গালি দেয়া সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাতের

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেওয়ার ঘটনায় বিতর্কিত মন্তব্য করেন এক নারী উপস্থাপিকা।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ওই উপস্থাপিকাসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
তবে এবার সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ নিজেই। বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “এখন’ টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মতপ্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।”
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় যান হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
টেলিভিশনটির লাইভ প্রচারণায় হাসনাত ও সারজিসকে নিয়ে দুই উপস্থাপকের কথোপকথনের সময় ওই নারী উপস্থাপিকা গালি দেন। সেই মন্তব্যের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে বলে জানা যায়।
হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
