শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নাঈম ভাই হেনা কোথায়?: ‘তুই অনেক দেরি করে ফেলেছিস বাপ্পা’

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'চাচা, হেনা কোথায়?' সংলাপটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রেমের সমাধি' সিনেমার এই দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

প্রেমের সমাধি সিনেমার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তাঁর প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পায়। সে হেনার বাবাকে (আনোয়ার হোসেন) জিজ্ঞেস করে, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ জবাবে চাচা বলে, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন কান্নায় ভেঙে পড়ে, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

প্রেমের সমাধি সিনেমার ভাইরাল দৃশ্য। ছবি: সংগৃহীত

‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি ভাইরাল হওয়ার পর বিষয়টি উপভোগ করার কথা জানিয়েছিলেন বাপ্পারাজ, শাবনাজ ও শাবনাজের স্বামী নাঈম। দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় এবার সেই দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ ও নাঈম। প্রেমের সমাধি মুক্তির ২৯ বছর আবার হেনার খোঁজে বের হলেন বাপ্পারাজ। তবে এবার হেনার বাবা নয়, গেলেন হেনার বাস্তবের জীবনসঙ্গী নাঈমের কাছে।

এবার এ বিষয়ে নিয়ে এক ফানি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনাজের (হেনা) স্বামী চিত্রনায়ক নাঈম। ভিডিওতে দেখা যায়, জিপ চালিয়ে নাঈমের কাছে যান বাপ্পারাজ, তাকে জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম বাপ্পার দুই কাঁধে হাত রেখে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে’। ‘না, আমি বিশ্বাস করি না’— বলেই নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন বাপ্পা।

বাপ্পারাজ ও নাঈম। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া।

১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের অন্যতম সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কনসার্টটির। কিন্তু হঠাৎ করেই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

এ প্রসঙ্গে আয়োজকরা জানান, দেশের বর্তমান নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে জমকালো এ গানের আসর। তবে খুব শিগগিরই নতুন তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

এই কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস। কনসার্টে আরও গান গাওয়ার কথা রয়েছে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

প্রসঙ্গত, জুলাই অভুথ্থানে যারা নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন সেসব দেশীয় শিল্পীদের নিয়েই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট। খুব শিগগরিই কনসার্টটির নতুন তারিখ জানাবেন আয়োজক কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন এতো উৎপীড়ন এতো অত্যাচার এতো বন্দিত্ব.. তারপরও তিনি তার জনগণ আর দেশে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশবাসী একুশে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিনও মনে করে। কারণ দিনটি আমাদের গৌরবের পতাকা তুলেছে। ৫২’র একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সোপানের মাধ্যমে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি।

যুগ যুগ ধরে একুশে ফেব্রুয়ারি দেশের মানুষে প্রেরণা যুগিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, দিনটি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে সাহস যুগিয়েছে। আমরা এই পথ ধরে নব্বইয়ের অর্জন পেয়েছি। এরশাদের মত এক স্বৈরশাসকের পতন ঘটানো হয়েছিল। একই পথ ধরে ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা গেছে। এসব কিছুতে একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণা যুগিয়েছে।

যদি আবারও কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, তাহলে তাদের প্রতিরোধে দেশের জনগণকে রাজপথে নামাতে একুশ উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে রিজভী বলেন, এই সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা।

স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সময়ে স্থানীয় নির্বাচন সব সময় সুষ্ঠু হয়েছে। তাই আগে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

Header Ad
Header Ad

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী খুব বেশি দূরে নয়। একমাত্র তারই নেতৃত্বে এ ধরনের যুদ্ধকে প্রতিহত করা সম্ভব হবে। বৃহস্পতিবার মায়ামিতে আয়োজিত একটি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এমন দাবি করেছেন। খবর দ্য ওয়ালের।

ট্রাম্প বলেন, কমলা হ্যারিস নির্বাচনে জিতলে আবারও যুদ্ধ হতো। বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যেত।

বিশ্বে শান্তি পুনরুদ্ধার করতে ‘যুদ্ধ শেষ করতে’ বিশ্বজুড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প। বলেন, আমি যুদ্ধের অবসান, বিরোধ নিষ্পত্তি এবং শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছি। আমি শান্তি চাই, এবং আমি দেখতে চাই না।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে, রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন। আমরা এটি শেষ করতে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই। এটা খুব বেশি দূরে নয়। আপনিও এটা থেকে দূরে নন। যদি (প্রেসিডেন্ট জো বাইডেন) আরেক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন, তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন ও সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আলোচনাকে একটি ‘বড় পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিন্দা করতে ছাড়েননি।

জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন সফল কৌতুক অভিনেতা এবং নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক। ট্রাম্পের এমন মন্তব্য রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে মস্কোর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল অবস্থানের ইঙ্গিত দেয়।

এদিকে ট্রাম্প ইউক্রেনকে সৌদি আরবের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়ে বলেছেন, আমি ইউক্রেনকে ভালবাসি, কিন্তু জেলেনস্কি একটি ভয়ানক কাজ করেছেন। তার দেশটি ভেঙে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ অকারণে মারা গেছে। আপনি যদি উভয় পক্ষের সাথে কথা না বলেন তবে আপনি যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না: রিজভী
তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প
ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে: সারজিস আলম
শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর সময় ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা
গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ, মৃতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়াল
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু পরাজয়ে
এমসি কলেজে হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ, দায় চাপানোর প্রতিবাদ ছাত্রশিবিরের
জুলাইয়ে আহত খোকন চন্দ্র বর্মণ চিকিৎসার জন্য রাশিয়া যাচ্ছেন
সামনে কঠিন সময়, বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আমান উল্লাহ
ছাত্রলীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘর্ষ, আহত ২
‘বিদেশী ষড়যন্ত্র ও হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র ইউনুস সরকারকে ভুল পথে পরিচালনা করছে’
ছাত্রলীগ নেতা এখন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি!
বাংলাদেশে পাকিস্তানের সেনা-গোয়েন্দা আছে: দাবি ভারতীয় সেনাপ্রধানের
দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন: মির্জা ফখরুল