বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতির শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। ছবি: সংগৃহীত

জুলাই ও আগস্টে গণহত্যার সময় নীরব থাকার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ এই দাবি জানান।

তিনি বলেন, “জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই-বোনকে হারিয়েছি, অথচ রাষ্ট্রপতি তখন নীরব ছিলেন। তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনে নির্বাচিত এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন, অথচ এখনো পদত্যাগ করেননি। জনগণ তাকে স্বীকৃতি দেয়নি। তাই আমরা দাবি জানাই, তিনি যেন একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যান।”

১৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচি চলছে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা ওমর ফারুক ও আবু সাঈদের অনশন দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

১৬ ফেব্রুয়ারি, জুলাই আন্দোলনের সময় নিহত রানা তালুকদারের পরিবার কর্মসূচিতে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানায়। এরপর অনশন ভেঙে লাগাতার গণঅবস্থান চলছে। কর্মসূচিতে গণবক্তৃতা, কবিতা আবৃত্তি, তথ্যচিত্র প্রদর্শনী ও সংগীত পরিবেশনার আয়োজন রাখা হয়েছে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে (১৫) ধর্ষণের দায়ে বাবা আলতাপ হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত আলতাপ (৪৫) সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালী গ্রামের বাসিন্দা। বিয়ের পর ২০০৮ সাল থেকে ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসবাস করে আসছিলেন।

২০২৪ সালের ৭ মার্চ ওই কিশোরীর মা আলমডাঙ্গা থানায় মামলা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওই কিশোরীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর স্বামীর বাড়িতে অব¯’ানকালে পেটে ব্যথা ও বমি বমি ভাব অনুভূত হলে প্রেগনেন্সি পরীক্ষার মাধ্যমে ২-৩ মাসের অন্তসত্তার বিষয়টি জানাজানি হয়। এরপর ওই কিশোরী জানায় যে, ২০২৩ সালের ৫ ডিসেম্বর তার মা বোনের বাড়ি গেলে ওইদিন রাতে বাবা ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে মেরে ফেলার ভয় দেখিয়ে ২-৩ মাসে ৭-৮ বার ধর্ষণ করে।

মামলার তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী ২০২৪ সালের ১১ ডিসেম্বর বাবা আলতাপ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসূলি (¯েপশাল পিপি) এম এম শাহজাহান মুকুল বলেন, ধর্ষণ মামলায় বাবা আলতাপকে সর্বো”চ শাস্তি মৃত্যুদন্ড এবং দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার আদেশ দন্ডিত ব্যক্তির জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী পর্যায়ে প্রথম দায়দেনা হিসেবে বিবেচিত হয়েছে। আদালত এটা রায়ে উল্লেখ করেছেন।

Header Ad
Header Ad

শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে যেন নতুন এক ইতিহাস লিখছে ‘বরবাদ’। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত এই সিনেমা এখন শুধু দেশের পর্দায় নয়, জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও।

সিনেমাপ্রেমীদের অন্যতম নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম আইএমডিবি-এর সর্বশেষ জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় ৪৪ নম্বরে উঠে এসেছে ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির ১৭ দিন পরও সিনেমা হলে দর্শকদের ঢল প্রমাণ করছে এর জনপ্রিয়তা।

আইএমডিবির তালিকায় ‘বরবাদ’-এর পাশে রয়েছে বিশ্বখ্যাত সিনেমাগুলো- ‘আ মাইনক্রাফট মুভি’, ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’, এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সেখানে ৭.৪ রেটিং পেয়ে এই বাংলা সিনেমা জায়গা করে নিয়েছে বিশ্ব সিনেমার অন্যতম আলোচিত আলোচনায়।

এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আইএমডিবির জনপ্রিয় সিনেমার তালিকায় ‘বরবাদ’-এর ৪৪তম স্থান পাওয়া শুধু আমার নয়, পুরো বাংলাদেশের গর্ব। আমাদের সিনেমা এখন বিদেশেও মুক্তি পাচ্ছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল প্রাপ্তি।”

উল্লেখ্য, আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেজ) পরিচালিত হয় অ্যামাজন ডট কম-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান আইএমডিবি ডট কম ইনকর্পোরেটেড দ্বারা।

Header Ad
Header Ad

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

ভাইরাল হওয়া ভিডিওতে থাকা যুবক মো. আশরাফুল (২৩) কে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা যুবক মো. আশরাফুল (২৩) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, “চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আটককৃত আশরাফুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে হলেও সে রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির জিগাতলা এলাকায় সাদা শার্ট পরিহিত এক যুবক প্রাইভেটকার চালকের কাছ থেকে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছেন। এ সময় গাড়ির মালিকের সঙ্গে তার তর্কাতর্কি হয়।

ভিডিওতে প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি চাঁদা আদায়কারী যুবককে প্রশ্ন করেন, “মাস্তানি করতেছো কেন?” উত্তরে ওই যুবক বলেন, “হ করতাছি, কোনো সমস্যা?” পাশে থাকা প্রাইভেটকারের এক নারী যাত্রী তার নাম জানতে চাইলে সে পাল্টা জবাবে বলে, “নাম দিয়ে কি হবে?”

ভিডিওতে আরও দেখা যায়, গাড়ির ভেতর থেকে ভিডিও ধারণ করা হচ্ছে দেখে যুবকটি রাগত ভঙ্গিতে নিজের চুল নাড়িয়ে বলে, “চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ অভিযুক্ত যুবককে শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড
শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে