৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ উদ্দিনের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত বেঞ্চ তার এই জামিন প্রদান করেন।
তামান্না শারমিনের জামিন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট করেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি অভিযোগ করেন, তামান্না আদালত এবং জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেছেন।
তিনি আরও দাবি করেন, ৫৪৭টি মামলার মধ্যে তামান্না শারমীনের মামলা ছিল ৪৬৩ নম্বরে। ১৫০ নম্বর পর্যন্ত মামলার শুনানি চলে যাওয়ার পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলার শুনানি মাত্র ১ মিনিটে শেষ করে জামিন প্রদান করা হয়। এ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন সাংবাদিক সায়ের, যে কী কারণে তামান্নার মামলা দ্রুততার সাথে জামিন পেয়েছে এবং অন্য মামলার সাথে তার সোনালী সুযোগ কী ছিল।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, একই আদালতে ২০ এপ্রিলের আগে আওয়ামী লীগ নেতা কর্মীদেরও জামিন দেওয়া হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে জানানো হয়েছে।
