শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

ছবি : ঢাকাপ্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতির বাইরে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্লাটফর্ম হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) গঠনের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে (গোল চত্বর) শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের দাবি জানান, লেজুড়বৃত্তির বাইরে গিয়ে একটি স্বতন্ত্র ছাত্র সংসদ গঠন করা হলে তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পাবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান বলেন— "গত ৫ই আগস্টের পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর একটাই দাবি-কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠন। এই দাবির প্রেক্ষিতে আমরা সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। তবে এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।'

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, যেখানে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন হয়, সেখানে একটি স্বার্থান্বেষী মহল তাদের দমন করতে চায়। যেমন, কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছিল, তখন একদল সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। এই অপশক্তিরাই চায় না, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর হোক, যাতে শিক্ষার্থীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারে।”

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ছাত্র সংসদ চালুর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হোক। একই সঙ্গে, আমরা আজ এখানে দাঁড়িয়েছি ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে এবং বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য।"

লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওসমান গনি বলেন- "বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছাত্র আন্দোলনের বিশাল ভূমিকা ছিল। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চলছে, তা শিক্ষার্থীদের মধ্যে বিভেদ তৈরি করছে, সংঘাত বাড়াচ্ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আমাদের জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল শিক্ষাঙ্গনে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর ছয়-সাত মাস পেরিয়ে গেলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের প্রচেষ্টা বাধার সম্মুখীন হচ্ছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ভয়াবহতা আমরা কুয়েটের সাম্প্রতিক ঘটনায় দেখেছি, যেখানে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এটি লেজুড়বৃত্তিক রাজনীতিরই ফল। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার দাবি করি। একই সঙ্গে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ গঠনের আহ্বান জানাই।"

উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারি কুবি–তে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের অন্যতম সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কনসার্টটির। কিন্তু হঠাৎ করেই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

এ প্রসঙ্গে আয়োজকরা জানান, দেশের বর্তমান নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে জমকালো এ গানের আসর। তবে খুব শিগগিরই নতুন তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

এই কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস। কনসার্টে আরও গান গাওয়ার কথা রয়েছে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

প্রসঙ্গত, জুলাই অভুথ্থানে যারা নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন সেসব দেশীয় শিল্পীদের নিয়েই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট। খুব শিগগরিই কনসার্টটির নতুন তারিখ জানাবেন আয়োজক কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন এতো উৎপীড়ন এতো অত্যাচার এতো বন্দিত্ব.. তারপরও তিনি তার জনগণ আর দেশে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশবাসী একুশে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিনও মনে করে। কারণ দিনটি আমাদের গৌরবের পতাকা তুলেছে। ৫২’র একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সোপানের মাধ্যমে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি।

যুগ যুগ ধরে একুশে ফেব্রুয়ারি দেশের মানুষে প্রেরণা যুগিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, দিনটি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে সাহস যুগিয়েছে। আমরা এই পথ ধরে নব্বইয়ের অর্জন পেয়েছি। এরশাদের মত এক স্বৈরশাসকের পতন ঘটানো হয়েছিল। একই পথ ধরে ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা গেছে। এসব কিছুতে একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণা যুগিয়েছে।

যদি আবারও কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, তাহলে তাদের প্রতিরোধে দেশের জনগণকে রাজপথে নামাতে একুশ উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে রিজভী বলেন, এই সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা।

স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সময়ে স্থানীয় নির্বাচন সব সময় সুষ্ঠু হয়েছে। তাই আগে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

Header Ad
Header Ad

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী খুব বেশি দূরে নয়। একমাত্র তারই নেতৃত্বে এ ধরনের যুদ্ধকে প্রতিহত করা সম্ভব হবে। বৃহস্পতিবার মায়ামিতে আয়োজিত একটি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন দাবি করেছেন। খবর দ্য ওয়ালের।

ট্রাম্প বলেন, কমলা হ্যারিস নির্বাচনে জিতলে আবারও যুদ্ধ হতো। বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যেত।

বিশ্বে শান্তি পুনরুদ্ধার করতে ‘যুদ্ধ শেষ করতে’ বিশ্বজুড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প। বলেন, আমি যুদ্ধের অবসান, বিরোধ নিষ্পত্তি এবং শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছি। আমি শান্তি চাই, এবং আমি দেখতে চাই না।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে, রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন। আমরা এটি শেষ করতে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই। এটা খুব বেশি দূরে নয়। আপনিও এটা থেকে দূরে নন। যদি (প্রেসিডেন্ট জো বাইডেন) আরেক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন, তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন ও সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আলোচনাকে একটি ‘বড় পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিন্দা করতে ছাড়েননি।

জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন সফল কৌতুক অভিনেতা এবং নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক। ট্রাম্পের এমন মন্তব্য রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে মস্কোর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল অবস্থানের ইঙ্গিত দেয়।

এদিকে ট্রাম্প ইউক্রেনকে সৌদি আরবের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়ে বলেছেন, আমি ইউক্রেনকে ভালবাসি, কিন্তু জেলেনস্কি একটি ভয়ানক কাজ করেছেন। তার দেশটি ভেঙে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ অকারণে মারা গেছে। আপনি যদি উভয় পক্ষের সাথে কথা না বলেন তবে আপনি যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না: রিজভী
তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প
ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে: সারজিস আলম
শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর সময় ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা
গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ, মৃতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়াল
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু পরাজয়ে
এমসি কলেজে হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ, দায় চাপানোর প্রতিবাদ ছাত্রশিবিরের
জুলাইয়ে আহত খোকন চন্দ্র বর্মণ চিকিৎসার জন্য রাশিয়া যাচ্ছেন
সামনে কঠিন সময়, বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আমান উল্লাহ
ছাত্রলীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘর্ষ, আহত ২
‘বিদেশী ষড়যন্ত্র ও হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র ইউনুস সরকারকে ভুল পথে পরিচালনা করছে’
ছাত্রলীগ নেতা এখন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি!
বাংলাদেশে পাকিস্তানের সেনা-গোয়েন্দা আছে: দাবি ভারতীয় সেনাপ্রধানের
দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন: মির্জা ফখরুল