প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানা ধরনের আশকারা পাচ্ছে। শুক্রবার (১৪ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, "বর্তমান শাসনকালে আছিয়া হত্যাকাণ্ডে দেশবাসী স্তম্ভিত। মানুষ আশা করেছিল যে, তৃণমূল পর্যায়ে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু প্রশাসনের অপ্রতুল ব্যবস্থা ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে।"
তিনি আরও বলেন, "বিগত ১৬ বছর ধরে শাসনকালে শান্তি এবং সামাজিক সংহতি বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়ন বাড়িয়ে সমাজকে অস্থির ও অশান্ত করার চেষ্টা করা হয়েছে। অন্য people's জমি দখল, লুটপাট, অর্থ পাচার এবং সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সব ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে।"
রিজভী এ সময় আছিয়া হত্যার ঘটনায় মর্মাহত হয়ে বলেন, "সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, যা সারা জাতির কাছে মর্মস্পর্শী ও হৃদয়বিদারক ঘটনা। এই হত্যাকাণ্ডে অশ্রুসিক্ত দেশের মানুষ।"
তিনি আরও জানান, "দীর্ঘ আওয়ামী শাসনে মানবিকতা, নৈতিকতা ও ন্যায়বিচার হারিয়ে গেছে এবং অধিকাংশ অপকর্মকারী ছিল শাসক দলের লোক। তারা জনসেবা নয়, নিজস্ব স্বার্থ ও ক্ষমতাকে বড় করে দেখেছে।"
রিজভী বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে, সমাজে অন্যায় ও অবিচারের ঘটনা বাড়তেই থাকবে। প্রশাসন যদি দক্ষ, ন্যায়পরায়ণ ও মানবিক না হয়, তবে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের হার বেড়ে যাবে। আমরা আবারও দাবি জানাচ্ছি, আছিয়া হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।"
এ সময় তিনি জানান, বিএনপি দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা সংগ্রহ করছে এবং "নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল" গঠন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ আরও অনেক নেতাকর্মী।
