হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা। কুমিল্লা সবসময় ফ্যাসিবাদের বিপক্ষে একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। এখান থেকে ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর সবসময় উচ্চারিত হয়েছে।"
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লার কান্দিরপাড়ে "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র" বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "এই কুমিল্লা থেকেই ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত থাকবে। ২৪-পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা ও বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নযাত্রা এই কুমিল্লা থেকেই শুরু হবে।"
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, "আপনারা নানা অজুহাত দেন যে সিন্ডিকেট, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাত বদল হয়েছে। কিন্তু এসব অজুহাত শোনার জন্য আপনাদের সরকারে বসানো হয়নি। আমরা আপনাদের এনেছি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য। যারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
তিনি আরও বলেন, "৫ আগস্টের আগে আমরা যেভাবে ফ্যাসিবাদের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলাম, সেই অবস্থান পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।"
কুমিল্লাকে কেন্দ্র করে দেশের গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।