হৃদয়-মেয়ার্সের জুটিতে বরিশালের সহজ জয়
ছবি: সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে ফরচুন বরিশাল ৭ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। সিলেটের দেওয়া ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মেয়ার্স ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ১০.৩ ওভারেই জয় তুলে নেয় বরিশাল।
সিলেট স্ট্রাইকার্স শুরু থেকেই বিপদে পড়ে। ইনিংসের তৃতীয় বলেই রনি তালুকদার আউট হন। যদিও জাকির হাসান ও জর্জ মানসি ৪৯ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন, তবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।
মানসি ১৩ বলে ২৮ রান করেন, আরিফুল হক ২৯ বলে অপরাজিত ৩৬ রান করে দলকে ১২৫ রানে পৌঁছে দেন। বরিশালের হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। একইসংখ্যক উইকেট পান জাহানবাদ খান।
লক্ষ্য তাড়ায় নামা বরিশাল শুরুতেই দুই ওপেনার তামিম ইকবাল (০) ও নাজমুল হোসেন শান্তকে (৪) হারায়। তবে তাওহীদ হৃদয় ও কাইল মেয়ার্স মিলে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
হৃদয় ২৭ বলে ৪৮ রান করেন এবং মেয়ার্স ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তাদের ১১৬ রানের জুটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
সিলেট স্ট্রাইকার্স: ১২৫ (আরিফুল হক ৩৬*, রিশাদ ৩/১৫)
ফরচুন বরিশাল: ১২৬/৩ (মেয়ার্স ৫৯*, হৃদয় ৪৮)
এই জয়ে বরিশাল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল, বিশেষত হৃদয় ও মেয়ার্সের বিধ্বংসী জুটি তাদের ব্যাটিং গভীরতার প্রমাণ দেয়।