উত্তরা-আগারগাঁও সড়কে স্বস্তি ফিরবে এপ্রিলে
আগামী মাসেই (এপ্রিল) সড়কের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন মিরপুর, আগারগাঁও অঞ্চলের বাসিন্দারা। ঝকঝকে চকচকে চেহারার সড়কে চলাচল করবেন মিরপুর অঞ্চলের কয়েক লক্ষ বাসিন্দা।
মেট্রোরেলের কারণে গত প্রায় চার বছর ধরে এই অঞ্চলের বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। সেই যন্ত্রণার অবসান ঘটবে এপ্রিলেই। মেট্রোরেল কর্তৃপক্ষ সড়কের পুরনো চেহারা ফিরিয়ে দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর কাছে হস্তান্তর করবে স্বাভাবিক যানচলাচলের জন্য।
মেট্রোরেল প্রকল্পে সূত্রে এই তথ্য জানা গেছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, এপ্রিল মাসে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে পল্লবী, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে আগারগাঁও পর্যন্ত সড়কটি স্বাভাবিক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। শুধুমাত্র যেসব এলাকায় মেট্রোরেলের স্টেশন নির্মাণ হচ্ছে সেসব এলাকায় কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। এর বাইরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সড়ক শতভাগ পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর কাছে হস্তান্তর করা হবে।
ইতিমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল নির্মাণের আগে সড়কের যে অবস্থা ছিল সেই অবস্থায় অর্থাৎ স্ট্যান্ডার্ড রাস্তা তৈরির কাজ শুরু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সড়ক নতুন করে তৈরি করার পাশাপাশি সড়ক বিভাজনের কাজ চলছে দ্রুত গতিতে।
মেট্রোরেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সোমবার (২১ মার্চ) ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আগামী এপ্রিল মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সড়ক খুলে দেওয়া হবে। আমরা ইতিমধ্যে সড়কের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কাজ করছি।
তিনি বলেন, ‘এপ্রিল মাস থেকে সড়কে আর কোন প্রতিবন্ধকতা থাকবে না। ভোগান্তিও থাকবে না।’
আগারগাঁও থেকে পল্লবী পর্যন্ত সড়ক ঘুরে দেখা গেছে, মেট্রোরেল কর্তৃপক্ষের উদ্যোগে একদিকে সড়কটি নতুনরূপে তৈরি করা হচ্ছে। অপরদিকে সংস্কার করা সড়কটি আবার কাটছে উত্তর সিটি করপোরেশন।
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা এপ্রিলের মধ্যেই সড়কটি উত্তর সিটি করপোরেশনকে বুঝিয়ে দেব। কিন্তু বুঝিয়ে দেওয়ার আগে এখনই তারা নিজেদের কাজের জন্য সড়ক কাটাছেঁড়া করছে।’
এদিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সড়কটি এপ্রিলের স্বাভাবিক যান চলাচলের জন্য খুলে দিলেও আপাতত খুলছে না আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত সড়ক। এই অংশে এখনও মেট্রোরেলের কাজ চলছে। বিশেষ স্টেশনগুলোর কাজ চলছে।
যদিও ইতিমধ্যে ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে বাংলামটর পর্যন্ত মেট্রোরেলের মূল পিলারের পাশ ধরে সড়কে সড়ক বিভাজন বসানোর কাজ চলছে দিনে রাতে।
এ বিষয়ে জানতে চাইলে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ঢাকাপ্রকাশকে বলেন, ‘আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত সড়ক স্বাবাবিক যান চলাচলের জন্য কবে খুলে দিতে পারব, অর্থাৎ সড়কটি কবে সিটি করপোরেশনের কাছে ফিরিয়ে দিতে পারব সে বিষয়ে এপ্রিলের একটা ঘোষনা দেব।’
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার।’
এনএইচবি/এমএমএ/