রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ময়মনসিংহ পাসপোর্ট অফিসের সেবায় সন্তুষ্ট গ্রাহকরা

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহজেই মিলছে সেবা। সেবার মান নিয়েও সন্তুষ্ট সেবা গ্রহীতারা। অনেকটাই উন্নত হয়েছে সেবার মান। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে পাসপোর্ট চত্বর। যেন সেবা নিতে আসা সাধারণ মানুষদের দালালের খপ্পরে পড়তে না হয়।

পাসপোর্ট অফিসে আবেদন গ্রহণ থেকে শুরু করে ফ্রিজার হিট ও পাসপোর্ট ডেলিভারিসহ প্রতিটি পর্যায়ে ফিরে এসেছে শৃঙ্খলা। খোলা হয়েছে ব্যস্ত ও অসুস্থ রোগীদের সেবাদানে মোবাইল এনরোলমেন্ট ইউনিট। প্রতি কর্মদিবসে স্থানীয় কর্তৃপক্ষের গণশুনানি কার্যক্রম ও সেবা প্রত্যাশীদের কাছে কর্তৃপক্ষের জবাবদিহিতার কারণে কমেছে ভোগান্তি। মিলছে সমস্যার তাৎক্ষণিক সমাধান।

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস নিয়ে একসময় নানা ধরনের অভিযোগ থাকলেও এখন আর তেমনটি দেখা যায় না। কোনো আবেদনকারী চাইলেই পাসপোর্ট অফিসের ওয়েবসাইট থেকে তার পাসপোর্টের হালনাগাদ তথ্য জেনে নিতে পারছেন। এ ছাড়া এসএমএস এর মাধ্যমেও আবেদনকারীকে পাসপোর্ট সম্পর্কিত তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সরেজমিনে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, সহজেই সেবা পাচ্ছেন সেবা গ্রহীতারা। কোনো ভোগান্তি ছাড়াই ডিজিটাল সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা।

আ. রফিক নামে একজনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, চিকিৎসার জন্য বাবাকে বিদেশে নিয়ে যাব। তাই পাসপোর্ট করেছি। কোনো ভোগান্তি ছাড়াই পাসপোর্ট হাতে পেলাম। এখন পাসপোর্ট অফিসে আসলে সহজেই সেবা পাচ্ছি। এতে আমরা আনন্দিত।

আবুল কালাম নামে আরেক সেবা গ্রহীতা বলেন, আমরা আগে দেখতাম পাসপোর্ট করতে আসলে মানুষ অনেক হয়রানির শিকার হতেন। দালালের মাধ্যমে অনেকে পাসপোর্ট করাতে গিয়ে অনেক ভোগান্তিতে পড়তেন। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। এখন খুব সহজেই সেবা পাচ্ছি এবং দালালের দৌরাত্ম্য না থাকায় আমরা সঠিক সময়ে পাসপোর্ট পেয়ে যাচ্ছি।

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি দিনের কাজ দিনের মধ্যে শেষ করে দিতে। আমাদের মূল লক্ষ্য থাকে গ্রাহকের সেবার মান নিশ্চিত করা। জনবল সংকটের কারণে অনেক সময় রাত পর্যন্তও কাজ করতে হয়। এরপরেও আমরা জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এসজি/

Header Ad
Header Ad

মা হারালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ

মা কিম ফার্নান্দেজের সঙ্গে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে মারা গেলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। ২৪ মার্চ মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রবিবার (৬ এপ্রিল) সকল আশা ছেড়ে চলে যান কিম ফার্নান্দেজ।

সম্প্রতি কিমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যাকুলিন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে মায়ের মৃত্যুর খবর জানিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী, যিনি 'কিক' সিনেমায় তার অভিনয়ের জন্য পরিচিত।

২০২২ সালের শুরুতে জ্যাকুলিনের মা কিম ফার্নান্দেজ স্ট্রোক করেন এবং হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিছুদিন আগে ইন্ডিয়া টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেছিলেন, "আমি সবসময়ই মায়ের কাছ থেকে শক্তি পেয়েছি। তিনি প্রতিটি কঠিন সময়ে আমার জীবনের সবচেয়ে বড় সহায়ক ছিলেন।"

মা কিম ফার্নান্দেজের সঙ্গে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

অন্যদিকে, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলায় জ্যাকুলিনের নাম জড়ানোর পর তার জীবন বেশ এলোমেলো হয়ে যায় এবং অনেক কাজও হারান।

গত বছর হলিউডের একটি সিনেমায় তাকে দেখা গেলেও, বলিউডে নতুন কোনো কাজ হাতে পাননি। তবে বর্তমানে তার হাতে একাধিক প্রকল্প রয়েছে, যার মধ্যে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' এবং 'হাউজফুল ফাইভ' সিনেমাগুলোর নাম উল্লেখযোগ্য।

Header Ad
Header Ad

‘দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ পদত্যাগ করেছেন’

ব্রিফ করছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন (ইনসটে টিউলিপ)। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে না পারায় পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

রবিবার (৬ এপ্রিল) দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু টিউলিপ সিদ্দিক সরাসরি অভিযোগগুলো অস্বীকার করতে পারেননি, তাই তিনি পদত্যাগ করেছেন।’

এছাড়া, তিনি বলেন, ‘যদি টিউলিপ মনে করেন তার বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন, তাহলে তাকে আদালতে গিয়ে দালিলিকভাবে অভিযোগ মোকাবিলা করা উচিত। আইনি প্রক্রিয়াতেই এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট হবে।’

১৫ জানুয়ারি বাংলাদেশে দুর্নীতির তদন্ত শুরুর পর টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি তথা সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৬ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি ব্রিটিশ টিভি চ্যানেল স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো এসব অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।

সাক্ষাৎকারে টিউলিপ বলেন, তার আইনজীবীরা বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন এলে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি আরও বলেন, "মাসখানেক হয়ে গেছে, অভিযোগ ওঠার পর বাংলাদেশ থেকে কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি এখনো অপেক্ষা করছি।"

এছাড়া, আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে কোনো অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নে টিউলিপ সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘আমার আইনি চিঠিটি দেখুন এবং খেয়াল করুন, আদৌ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে কি না।’

Header Ad
Header Ad

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এই হত্যাকাণ্ডের রহস্য এখনও স্পষ্ট হয়নি, এবং এ ঘটনায় এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ৬ এপ্রিল রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর কন্যা। তার স্বামী অলক রঞ্জন গোস্বামী, যিনি ঢাকার উত্তরায় বাস করতেন এবং একটি বাইং হাউজে চাকরি করতেন। তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করার পর আইন-শৃঙ্খলা বাহিনী তার পরিচয় শনাক্তে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া, নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী থানায় গিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী অলক রঞ্জন গোস্বামী পলাতক রয়েছে এবং পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে একটি কার্টন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও আরও দুটি খণ্ডিত মরদেহ উদ্ধার হয়, যা একই ধরনের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মা হারালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ
‘দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ পদত্যাগ করেছেন’
মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে
বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি
নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বুধবার, কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
কাল হোয়াইট হাউজে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
এরদোগানের দলে যোগ দিয়ে তুরস্কের রাজনীতিতে ওজিল
টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা
ভারতের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের আপত্তির মূল কারণ কী
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত