বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিশেষ সাক্ষাৎকারে মতিয়া চৌধুরী

বঙ্গবন্ধুর আহ্বানে ভেতো বাঙালি লড়াকু বাঙালিতে পরিণত হয়েছিল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬শে মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই দিনটি। ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬শে মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেই দিনের সেই ঘোষণা কোথায় ছিলেন কী অবস্থায় ছিলেন তার স্মতিচারণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর আহ্বান বাঙালি অকাতরে জীবন দিয়েছে, ভেতো বাঙালি লড়াকু বাঙালিদের পরিণত হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা।  

ঢাকাপ্রকাশ: ভয়াল সেই ২৫শে মার্চ আপনি কোথায় ছিলেন? তখনকার কোনো স্মৃতি কথা যদি বলেন।

মতিয়া চৌধুরী: ৭ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে সেখানে বঙ্গবন্ধুর যে আহ্বান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেটাই আমাদের ভেতরে আমাদের যে দিকনির্দেশনা, এটা বঙ্গবন্ধু তরফ থেকে সেটা পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু একই সঙ্গে আলোচনা চলছিল এবং আলোচনায় ফলাফল কী হবে সেটা খুবই অনিশ্চিত ছিল বরং নেতিবাচকের দিকে যাবে সেটা প্রত্যেকটি বাঙালি জানতো। এই অবস্থায় ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার যে প্রক্রিয়া সেখানে বাঙালি তার প্রস্তুতি নিয়েছিল। আমি তখন থাকতাম সিদ্দিক বাজার। কিন্তু নানান কাজে তখন ঢাকার বিভিন্ন জায়গায় থাকতাম। ২৫শে মার্চ রাতে আমি ছিলাম খিলগাঁও আমার খালার বাড়ি। তখন এত দালানকোঠা ওঠে নাই। খিলগাঁও রেলগেট থেকে রাজারবাগের কিছু অংশ সকাল বেলা দেখা যেত। তখন তো মানুষের পদচারণ এতটা ছিল না। বিশেষ করে রেললাইনের এখানে আসলে রাজারবাগ পুলিশ লাইন এটা একেবারে পরিষ্কার দেখা যেত। ওই রাতে যখন গুলি শুরু হয় রাজারবাগের পুলিশরা তারা বীরত্বপূর্ণভাবে তাদের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে এটা প্রতিরোধের চেষ্টা করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা প্রতিরোধের সেই লড়াই চালিয়ে যায়। কিন্তু তারা তো (পাক সেনারা) এসেছে মেশিনগান, এসএমজি নিয়ে,  সেই অবস্থায় এটা কতক্ষণ টিকতে পারে? ওই রাতেই আমি প্রথম ট্রেসার বুলেট দেখলাম। কীভাবে ম্যাগনেসিয়াম প্লেয়ার দিয়ে আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলা হয়েছে। অন্ধকারের ভেতর লোকেশনগুলো খুঁজে বের করা। এগুলো পরে শুনেছি ।

তখন তো দেখেছি হঠাৎ আকাশ সকালের চাইতেও ফর্সা। অর্থাৎ লক্ষ্যবস্তুকে খোঁজার জন্য তারা এটা ব্যবহার করেছে। সারারাতই হত্যাযজ্ঞ চলে এবং ভোরের দিকে যখন তারা টিকতে পারেনি। ওদিক দিয়ে যেহেতু খোলা ছিল। রাজারবাগ থেকে লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে সিভিল ড্রেসে সব আসতে থাকে। সেই অবস্থায় অনেককেই আমরা তখন পানি খাওয়াই। কারণ সারারাত তারা লড়াই করে ক্লান্ত। তাছাড়া বহুদূর হেঁটে তারা আসছেন। কিন্তু আমি একবারও কাউকে বলতে শুনি নাই যে আমরা পারব না। তারা তাদের সঙ্গী-সাথী যারা ছিল যারা মারা গেছেন কিন্তু তারপরেও বলছে যে যাইয়া নিই, গ্রামে যাইয়া নিই দেখুম পাক বাহিনীদের, পশ্চিমাদের। ওইভাবে কথাটা বলতো। সেইদিন অনেক জায়গায় এই যে ক্রল করে হাঁটা বা এভাবে আগানো এটাও সেই রাত্রেই আমার প্রথম দেখা। মাঝে মধ্যে খিলগাঁও থেকে আগানোর চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি রিস্ক ছিল কিন্তু তবুও একদিকে আমাদের প্রতিরোধের যে স্পৃহা। সেই স্পৃহা আবার অন্যদিকে আমাদের সোলজারদের বিশেষ করে সেই পুলিশ ভাইয়েরা তারা যে লড়াই করতেছে সেটা দেখেছি। আমি একজন প্রত্যক্ষ সাক্ষী।

সেই রাতে তারা যেভাবে অকাতরে মারা গেছে, অকাতরে তারা জীবন দিয়েছে। এটা খুব স্বাভাবিক মেশিনগানের সামনে কতক্ষণ টিকে? আর এদের তো এদেশের সাপ্লাইয়ার ছিল, কিন্তু রাজারবাগে পুলিশের যা ছিল তা-ই ছিল, তাদের-তো সাপ্লাই ছিল না। ৭ই মার্চের পর থেকে খানসেনারা নিজেদের অস্ত্রশস্ত্র আরও বাড়িয়ে নিয়েছিল। অন্যদিকে একটা গাড়ি সামনে পড়ে তাতে তারা একটু কাবু হয় এরপর পেছনের গাড়িটারে সামনে আসে। কিন্তু বাঙালি খালি হাতে সত্য কথা বলতে গেলে নিরস্ত্র বাঙালির সশস্ত্র করার যে একটা ভাব এটা ছিল রাজারবাগ পুলিশ ফাঁড়ির সেই ২৫শে মার্চের রাত থেকে ২৬শে মার্চ। সেদিন থেকেই নিরস্ত্র একজন আনসার সে একটা লাঠি নিয়ে প্যারেড করেছে। তারপর পুলিশ আসে তাও ডিউটি করে সে অস্ত্র জমা দিয়ে আসতে হয়। সেই অস্ত্র কিন্তু সে নিজে বহন করতে পারত না। পুলিশ যখন সে ছুটিতে যায় সে অস্ত্র জমা দিয়ে যেতে  হতো। ওরা (পাকিস্তানিরা) ভাবছিল বাঙালিরা ৩ দিনে শেষ হয়ে যাবে। সেদিন খালি রাজারবাগ না, সেই রথখোলা বংশাল এ সমস্ত জায়গায় নারকীয় হত্যাকাণ্ড তারা করেছিল। বিভিন্ন জায়গায় যেভাবে টার্গেট করেছিল, ইউনিভার্সিটিতে তখনতো হলে থাকার মতো অবস্থা ছিল না। কিন্তু তারপরেও ওরা.. মোটকথা ইয়াহিয়া খান বলেছিল যে, ‘আদমি নেহি মান্তা’ মানে আমি মানুষ চাই না মাটি চাই। তবে মানুষ আছে, শেষ হয় নাই, মাটিও আমাদের আছে। এটি হলো ২৬শে মার্চের সেই ভয়াল স্মৃতির শিক্ষা। মাটিও আছে, মানুষ আছে শেষ হয় নাই।

ঢাকাপ্রকাশ: আপনারা কখন স্বাধীনতার যুদ্ধের বিষয়টা বুঝতে পারেন?

মতিয়া চৌধুরী: পাকিস্তানিরা তো যাবে না। নারী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এর ছবিটা দেখছেন। নারীরা ডামি রাইফেল নিয়ে প্যারেড করেছে। পাকিস্তানিরা তারা বেলুচিস্তানে ঈদের নামাজের জামাতে বোম্বিং করে নাই? ঈদের জামাতে বেলুচিস্তানে প্লেন থেকে বোম্বিং করা হয়। যুদ্ধ বিমান থেকে বোম্বিং করা হয়। এটা-তো ইতিহাস, লিপিবদ্ধ আছে, ডকুমেন্টারি। বঙ্গবন্ধু এইজন্য ১০ জানুয়ারিতে বলেছিলেন ভুট্টো সাহেব আপনারা সুখে থাকেন। তার ভাষণে কিন্তু এই কথাটা ছিল। পাকিস্তান নামের যে মোহ সৃষ্টি হয়েছিল সেই মোহ বাঙালির পুরা হয়নি।

ঢাকাপ্রকাশ: বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হয় তখন আপনাদের মধ্যে কোন চিন্তার ভাঁজ পড়ে ছিল কিনা?

মতিয়া চৌধুরী: বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়ে বাঙালি লড়াইয়ের আন্দোলন-সংগ্রামের বিজয়ী হয়ে আমাদের ভেতরে আসতেন। তিনি তো বলেছিলেন আমি যদি হুকুম দেবার  নাও পারি, হুকুম তো তিনি এটা দিয়িই দিয়ে গেলেন। কাজেই হুকুম দেওয়ার জন্য মুখে বলার সময় টুকু যদি নাও পান কিন্তু তাঁর আহ্বানটা তো সেই নির্দেশনাতেই দিয়ে গেলেন। হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাক। আর কীভাবে বোঝাবেন। এত সহজে তিনি কথা বলেছেন। এটা বুঝতে আর কারো কোন সমস্যা হওয়ার কথা না।

ঢাকাপ্রকাশ: স্বাধীনতাবিরোধীরা অনেকেই বলে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছিলেন, এবিষয়ে কী বলবেন?

মতিয়া চৌধুরী: হ্যাঁ। কিন্তু তাদের কারও তো.. তাদের কি কেউ এভাবে আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়েছিল? তাদেরকে কেউ এভাবে.. সে রাত্রের কথা চিন্তা করেন, বেগম মুজিবের কথা? সে রাত্রে চিন্তা করেন শেখ হাসিনা, রেহেনা এদের কথা, কী অবস্থা। এই অবস্থার ভেতরে যদি তিনি কি ইয়ে করতেন তাহলে তো তারা অনেক খাতির তোয়াস করত। এগুলি অক্ষমের আস্ফলন। এটা নিয়ে কথা না বলাই ভালো। অক্ষমের আস্ফলন নিয়ে কথা না বলাই ভালো।

ঢাকাপ্রকাশ: মুক্তিযুদ্ধের সময় বাম জোটের যারা ছিলেন তাদের প্রশিক্ষণ নিতে কোনো জটিলতা তৈরি হয়েছিল কি-না?

মতিয়া চৌধুরী: প্রশিক্ষণ। যখন আমরা ভারতে গেলাম তখন আরকি, তখনতো আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছিল। ন্যাপ, কমিউনিস্ট পার্টি, কৃষক শ্রমিক লীগ, ছাত্র ইউনিয়ন। কেন মহাবুবের ছবি দেখেন নাই ডাকসুতে? ব্যবস্থা যদি না হয় তাহলে রাইফেলটা এলো কোত্থেকে তার হাতে? আসলে যারা কিছু পারে না তারাই এ সমস্ত ছোট চিন্তা করে। মহৎ জিনিসকে খাটো করে দেখে। সবার অবদান কেউ অস্বীকার করবে না। আর অস্বীকার করলেই বা কি হবে সেটা ইতিহাসে থাকবে। সূর্যটা কে? কা-রে কেন্দ্র করে বাঙালি জেগেছিল? ৬ দফা কে দিয়েছিল? ৬ দফা তো বঙ্গবন্ধু দিয়েছিল, অন্য কেউ তো দেন নাই। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময় ফাঁসির মঞ্চে, আগরতলাতে তাঁর ফাঁসি দিতে পারতো। যারা এটা বলেন, ইয়াহিয়ার ভাষণটা দেখেন, সেদিন কী বলেছিল ইয়াহিয়া, মুজিব উইল নট গো অন পানিস্ট। সেখানে তো আর কোন নেতার নাম বলে নাই? দিস টাইম মুজিব উইল নট গো অন পানিস্ট। কেন্দ্রবিন্দু একজন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর আহ্বানে বাঙালি অকাতরে জীবন দিয়েছে। ভেতো বাঙালি লড়াকু বাঙালিতে পরিণত হয়েছে।

ঢাকাপ্রকাশ: যে লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, স্বাধীনতার ৫০ বছরে কতটুকু অগ্রগতি হয়েছে?

মতিয়া চৌধুরী: সব পেয়েছির দেশে আমরা আছি সেটা আমি বলব না, কিন্তু দু ‘বেলা দু’মুঠো ভাত, মাথা গোঁজার ঠাঁই পরনে কাপড় এবং শিক্ষাব্যবস্থাটা প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। দেখুনতো পৃথিবীতে কয়টা দেশ বছরের প্রথমে নতুন বইয়ের গন্ধ শুকতে পারে। আসলে শেখ হাসিনা যা করেন আমাদের কাছে, অনেকের কাছেই মূল্যবান। কিন্তু অনেকের কাছে সেটা মনে হয় এটা কি? কিছুই না। তা মূল্যহীন। কিন্তু যারা বাইরে থেকে দেখে তারা বোঝেন। আসলে মানুষ সুখ পেলে দুঃখের দিন ভুলে যায়। শেখ হাসিনা সুখের দিনগুলি দিচ্ছেন, ফলে আমরা দুঃখের দিন ভুলে যাচ্ছি।

 

এসএম/

 

Header Ad

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের এ কুশল বিনিময় হয়।

সেনাকুঞ্জে খালেদা জিয়া পৌঁছালে উপস্থিত সবাই তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ও সরকারের উপদেষ্টা তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন। এ সময় খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

এ সময় এই ৩ উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের কাছে দোয়া চান এবং সরকারের সংস্কার কাজে তার সর্বাত্মক সহযোগিতা চান।

এদিকে সেনাকুঞ্জে গেলে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

Header Ad

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজকেও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

এর আগে, সবশেষ গত ১৯ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় টানা চার দফা কমার পর ভরিতে ২ হাজার ৯৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২০ নভেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

Header Ad

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনেও বিভিন্ন সময় নিজের আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এমনি একটি বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থার বিষয়ে আক্ষেপ জানালেন এই নির্মাতা।

বুধবার (২০ নভেম্বর) আশফাক নিপুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ, তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র-জনতার। এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সকল দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত দেড় দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে আছে।

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

কারণ হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সকল রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সেই বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব না। কারণ, সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই।

নিপুন আরও লিখেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সকল রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সকল প্রকার পূর্বানুমান (যেমন- বর্ষাকালে আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরেশোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী সকল পক্ষ আন্দোলনে শামিল না হলে সফল হয় না) অগ্রাহ্য করেই। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই।

সবশেষ এই নির্মাতা লিখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষার দুই পয়সার দাম দেন নাই। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি রাজনীতি খেলতে চাইবে, তাদের দশাও কোন একসময় যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়, সেই বিষয় নিশ্চিত করতে হবে তাদেরকেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত