মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান  

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী ও  ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ব্যাথানাশক ঔষধ সংরক্ষণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক এ তদারকি পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, হোটেল, ফলের দোকান, ঔষধ, সেমাই, মুড়ি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় ব্যবসায়ীদের অপরিচ্ছন্ন পরিবেশে ইফতারী সামগ্রী তৈরী, ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচা, অবৈধ মজুদ না করা,  সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, কেনাবেচার রশিদ সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এ সময় দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করার কারণে মেসার্স মাম ফুডেক্স ইন্ড্রাস্ট্রিজের মালিক আব্দুল গাফফার আল মামুনকে ২৫ হাজার ও ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ব্যাথানাশক ঔষধ সংরক্ষণ করে রাখায় মেসার্স এস.আর. ফার্মেসীর মালিক সহিবুল হককে ৫ হাজার টাকা জরিমান করা হয় । 

তদারকি করার কাজে সহযোগীতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি দল।

Header Ad
Header Ad

১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক সংস্কারের জন্য নির্ধারিত সড়কে কাজ না করে ভুল সড়ক খুঁড়ে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রায় এক কিলোমিটার পাকা সড়কের পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার ও তার লোকজন বুঝতে পারেন, তারা ভুল সড়কে কাজ করছেন।

এই ঘটনা ঘটেছে চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রাম থেকে মোল্লা মার্কেট সংযোগ সড়কে। সড়কটির পিচ তুলে ফেলার পর, স্থানীয় বাসিন্দারা ঠিকাদারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ভুল রাস্তা চিহ্নিত করার কথা স্বীকার করেন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানালে, ঠিকাদার দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার কথা বলে স্থান ত্যাগ করেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলজিইডি থেকে অর্থ বরাদ্দের পর গত রোববার সকালে ঠিকাদারের লোকজন কাজ শুরু করেন। তারা এক কিলোমিটার সড়কের দুই পাশ খুঁড়ে ফেলার পরই ভুল সড়কে কাজ করছেন বলে বুঝতে পারেন। এই ভুলের কারণে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি দাখিল মাদ্রাসা এবং অন্যান্য এলাকার পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

মোল্লা মার্কেট যুব সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, "এলজিইডি অফিসের লোকজনের দায়িত্বহীনতা এত বড় ভুলের জন্ম দিয়েছে।"

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরীফ মোহাম্মদ নুর ইসলাম ভুলে কাজ শুরু করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, "চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেস গ্রামের কুকিজ মার্কেট-ছিদ্দিক মার্কেট সড়কটির কাজের জন্য টেন্ডার হয়েছিল। কিন্তু ঠিকাদার ভুলক্রমে অন্য রাস্তা চিহ্নিত করে কাজ শুরু করেন। পরে ভুল বুঝতে পেরে কাজ বন্ধ করে দিয়ে তারা চলে যান।"

এদিকে, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ার কারণে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা জানিয়েছেন, তিনি এই বিষয়টি সম্পর্কে একটি অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, "এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন সড়কটি পরিদর্শন করেছেন এবং ঠিকাদার ও এলজিইডিকে দ্রুত সড়কটি সংস্কার করার নির্দেশনা দিয়েছেন।"

Header Ad
Header Ad

পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি তো কিছুই বলিনি, এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো বলিনি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়। এটা জনগণ বলেছে। সরকার তো বলে দিয়েছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমি রাজনীতিবিদ নই। আমার এই কথা বলার প্রশ্নই ওঠে না।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে মডেল মেঘনা আলমের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে খোদা বখস চৌধুরী বলেন, আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে। এই আইন যে ব্যবহৃত হচ্ছে না, তা নয়। তারা আদালতে গেছেন। আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা আদালতকে জবাব দেব।

মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়াটা সঠিক হয়নি বলে আইন উপদেষ্টা মন্তব্য করেছেন, আরেক সাংবাদিক এমন প্রসঙ্গ তুলে ধরে খোদা বখস চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন- আইন উপদেষ্টা কোনও প্রেক্ষিতে এই কথা বলেছেন, তা আমরা জানি না। তিনি আমাদের কাছে এ বিষয়ে কিছু জানতেও চাননি। এখন বিষয়টি আদালতে চলে গেছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আট মাস পেরিয়ে গেল, পুলিশ এখনো দায়িত্ব পালন করছে না, জনগণের অভিযোগ নিচ্ছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খোদা বখস চৌধুরী বলেন, পুলিশ অভিযোগ নেয় না, এটা আজকের অভিযোগ নয়। বহু পুরোনো। অন্তর্বর্তী সরকার দুটি বিষয় অনলাইনে করতে যাচ্ছে। এক, জেনারেল ডায়েরি (জিডি), দুই, এফআইআর বা অভিযোগপত্র। প্রথমে দুটি জেলায় পরীক্ষামূলকভাবে অনলাইনে জিডি নেওয়া শুরু হবে। পরে এফআইআর নেওয়া শুরু হবে। ধীরে ধীরে একটা স্থায়ী সমাধান হবে।

জুলাই আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের মধ্যে ধরছেন চুনোপুঁটিদের, রাঘববোয়ালদের ধরছেন না, এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাঘববোয়ালদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাদের জালে আসতে হবে। রাঘববোয়ালরা জালে আসার পর যদি ছেড়ে দেওয়া হয়, তখন আপনারা অভিযোগ করতে পারেন।

ডিবির প্রধান রেজাউল করিম মল্লিককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের পদগুলোতে যাবে, আসবে এটাই নিয়ম। মেঘনা আলমের ঘটনাকে কেন্দ্র করে তাকে সরানো হয়নি। উনি হয়তো অসুস্থ আছেন, সে জন্য তাকে সরানো হয়েছে।

Header Ad
Header Ad

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের জন্য নিজ দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংহতি’ প্রকাশ করে মালদ্বীপ সরকার মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সিদ্ধান্ত ঘোষণা করে এবং এর সঙ্গে সঙ্গে এক আইনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু স্বাক্ষর করেন।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে সরকারের এই কঠোর অবস্থান।” এতে আরও বলা হয়, মালদ্বীপ ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

মালদ্বীপ ১ হাজার ১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি পর্যটননির্ভর দেশ, যেখানে বিলাসবহুল হোটেল-রিসোর্ট, সাদা বালির সৈকত এবং ফিরোজা লেগুনে ঘেরা মনোরম প্রকৃতি বিশ্বজুড়ে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ভ্রমণ করেছেন ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটক। এর মধ্যে মাত্র ৫৯ জন ছিলেন ইসরায়েলি নাগরিক।

১৯৯০-এর দশকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০১০ সালে দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগও নেয়। তবে সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও জনমত গড়ে ওঠে মালদ্বীপে। এরই প্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সরকারের জোটসঙ্গীরাও ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধের দাবিতে চাপ সৃষ্টি করে আসছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় শুরু হয় ইসরায়েলি অভিযান। ইসরায়েলি তথ্য অনুযায়ী ওই হামলায় ১ হাজার ২১৮ জন নিহত হন। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় দেড় বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৯৮৩ জন ফিলিস্তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!
ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন
চাকরির প্রথম দিনেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণসহ ৫৫ লাখ টাকা লুট
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগ
ভারতে ইসলামকে অবমাননা করে ‘জি বাংলা’ চ্যানেলে নতুন ধারাবাহিক
প্লট দুর্নীতি: হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা
আজ ড্রোন আর লেজার শোতে ঝলমলে হবে ঢাকার আকাশ
রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি দেশে ফিরছেন
পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’
পুরুষদের জন্য আসছে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পিল
স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা