ফেরিডুবির ষষ্ঠ দিনে পাওয়া গেল ফেরির ইঞ্জিন চালক হুমায়ুনের মরদেহ
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবিতে নিখোঁজ ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার ৫ দিন পর সোমবার (২২ জানুয়ারি) তার মরদেহ পাওয়া গেল। দুর্ঘটনাস্থলের আনুমানিক ৬ কিলোমিটার দূরে ভাসছিল হুমায়ুন কবিরের মরদেহ।
এর আগে, গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে পাটুরিয়া ঘাটে যাত্রী, কাভার্ড ভ্যান ও পিকআপসহ ডুবে যায় রজনীগন্ধা নামের ফেরিটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেসময় ৬ জনকে জীবিত উদ্ধার করে। সবমিলিয়ে এ দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ হন।
সোমবার ষষ্ঠ দিনের মতো অভিযান শুরু করে নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফেরিটির সন্ধানে হামজা ও রুস্তমের পাশাপাশি কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। পাশাপাশি ঝিনাই-১ এর মতো অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজও যুক্ত রয়েছে এই অভিযানে।