এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা
রিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত
এ বছর থেকেই এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয় বদলি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় শিক্ষক-শিক্ষিকাদের নারী-পুরুষ বিবেচনা, পারিবারিক সুবিধা ও বাসস্থান ইত্যাদি বিষয় গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, "ইতোমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা আনা হয়েছে, যা ছিল একটি বড় চ্যালেঞ্জ।"
তিনি শিক্ষা খাতে করোনা ও গণঅভ্যুত্থানের দীর্ঘমেয়াদি প্রভাবের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "বর্তমানে জনসংখ্যার বয়স কাঠামো আমাদের জন্য সুবিধাজনক হলেও, ১০ বছর পর এটি আর থাকবে না। তখন বয়স্ক মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাবে। তবে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটাতে পারলে এই ক্ষতি সামলানো সম্ভব।"
দেশের অর্থনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, রপ্তানি খাতে গতি ফিরে এসেছে এবং রেমিট্যান্সও বৃদ্ধি পাচ্ছে। তবে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, যা দিনমজুর ও মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, "শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ চলছে। অতীতে বছরের শুরুতে পাঠ্যবই বিতরণ নিয়ে জটিলতা ছিল। তবে বর্তমানে দ্রুত বই বিতরণ সম্ভব হয়েছে। পাশাপাশি ইতিহাসের বিতর্কিত বিষয়গুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।"
দেশের নদী ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজের কথাও উল্লেখ করেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় মধ্যমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। যদিও ডেল্টা প্ল্যান দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে রয়েছে, তবে শত বছরের ভবিষ্যৎ অনুমান করা কঠিন।"
তিনি আরও বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।