ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবাব শেখের তৈরি ভাইরাল 'চলমান-খাট'টি জব্দ করেছে পুলিশ। প্রায় দেড় বছরের কঠোর পরিশ্রমের পর তৈরি করা এই খাট-গাড়িটি গত রোজার ঈদের দিন ‘ট্রায়াল’ দিতে বের হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই হাজার হাজার মানুষ ভিড় জমানো শুরু করেন খাটটি দেখতে।
বিবিসি জানিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ এই গাড়িটি জব্দ করেছে, কারণ এটি মোটর ভেহিকলস আইনের বিরোধী। নবাব শেখের এই গাড়িটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রাস্তা চলতে শুরু করেছিল।
নবাব শেখ জানিয়ে বলেন, একদিন ঘুমের মধ্যে স্বপ্নে তিনি ভাবলেন, যদি খাটে চেপে চায়ের দোকানে যাওয়া যেত! সেই চিন্তা থেকেই শুরু হয় চলমান-খাটের নির্মাণ। প্রথমে খাটে চারটি চাকা লাগানো হয়েছিল, তবে সেটি নিজের শক্তিতে চলছিল না। পরে, তিনি একটি ইঞ্জিন ফিট করে চলমান খাট তৈরি করেন। রোজার ঈদের দিন বন্ধুদের সহায়তায় তিনি খাটটি নিয়ে বের হন এবং ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

নবাব শেখের ভাই আলমগীর শেখও এই প্রকল্পে তার সহায়তা করেন। দেড় বছর ধরে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ করে, তারা খাটের কাঠামোর সাথে ৮০০ সিসি ইঞ্জিন এবং মারুতি ওমনি গাড়ির চেসিস লাগিয়ে একটি চলন্ত খাট তৈরি করেন। স্থানীয় কাঠমিস্ত্রি ও গাড়ির মেকানিকদের সহায়তায় এটি তৈরি করা হয়।
নবাব শেখ পেশায় গাড়িচালক, মাসে প্রায় ৯ হাজার ভারতীয় রুপি আয় করেন। এই খাট বানাতে স্ত্রীর গয়না বিক্রি করতে হয়েছে, এমনকি কিছু সময় তাদের বাড়ির পাশের গুদামেই এটি রাখা হয়েছিল। কিন্তু আইনি অনুমতি না থাকায় পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, যখন নবাব শেখ গাড়ির স্টিয়ারিংয়ে বসেছিলেন, তখন এক সিভিক পুলিশ সদস্য লাফ দিয়ে বিছানার ওপরে উঠে বসেন, এবং রাস্তার মানুষজন মজা নিয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন।