বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত
চলমান বিসিএস পরীক্ষাগুলোর নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার (৬ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শতাধিক চাকরিপ্রার্থী। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি অভিমুখে সকাল ১০টায় তারা লংমার্চ করে মূল ফটকের সামনে জড়ো হন।
চাকরিপ্রার্থীরা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন পোস্টার-ব্যানার প্রদর্শন করেন এবং “জুলাইয়ের অঙ্গীকার, বিসিএস-এর সংস্কার” শীর্ষক ব্যানারে নিজেদের আন্দোলনের মূল বক্তব্য তুলে ধরেন। তারা দাবি জানান, চলমান ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সব চলমান বিসিএস পরীক্ষার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।
দুপুর ১টা পর্যন্ত চাকরিপ্রার্থীদের পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়। তারা জানান, দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার কারণে বিসিএস প্রক্রিয়ায় অংশ নেওয়া হাজার হাজার তরুণ-তরুণীর মধ্যে হতাশা বাড়ছে।
চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বিলম্ব শিক্ষিত তরুণদের ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলছে। তাই অবিলম্বে পরীক্ষাগুলোর সময়সূচি ও ফল প্রকাশের নির্ধারিত কাঠামো প্রকাশের জন্য পিএসসির প্রতি আহ্বান জানান তারা।
পিএসসি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।
