আলী এবার দলেই নেই। তাদের পরিবর্তে অধিনায়ক তামিম ইকবাল ফিরছেন এটা নিশ্চিত। অপরজন হতে পারেন নজমুল হেসেন শান্ত অথবা তৌহিদ হৃদয়। আবার দুইজনই খেলতে পারেন। সেক্ষেত্রে কে বাদ পড়তে পারেন তা নির্ভর করবে হাথুরুসিংহের উপর। তৌহিদ হৃদয় খেললে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে তার অভিষেক হবে।

এমপি/এসআইএইচ

 

Header Ad
Header Ad

গাজায় যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদি গাজা যুদ্ধ বন্ধে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে শুরু হওয়া সংঘাতে গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যদিও নভেম্বর মাসে এক সপ্তাহ এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ৫০ দিন যুদ্ধবিরতি ছিল, তবে বাকি সময়জুড়ে ইসরায়েল চালিয়ে গেছে অবিরাম হামলা। আর এতে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে পাশে থেকেছে যুক্তরাষ্ট্র।

তবে সম্প্রতি পরিস্থিতিতে ভিন্ন সুর। ইসরায়েলি সংবাদমাধ্যমটির দাবি, গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের ধৈর্য্যের বাঁধ ভাঙতে চলেছে। তার চাওয়া, খুব দ্রুত সময়ের মধ্যে ইসরায়েল যেন হামাসের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছায়—যার ফলে মুক্তি পাবে গাজায় আটকে থাকা ৫৯ জন ইসরায়েলি জিম্মি, জীবিত ও মৃত উভয়ই।

গত সপ্তাহেই ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন ট্রাম্প। বাইরে থেকে দেখা গেছে হাসিমুখে নেতানিয়াহুর প্রশংসা। কিন্তু পর্দার আড়ালে পরিস্থিতি ভিন্ন—ত্রাণবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে ৩ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প, এমনটাই জানায় ইয়েদিওথ আহরোনোথ।

এদিকে টাইমস অব ইসরায়েল জানায়, গত বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ওইদিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে দুই জিম্মির পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেছেন—চেষ্টা চলছে।

ইয়েদিওথ আহরোনোথ আরও জানায়, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ট্রাম্পের বৃহত্তর মধ্যপ্রাচ্য কৌশলের অংশ। তিনি চান, যুদ্ধ থেমে যাক এবং ইসরায়েল-সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হোক। একইসঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনাকেও এই পরিকল্পনার অংশ বলে দাবি করা হয়েছে।

Header Ad
Header Ad

ভারত থেকে এলো আরও ৩৬ হাজার টন চাল

ফাইল ছবি

ভারত থেকে আরও ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (১২ এপ্রিল) জাহাজটি এসে পৌঁছায় বলে খাদ্য মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে নয়টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

Header Ad
Header Ad

শাকিব জাতিকে কী শেখাল? বরবাদে কোকেন সেবনের দৃশ্য নিয়ে ক্ষুব্ধ ইকবাল

চিত্রনায়ক শাকিব খান এবং পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি ছবির মধ্যে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ১২০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ ছবিটি দর্শকমহলে যেমন আলোচিত, তেমনি কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘এই জিল্লু মাল দে’ সংলাপ নিয়ে নানান প্রশ্ন তুলেছেন অনেকেই।

ছবিটি নিয়ে প্রকাশ্যে তীব্র আপত্তি জানিয়েছেন পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “শাকিব খানের মতো একজন জনপ্রিয় নায়ক কীভাবে সিনেমায় কোকেনের মতো ভয়ংকর মাদক সেবনের দৃশ্যে অভিনয় করতে পারেন? আমি চাই না আমার সন্তান এ ধরনের ছবি দেখে বড় হোক।”

ইকবালের মতে, সিনেমাটি দেশের সামাজিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। “আমি নিজে হলে এমন দৃশ্যে কখনো কাজ করতাম না। একজন নায়ক যাকে সবাই ফলো করে, যদি তাকে কোকেন নিতে দেখানো হয়, তাহলে তরুণ প্রজন্মের উপর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা ভেবেই শঙ্কিত হই,”— বলেন তিনি।

তিনি আরও বলেন, “ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় যেভাবে এই ছবিতে উপস্থাপন করা হয়েছে, তাও অত্যন্ত আপত্তিকর। সেন্সর বোর্ড কীভাবে এই দৃশ্যগুলো অনুমোদন দিয়েছে, সেটাও বড় প্রশ্ন।”

শাকিব খানের মুখে ‘এই জিল্লু মাল দেয়’ সংলাপ ইতোমধ্যে শিশু থেকে তরুণদের মুখে মুখে ঘুরছে। এক রিল ভিডিওতে দেখা যায়, এক তরুণী মদের বোতল হাতে নিয়ে সেই সংলাপ অনুকরণ করছেন। বিষয়টিকে ‘সমাজের অবক্ষয়’ হিসেবে দেখছেন ইকবাল।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য। ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে চাপ দিলেন ট্রাম্প!
ভারত থেকে এলো আরও ৩৬ হাজার টন চাল
শাকিব জাতিকে কী শেখাল? বরবাদে কোকেন সেবনের দৃশ্য নিয়ে ক্ষুব্ধ ইকবাল
আম্পায়ারের প্রতি ‘আগ্রাসী’ আচরণ, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৯ কোটি ১৮ লাখ টাকা
পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, বিজিবি সদস্যসহ ২ প্রতারক আটক
বেনাপোল কাস্টমসের সময় উপযোগী পদক্ষেপ, বেড়েছে রাজস্ব আয়
রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১২
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হলো 'মার্চ ফর গাজা'
আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন: আজহারী (ভিডিও)
নওগাঁয় বিলের খাস জমিতে পুকুর খননের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি
কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু
সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে: আমিনুল হক
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি: ডিএমপি
‘মার্চ ফর গাজা’ নিছক কোনো পদযাত্রা নয়, এটি মুসলিমদের ঐক্যের সেতু: আজহারি
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি