সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মেসির গায়ের আলখাল্লার রহস্য

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে একটি ড্রেস সবার মধ্যে আগ্রহ তৈরি করছে। আর সেটি হলো লিওনেল মেসির গায়ের আলখাল্লা। ফিফা প্রেসিডেন্ট ট্রফি তুলে দেওয়ার আগে কাতারের আমির মেসির গায়ে পড়িয়ে দেন সেই আলখাল্লা।

কিসের তৈরি এটি। কেনই বা মেসিকে পড়িয়ে দেয়া হলো তা। আরব বিশ্বে এটিকে বলা হয় বিশট। অভিজাত লোকেরা এটি পরে থাকেন সেখানে।

এই দীর্ঘ আলখাল্লা যা তন্তু দিয়ে তৈরি। পাড়গুলোতে ব্যবহার করা হয়েছে খাঁটি স্বর্ণ। মধ্যপ্রাচ্যের দেশটিতে এটি প্রশংসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মেসির প্রতি সম্মান দেখাতেই রাজকীয় এই পোশাক পরানো হয় তাকে।
মধ্যপ্রাচ্যে মূলত উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও সম্পদশালী ব্যক্তিরা এই আলখাল্লা পরিধান করেন।

এ ছাড়া, বিয়ে-শাদী ও ধর্মীয় অনুষ্ঠানেও রয়েছে এই পোশাক পরার রেওয়াজ।

এমএমএ/

Header Ad
Header Ad

ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করা সেই রিংকু গ্রেফতার

গ্রেফতার রিংকু। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণীকে ধূমপান করার কারণে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেফতার হয়েছে। সোমবার (১১ মার্চ) এই তথ্যটি ফেসবুকে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী তার পোস্টে জানান, “লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকু গ্রেফতার হয়েছে গতকাল রাতে।” তিনি তার পোস্টে গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইনও উল্লেখ করেন।

ঘটনাটি ঘটে ২ মার্চ, যখন লালমাটিয়ার একটি চায়ের দোকানে দুই তরুণী প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি জানান, যা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং রিংকু নামের এক ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলেও ঘটনাটি ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনায় অনেকেই সামাজিকভাবে প্রতিবাদ জানান এবং অভিযুক্তের শাস্তি দাবি করেন। বিশেষ করে নারীদের ধূমপান নিয়ে কিছু সমালোচনা শোনা যায়। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয় এবং পরে রিংকু গ্রেফতার হয়। তবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

Header Ad
Header Ad

‘আ.লীগ কর্মীদের তওবা করে অন্য দলে যোগ দেয়া উচিত’

সাবেক যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ কর্মীদের তওবা পড়ে অন্য দলে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। তবে এর আগে মন-মগজকে ফ্যাসিবাদমুক্ত করতে বলেছেন তিনি।

আজ সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ পরামর্শ দেন তিনি।

এছাড়াও শেখ হাসিনা ফ্যাসিবাদের মাধ্যমে মূলত নিজের তিনটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সাবেক এই নেতা।

সেগুলো হলো- দল আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনা, ব্যক্তি শেখ মুজিবর রহমানের ইমেজ।
রাফে বলেন, ২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে এই তিনটা ইন্সটিটিউট বলা চলে ধ্বংসস্তুপ হয়ে গেছে। এই কথা খোদ আওয়ামী সমর্থকেরাও বলেন বা স্বীকার করেন। আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী এই সর্বাত্মক ধ্বংসের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে বিট্রেড ফিল করেন।

অনেকে খুব কুৎসিত গালিগালাজও করেন যে, তাদেরকে ধ্বংসস্তুপের মধ্যে রেখে হাসিনা ভারতে পালিয়ে গেছে। শুধু পালিয়েই যায় নাই, সেখানে বসে তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তোলার জন্য নানা মাত্রিক ষড়যন্ত্র চালিয়ে গেছে গত সাত মাস একের পর এক।

ভারতে বসে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে বিপুল পরিমাণ টাকা ঢালছে বলে মন্তব্য করেন ঢাবি শিবিরের সাবেক এই সভাপতি। তিনি বলেন,যার সর্বশেষ সংযোজন - টাকা দিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারদেরকে কিনে 'আগেই ভালো ছিলাম' ক্যাম্পেইন চালানো।
আবার শুনতেছি ২৫ মার্চ তারা হোয়াইট হাউজের সামনে মানববন্ধনের প্ল্যান করেছে। অ্যাবসার্ড।
রাফে বলেছেন, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী ভাইবোনেরা, প্লিজ, নোংরা এই মহিলার ষড়যন্ত্রে ইন্সটিগেটেড হইয়েন না। আপনারা নতুন এই বাংলাদেশে মর্যাদার সাথে বসবাস করতে চাইলে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার ফ্যাসিবাদের দোসরদের পরিত্যাগ করুন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।

আওয়ামীলীগের যারা কোনো ফৌজদারি অপরাধে জড়িত নন, আওয়ামী লীগের নামে এবং মতাদর্শে আপনারা আর রাজনীতি করতে পারবেন না। করলে জনরোষের মুখে পড়বেন। রাষ্ট্র যদি আপনাদের রিহ্যাবিলিটেট করতে চায়, তবুও জনগণ নিজেই আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
আপনারা বিএনপি, এনসিপি, জামায়াত, এবি পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিন। আওয়ামী লীগের ভোটার আছে এটা আমরা জানি। আমরা তাদেরকে বাইরে রেখে দেশের উন্নয়ন করতে পারব না। আপনারা আপনাদের মন-মগজকে ফ্যাসিবাদমুক্ত করুন, তওবা পড়ে ভিন্ন কোন রাজনৈতিক দলে যোগ দিন।

Header Ad
Header Ad

যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে, যারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশিচৌকি বসানো হয়েছে ও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। এসব চেকপোস্ট এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে, যারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, থানাগুলো পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

পথিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহল দলের কার্যক্রমও মনিটরিং করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করা সেই রিংকু গ্রেফতার
‘আ.লীগ কর্মীদের তওবা করে অন্য দলে যোগ দেয়া উচিত’
যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
একা থাকার অভ্যাস বাড়ছে শিক্ষিত নারীদের, কমছে বিয়ের আগ্রহ
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামির রিমান্ড মঞ্জুর  
অনলাইন ব্যবসায়ীদের জন্য ৯ নির্দেশনা হাইকোর্টের  
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ  
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিলো ইউটিউব  
কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
ধর্ষণ-নিপীড়ন: আজ সারা দেশে ছাত্রদলের মানববন্ধন  
কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি  
সমন্বয়ক পরিচয়ে আ’লীগ নেতার বাড়ী দখলের অভিযোগে সেই মিস্টি গ্রেফতার
রংপুরে মশাল মিছিল: ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি কার্যকরের দাবি
সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে সরকার  
আছিয়ার ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে উত্তাল কুবি
কুয়েতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করল ভারত
বায়ুত্যাগের শব্দ শুনে আ. লীগ নেতাকে ধরল পুলিশ
কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং