ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আট গাড়ির সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এরপর আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একইভাবে অন্যান্য যানবাহনও একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায়।
দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে চারটি বাস, দুটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার রয়েছে। এতে যাত্রীদের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া না গেলেও যানবাহনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি, তবে ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানান, ঢাকামুখী লেনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণেই এসব দুর্ঘটনা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে। যানজট না থাকলেও ধীরগতি রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঘন কুয়াশার সময় গাড়িচালকদের আরও সতর্ক থাকা জরুরি। বিশেষ করে গতি কমিয়ে চালানো ও হেডলাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
