কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শিশু আছিয়ার গায়েবানা জানাজা। ছবি: ঢাকাপ্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'বিপ্লবী ঐক্যজোট' এর উদ্যোগে মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় শতাধিক ছাত্র-জনতা জানাজায় অংশগ্রহণ করেন এবং আছিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
ছাত্রদের দাবিতে উল্লেখ করা হয়, আছিয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া, এ যাবৎ কালের সকল ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তব্য রাখতে গিয়ে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রাহিম বলেন, “যারা ধর্ষণের ঘটনায় জড়িত তারা এখনো মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। অথচ যারা মজলুম, তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড হিসেবে দ্রুত কার্যকর করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রায় তেত্রিশ হাজার মামলা এখনো ঝুলে আছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই যেন কোনো ধরনের টালবাহানা না করে দ্রুত এসব মামলা নিষ্পত্তি করা হয়।”
অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “আছিয়ার এই বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডে আমরা স্তব্ধ! সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়েছে। আমরা অভিশাপ দেই, যারা আছিয়ার পৃথিবীকে জাহান্নাম বানিয়েছে। তাদের দুনিয়া ও আখিরাত যেন জাহান্নামে পরিণত হয়।”
উল্লেখ্য, ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৩ মার্চ) বেলা একটার দিকে ঢাকার সিএমএইচ-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
