নাশকতা মামলার জামায়াত-বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
মোংলায় নাশকতার মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সকলে জামায়াত-বিএনপির নেতা-কর্মী বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ওমর ফারুক, মিঠাখালি ইউনিয়ন জামাতের সহ-সভাপতি মো. লুৎফর আমীর, কর্মী মো. মুজাহিদ, শফিকুল শেখ, সুন্দরবন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিয়ার শেখ।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রবিবার রাতে গ্রেপ্তারকৃত আসামিরা সকলে পূর্বের একটি নাশকতা মামলার আসামি। মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নেতা-কর্মী গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, হয়রানি ও মিথ্যা নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারে মোংলা উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ভীতি সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারসহ তাদের মুক্তি দাবি করেন তিনি।
এসআইএইচ