মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নারীসহ পাঁচজন আটক

ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয় নারীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় হরষপুর বিওপির টহলদল তাদের আটক করে।
আটককৃতরা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার স্বপ্না ধর (৫৫), মুক্তা রানি দাস (৩৭), বর্ষা ধর (২৩) ও প্রিয়া দে (৩০)। এছাড়া ভারতের আসামের শীলচরের কৃষ্ণা দে (৪৭) নামের এক নারীও আটক হয়েছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা মানব পাচারকারীদের সহায়তায় টাকার বিনিময়ে ভারতের আসামে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় সীমান্ত টহলদল তাদের পথরোধ করে আটক করে। তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক কৃষ্ণা দে জানিয়েছেন, তিনি এক মাস আগে আসাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং চট্টগ্রামের আত্মীয়দের বাড়িতে অবস্থান করছিলেন।
এ বিষয়ে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ ইমতিয়াজ জানান, আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
