এরদোগানের দলে যোগ দিয়ে তুরস্কের রাজনীতিতে ওজিল

ছবি: সংগৃহীত
বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল এবার রাজনীতির মাঠে নামলেন, তবে নিজের জন্মভূমি জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে। তিনি তুরস্কের ক্ষমতাসীন একেপি (AKP) দলের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে যোগ দিয়েছেন, যা তার রাজনৈতিক জীবন শুরু করার একটি বড় পদক্ষেপ।
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে পরিচিত মেসুত ওজিল এখন তুরস্কের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (AKP)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বর্তমানে তুরস্ক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই পরিস্থিতিতে ওজিলকে জনতার পাশে দেখা যাচ্ছে—রাস্তা ঘাটে খাবার বিতরণ করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তবে, এ দৃশ্যের পর সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ওজিল, যিনি এরদোয়ানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, 'এ-টিম' নামে পরিচিত তার ঘনিষ্ঠ বৃত্তে জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিনের এই সম্পর্ক তাকে তুরস্কের রাজনৈতিক জীবনে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। তবে, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিতর্কও অব্যাহত রয়েছে। একদিকে অনেকে মনে করছেন, ওজিলের শিকড়ের প্রতি আনুগত্য এবং তুরস্কের জন্য কাজ করার উদ্যোগ এটি একটি গর্বের বিষয়, অন্যদিকে সমালোচকরা বলছেন, জনপ্রিয়তার সুবিধা নিয়ে এরদোয়ান সরকার তাকে সামনে এনে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে।

তুরস্কের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যেমন অর্থনৈতিক মন্দা এবং উচ্চ দারিদ্র্য (৩৩ শতাংশ) এর পাশাপাশি বিরোধী দলকে দমন করার অভিযোগও তুরস্কে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনা, যা সমালোচকদের মতে ২০২৮ সালের নির্বাচনের জন্য ষড়যন্ত্রের অংশ, তাও তুরস্কের রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে।
এদিকে, প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং হামাসের সমর্থনে কথা বলেছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে, বিশ্লেষকরা মনে করছেন, মেসুত ওজিলের জনপ্রিয়তা হয়তো সরকারের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য কাজে আসতে পারে।
এবার মাঠে বল পাস করার মতো, ওজিলের সামনে নতুন চ্যালেঞ্জ—রাজনৈতিক মাঠে তার পাসের সঠিকতা কতটুকু সফল হয়, তা সময়ই নির্ধারণ করবে।
