বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

৩ মাসে সড়কে প্রাণ গেছে ১৩১৫ জনের

কুমিল্লার ময়নামতিতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-সিলেট অঞ্চলিক মহাসড়কের ময়নামতি তুত বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সারাদেশে প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটেই চলেছে। দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই চালকদের গাফিলতি এসব দুর্ঘটনার মূল কারণ। সরকারি ও বেসরকারিভাবে বারবার সর্তক করা হলেও সড়ক এখন নিয়ন্ত্রণের বাইরে।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, গত ৩ মাসে সড়কে প্রাণ গেছে ১৩১৫ জনের।

ফাউন্ডেশনের দাবি, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ফাউন্ডেশনের হিসাব মতে, ২০২১ সালের নভেম্বর, ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মোট তিন মাসে ১১৮৯টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যার কবলে পড়ে নিহত হয়েছেন ১৩১৫ জন। আহতের সংখ্যা দেড় হাজারেরও বেশি।

তাদের তথ্যমতে, ২০২১ সালের নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছেন। গড়ে প্রতিদিন নিহত হয়েছেন ১৩ দশমিক ৭৬ জন। ডিসেম্বর মাসে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৮ জন। গড়ে প্রতিদিন নিহত হয়েছেন ১৩ দশমিক ৪৮ জন। ২০২২ সালের জানুয়ারি মাসে সারা দেশে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭টি। এতে নিহত হয়েছেন ৪৮৪ জন। আহত হয়েছেন ৬৭৩ জন। গড়ে নিহত হয়েছেন ১৫ দশমিক ৬১জন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ পর্যন্ত বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তথ্যমতে জানা যায়, এ সড়ক দুর্ঘটনায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে ট্রাফিক পুলিশ বলছে, বিভিন্নভাবে তারা চালকদের সতর্ক করছেন এবং ফিটনেসবিহীন গাড়ি চালানোর জন্য মামলাও দেওয়া হচ্ছে। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন তারা। ট্রাফিকের দাবি, সড়ক দুর্ঘটনা রোধে আগের চেয়ে রাস্তায় তাদের তৎপরতা বেড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, সড়কে ফিটনেসবিহীন যানবাহন, অসতর্কতা ও অদক্ষ চালকের কারণে প্রতিদিন এসব দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। দেখে গেছে, সারাদেশে সড়কে অকালমৃত্যুর প্রতিবাদে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা একের পর এক অবরোধ করে আন্দোলন করছে কিন্তু তাতে তেমন কোনো সুফল আসেনি।

সড়ক দুর্ঘটনায় অনেক সাধারণ এবং হতদরিদ্র মানুষও মারা যাচ্ছেন। যার কারণে ধ্বংস হচ্ছে একেকটি পরিবার। বাস, মিনিবাস, ট্রাক, ট্রাক্টরের মতো ভারী গাড়িগুলো মারাত্মক দুর্ঘটনার জন্য অধিকতর দায়ী।

বুয়েটের এক সমীক্ষা বলছে, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। ওইসব গাড়ির মধ্যে সব চেয়ে মিনিবাসই বেশি দুর্ঘটনা ঘটাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক ঢাকাপ্রকাশকে বলেন, ‘দেখা যায়, যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে অধিকাংশই হয়ে থাকে চালকের জন্য। অনেক সময় ঘুম না হওয়ার কারণে তাদের মেজাজ খিটখিটে থাকে। অনেক সময় আমরা জানতে পারি, চালকরা অতিরিক্ত মদ পান করে এবং বিশ্রাম না থাকায় ঘুমিয়ে পড়ে। যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এমন সব নানান বিষয় রয়েছে, যার কারণে সড়ক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তবে দিনদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ হলো–এ সেক্টরে কোনো নিয়ম-নীতি নেই। এজন্য একটি শক্ত নিয়ম-নীতির প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সাধারণত ড্রাইভারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হয় না। ড্রাইভারদের মধ্যে কিছুটা শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হলে সড়ক দুর্ঘটনা কিছুটা কমে আসবে। বর্তমান বিআরটিএ ড্রাইভারদের ক্ষেত্রে একটি ডোপ টেস্টের পরিকল্পনা নিয়েছে, যেটা খুবই প্রশংসামূলক কর্মকাণ্ড। ডোপ টেস্টের ভয়ে অনেক ড্রাইভার মদ পান থেকে বিরত থাকবে। যার কারণে কিছুটা হলেও সড়ক দুর্ঘটনা কমে আসবে।’

এ অপরাধ বিশেষজ্ঞ বলেন, ‘আমরা দেখেছি ঢাকা এবং সিলেটে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। তা ছাড়া অনেক এলাকার রাস্তাঘাট তেমন ভালো না। যদি আরও ভালোভাবে সড়কের উন্নতি করা যায় তাহলে সড়ক দুর্ঘটনা অনেকখানি কমে আসবে।’

এ বিষয়ে জানতে চাইলে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান ঢাকাপ্রকাশকে বলেন, ‘সড়কে নিয়মিত অসংখ্য মানুষের প্রাণ ঝরছে। এর জন্য মূলত দায়ী নৈরাজ্য। যদি সরকার দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করে সেই ক্ষেত্রে হয়তো সড়ক দু্র্ঘটনা কমে আসবে। যদি সড়কে সরকার পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য একটি কঠোর আইন বাস্তবায়ন করতে পারে, তাহলে অনেক চালক ও পরিবহন সেক্টরের সংশ্লিষ্টরা ভয়ে থাকবে এবং তারা সবসময় শ্রমিকদের সতর্কভাবে গাড়ি চালাতে বলবে। পরিবহন সেক্টরের কাছে অনেক মানুষ জিম্মি। তা ছাড়া পুলিশের চাঁদাবাজি থেকে শুরু করে সব নৈরাজ্য বন্ধ হলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘এদিকে বিআরটিএরও সক্ষমতার ঘাটতি রয়েছে এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির কারণে নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে চালক ও সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক হতে হবে এবং সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।’

কেএম/এসএ/

Header Ad
Header Ad

নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকা এক তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন বলেও জানা গেছে।

এবার জনগণ কেমন দল চায় জানিয়ে মতামত চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান।

পোস্টে হাসনাত লেখেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে!’

একটি ফরম পূরণ করার বিষয়ে তিনি বলেন, ‘আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।’

Header Ad
Header Ad

এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর। ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর আদাবর থানায় দায়েরকৃত রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত গ্রেফতার দেখানোর এ আদেশ দেন।

এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে উক্ত মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে সে আবেদন মঞ্জুর করেন বিচারক।। সোয়া ৯ টার পর তাদের এজলাসে তোলা হয়। তিন জনের মধ্যে সামনে ছিলেন শাহজাহান ওমর।

এই সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে। তখন শাহজাহান ওমর বলেন, ‘এই ফটো তোলোস কেন?’ পরে তাদের এজলাসে নিয়ে যাওয়া হয়।

সেখানে অনেকটাই স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর। আইনজীবী-পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সময় পার করেন। কখনও হেসেছেন। আইনজীবীদের কাছে মামলার বিষয়ে খোঁজখবর নেন। জানতে চান তিনি এজাহারনামীয় আসামি কি না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

Header Ad
Header Ad

মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ছবিঃ সংগৃহীত

মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, সংবাদ মাধ্যমটি (বিবিসি বাংলা) যখন শেখ হাসিনার বিষয়ে লেখে, তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূটি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা এবং তিন হাজারের বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন।

তিনি লেখেন, গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে, শেখ হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তারা বিপ্লবের পরে গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে।

শফিকুল আলম লেখেন, কোনো গণগ্রেপ্তার হয়েছে? কতজনকে গত ছয় মাসে গ্রেপ্তার করা হয়েছে? আমরা জানতাম যে ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশ বিএনপির সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল। তারপর কমপক্ষে ২৫ হাজার জনকে গ্রেপ্তার করেছিল।

প্রেস সচিব আরও লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে যে, হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে, এটি ‘বাংলার কসাইয়ের’ জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম! এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে? হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কীভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল? এটি কি তার সাক্ষাৎকার নিয়েছিল?

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন