ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত

ছবি : ঢাকাপ্রকাশ
ভারত হঠাৎ করে বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের চারটি রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ না করে ফেরত গেছে। ট্রাকগুলো ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের মালিকানাধীন।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ট্রাকগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়। কিন্তু ভারতের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে পেট্রাপোল কাস্টমস কোনো ধরনের কার্পাস (Customs Authorization for Third Country Shipment) ইস্যু না করায় ট্রাকগুলোকে ফেরত পাঠানো হয়।
ভারত ২০২০ সালের ২৯ জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে একটি চুক্তি করে। এর আওতায় বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর ব্যবহার করা যেত। তবে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) মঙ্গলবার (৮ এপ্রিল) আকস্মিকভাবে এই সুবিধা বাতিল করে।
পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, অর্থ মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে কাস্টমস এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ট্রানজিট সুবিধা বাতিল করায় বেনাপোল বন্দর থেকে আইজিএম (Import General Manifest) ইস্যু করা সম্ভব হয়নি, ফলে ট্রাকগুলো ঢাকায় ফিরে গেছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য আনা পণ্যবাহী ট্রাকগুলো ট্রানজিট অনুমতি না থাকায় পেট্রাপোল কাস্টমস কার্পাস ইস্যু করেনি। তাই ট্রাকগুলো ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে রপ্তানিকারকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বহির্বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
