শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

স্বাস্থ্যের ডিডি পরিমলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই

ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতি ও অধীনস্ত কর্মচারীদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ উঠেছে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, কমিশন বাণিজ্য, অধিদপ্তরের আওতাধীন সারাদেশের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে অর্থ আদায়, অদক্ষতার কারণে মামলার দীর্ঘসূত্রিতা ও আদালত অবমাননার মত ঘটনাও এই কর্মকর্তার দ্বারা ঘটছে। তার হুমকি-ধমকিতে সাধারণ কর্মচারীরা সব সময় অভ্যন্তরীণ বদলি ও নানা ধরনের শাস্তির আতঙ্কে তটস্থ থাকেন।

এতো অভিযোগ যার বিরুদ্ধে তিনি হলেন ডা. পরিমল কুমার পাল। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের আইন শাখায় কর্মরত উপ-পরিচালক (ডিডি)। যদিও ওই শাখায় উপ-পরিচালকের কোনো পদ নেই। তবুও, ওএসডি হয়ে প্রায় বছরখানেক ধরে তিনি শাখাটির সবকিছু নিয়ন্ত্রণ করছেন।

তার কর্মকাণ্ডে অতিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের কাছে নানাভাবে অভিযোগ জানালেও মেলেনি কোনো সুফল। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগীরা বাধ্য হয়ে স্বাস্থ্য মন্ত্রী, দুর্নীতি দমন কমিশন ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপ-পরিচালক ডা. পরিমল কুমার পাল আইন শাখায় সংযুক্তিতে কর্মরত থেকে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের মহোৎসবে মেতেছেন। তার এ সব অপকর্ম যাতে ফাঁস না হয় সে জন্য তার একান্ত বিশ্বস্ত কর্মচারী ছাড়া অন্যদের দাপ্তরিক কাজ থেকে দূরে রাখেন। অথচ ওই শাখায় সংশ্লিষ্ট কাজের জন্য নিয়োগপ্রাপ্ত পদধারী কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তাদের কাজ থেকে বিরত রেখে উল্টো তিনি প্রতিনিয়ত তাদের সঙ্গে অসদাচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে থাকেন।

অভিযোগে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের আইন শাখায় সহকারী পরিচালকের একটি পদ আছে। নিয়মানুযায়ী সকল চিঠিপত্র তার স্বাক্ষরে হওয়ার কথা। ওই পদে ডা. মো. আনোয়ার হোসেনকে পদায়ন করা হলেও তাকে কর্মহীন করে রেখে ডা. পরিমল কুমার পালই সকল চিঠিতে স্বাক্ষর করেন। উপ-পরিচালকের কোনো পদ আইন শাখায় না থাকলেও ডা. পরিমল কুমার দুর্নীতি, কমিশন বাণিজ্য, চুক্তিতে ফাইল থেকে মোটা অংকের টাকা আদায়ের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে ভুল বুঝিয়ে নিজেকে আইনের বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন জাহির করে আইন শাখাকে ওএসডি সংযুক্তির মাধ্যমে আঁকড়ে ধরে রেখেছেন। অথচ, আইন শাখায় আইন উপদেষ্টার একটি পদ শূন্য অবস্থায় রয়েছে। যে পদে কিছু দিন পূর্ব পর্যন্ত আইনে উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তা কর্মরত ছিলেন। ডা. পরিমলের কারণে বর্তমানে আইন শাখায় দুরাবস্থা চলছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পরিমল কুমার একজন চিকিৎসক। আইন বিষয়ে তার কোনো ধারণা ও পড়াশুনা নেই। যে কারণে না বুঝে তিনি আদালতের বিভিন্ন রায়কে ব্যাঙ্গ-বিদ্রূপ করে থাকেন। স্বাস্থ্য বিভাগের অনেক মামলায় আইন শাখার মতামত চাওয়া ফাইলগুলোর ক্ষেত্রে তিনি নেতিবাচক বক্তব্য লিখে চরম জটিলতা সৃষ্টি করে আসছেন। বিজ্ঞ প্রশাসনিক ট্রাইব্যুনালের সুস্পষ্ট নির্দেশনা রায়ে থাকা সত্ত্বেও ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল কোন আদালতই না’, এমন মন্তব্য করে রায় বাস্তবায়নের ক্ষেত্রে ভুল ব্যাখ্যা উপস্থাপন করে দাপ্তরিক জটিলতা সৃষ্টি করে আসছেন। যার প্রেক্ষিতে অনেক মামলাই ইতোমধ্যে আদালত অবমাননার পর্যায়ে গিয়ে পৌঁছেছে।

অথচ, নীতিমালা অনুযায়ী, যে কোনো সরকারি দপ্তরের বিষয়াদি সংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা এবং নিষ্পত্তির বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক আদেশের মাধ্যমে সকল ক্ষমতা প্রশাসনিক ট্রাইব্যুনালে ন্যাস্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ডা. পরিমল ইচ্ছাকৃতভাবে চলমান মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করেন না। কারণ, মামলা চলতে থাকলে সরকারি আইনজীবী ও স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্লান বরাদ্দের মাধ্যমে নিয়োগ দেওয়া ল’ ফার্মকে দেওয়া ফি’র সিংহভাগ কমিশন হিসাবে আদায় করতে পারেন। এ কারণে ল’ ফার্মের আইনজীবীরাও তাকে নিয়ে বিরক্ত। অপরদিকে খুবই গোপনীয়তা রক্ষা করে চুক্তির মাধ্যমে বিভিন্ন ফাইল থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন ডা. পরিমল।

অভিযোগে উল্লেখ আছে, ডা. পরিমল কুমার আইন শাখায় পদায়নের আগে স্বাস্থ্য অধিদপ্তরের পার শাখায় কর্মরত ছিলেন। সেখানে চিকিৎসক বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বাচিপ এবং বিএমএ’র নেতাদের সুপারিশ না শুনে যাদের কাছ থেকে টাকা পেতেন, তাদের পদায়ন করতেন। এই অবৈধ বাণিজ্যের কারণে ক্ষিপ্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক তাকে মারধরের জন্য ধাওয়া করে। তার এ সব কর্মকাণ্ডের বিষয়ে অধিদপ্তরে অভিযোগ করলে তাকে বদলি করে আইন শাখায় দেওয়া হয়। সেখানে গিয়েও অর্থের লোভে আইন শাখার কার্যক্রম ব্যাহত করছেন তিনি। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন এমএলএসএস’র মামলায় হাইকোর্ট থেকে রায় পাওয়ার পরও ডা. পরিমলকে মোটা অংকের টাকা দিতে না পারায় আইন শাখা থেকে আদালতের রায়ের বিপক্ষে মতামত দেওয়া হয়। যার প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে আদালতে উপস্থিত হয়ে ক্ষমা চাইতে হয়েছে।

নিজের বিরুদ্ধে ওঠা এ সব অভিযোগ প্রসঙ্গে ডা. পরিমল কুমার পাল বলেন, যেসব অভিযোগের কথা বলা হয়েছে সবকিছুই উল্টো। আমি এই শাখায় থাকতেই চাই না। জোর করে থাকার তো প্রশ্নই আসে না। আমি সকল স্টাফদের আরও জোর করে কাজ করাই। মামলার কাজে আদালতের চাহিদা মত পূর্ণ সহযোগীতা দিয়ে থাকি। এখানে যে সহকারী পরিচালককে পদায়ন করা হয়েছে, তিনি যোগদানের পর থেকেই অসুস্থ। তাই তিনি অফিস করছেন না। কোনো মামলা, কর্মচারী কিংবা আইনজীবীদের কাছ থেকে কমিশন নেওয়ার কথা পুরোপুরি ভিত্তিহীন। আমি এক কাপ চা-ও কারো কাছ থেকে খাই না। চেষ্টা করি যত দ্রুত সম্ভব মামলা নিষ্পত্তি করার।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় মাওলানা ড.মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মাহফিলের মাঠ।

সকাল ৯টা থেকে দেশের খ্যাতনামা ইসলামী স্কলারগণ বয়ান করছেন। সকাল থেকে বয়ান করেছেন দেশের খ্যাতনামা ইসলামী স্কলার শায়খ মুফতি কাজী ইব্রাহীম, শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, এবং জুমার নামাজের খুতবা দিচ্ছেন মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমার পরে দেশের খ্যাতনামা আরো দেশবরেণ্য ইসলামী স্কলারগণ বয়ান করবেন। ইতিমধ্যেই মাহফিলের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে মাওলানা মিজানুর রহমান আজহারী ঢাকা থেকে রওনা দিয়েছেন। দুপুর ১টা ৫০ মিনিটে তাকে বরণকারী হেলিকপ্টার পেকুয়ায় অবতরণ করবে। তিনি রাত ৮টার দিকে তাফসীর করবেন বলে জানা গেছে।

মাহফিলের দেশের বিভিন্নস্থান থেকে মানুষ ছুটে আসছে। আগতরা বলছেন দীর্ঘদিন পর মাওলানা মিজানুর রহমানের আসার খবরে তারা ছুটে এসেছেন। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ এখনো আসছে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক নেয়ামত উল্লাহ নিজামী বলেছেন মানুষের ঢল নেমেছে এই মাহফিলের ১০ লক্ষ মানুষের সমাগম হবে।।

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডব্লিউএইচও প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। ছবি: সংগৃহীত

ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাক্রমে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার দলের একজন ক্রু সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সানা বিমানবন্দরে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলার সময় ডব্লিউএইচও প্রধান উড়োজাহাজে ওঠার অপেক্ষায় ছিলেন। হামলার ফলে বিমানবন্দরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তেদরস আধানম গেব্রেয়াসুস নিজেই জানান, “ইসরায়েলের এই হামলায় আমাদের দলের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরা নিরাপদে রয়েছেন। তবে এই হামলার কারণে আমাদের যাত্রায় বিলম্ব হয়েছে। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।”

ঘটনার বিস্তারিত উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা সানায় আমাদের কাজ শেষ করে উড়োজাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই বিমানবন্দরে হামলা হয়। এতে উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে এবং বিমানবন্দরের অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। একদিন আগে হুতিদের পক্ষ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। তার জবাবেই ইসরায়েল পাল্টা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং নতুন করে উত্তেজনার শঙ্কা তৈরি হয়েছে।

Header Ad
Header Ad

থাইল্যান্ডে নিখোঁজ হওয়া বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে  

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে নিখোঁজ হওয়া এক বাংলাদেশির সন্ধান মিলেছে। তার নাম আবু আল-কাসিম। ৩০ বছর বয়সী এই বাংলাদেশি যুবক দেশটিতে যাওয়ার পর ছয় মাস ধরে তার পরিবারের কাছ থেকে নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে ব্যাংককের একটি হোটেলে তাকে খুঁজে পায় পুলিশ। দক্ষিণ-পূর্ব ব্যাংককের ওই হোটেলটিতে থাই এক নারীর সঙ্গে ছিলেন তিনি এবং তাকে মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড।

সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডে যাওয়ার পর ছয় মাস ধরে নিজের পরিবারের কাছে নিখোঁজ থাকা এক বাংলাদেশিকে অবশেষে বৃহস্পতিবার থাই অভিবাসন পুলিশ খুঁজে পেয়েছে এবং শুধুমাত্র মাদক সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নেশন থাইল্যান্ড বলছে, থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা ৩০ বছর বয়সী আবু আল-কাসিমকে দক্ষিণ-পূর্ব ব্যাংককের ব্যাং না-তে একটি হোটেলের নবম তলার একটি কক্ষে একজন থাই নারীর সাথে থাকা অবস্থায় খুঁজে পান। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে স্ন্যাক বাক্সে লুকিয়ে রাখা প্রায় ২ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (“বরফ”) পাওয়া যায়।

ইমিগ্রেশন ডিভিশন ১-এর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আল-কাসিম ছয় মাসেরও বেশি আগে থাইল্যান্ডে আসেন কিন্তু তারপর বাংলাদেশে তার আত্মীয়দের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তার পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, তিনি এই বছরের মে মাসে থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন এবং ইতোমধ্যেই তার ট্যুরিস্ট ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।

পুলিশ বলেছে, বাংলাদেশি এই যুবক মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করেছে এবং বলেছে, থাইল্যান্ডে বিদ্যমান স্বাধীনতায় তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি মাদকের দিকে ঝুঁকে যান।

সংবাদমাধ্যম বলছে, হোটেলে খুঁজে পাওয়ার পর আবু আল-কাসিমকে বাং না থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাইল্যাণ্ডে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান
ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডব্লিউএইচও প্রধান
থাইল্যান্ডে নিখোঁজ হওয়া বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে  
হাসিনার দোসররা সচিবালয়ে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড করেছে: শাকিল উজ্জামান
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত: ড. মুহাম্মদ ইউনূস  
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নাই
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫  
পাঁচ সাংবাদিক বরখাস্তের জন্য সরকার দায়ী নয়: প্রেস সচিব শফিকুল আলম
জাহাজে ছেলে খুন, পুত্রশোকে বাবার মৃত্যু
ক্রীড়া উপদেষ্টা আপাতত ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস করবেন
সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস
পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী  
গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০
ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ থেকে
দাঁড়িয়ে থাকা করমিনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
জাহাজে ৭ খুন: অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকেরা  
জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত: আইএসপিআর
৯৯৯ থেকে কল এলে সাবধান!
আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা, ব্যবস্থা নেয়নি বিমানের কর্তারা