বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতায় টানা চার ম্যাচ হার

ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসের বিপিএলে এবারের পারফরম্যান্স যেন হতাশার গল্পের ধারাবাহিকতা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় পরাজয় নিয়ে দলটি টানা চার ম্যাচে হারল। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই ব্যর্থ ঢাকার ক্রিকেটাররা।

টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬.৩ ওভারে ১১১ রানে। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে (৪ ওভারে ২১ রানে ৩ উইকেট) শুরু থেকেই বিপদে পড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। লিটন দাস আবারও ব্যর্থ হন, করেন মাত্র ৯ রান।

সাব্বির রহমান শৃঙ্খলাভঙ্গের শাস্তি শেষে মাঠে নেমেও ৭ বলে মাত্র ২ রান করে বিদায় নেন। মিডল ও লোয়ার অর্ডারে মোসাদ্দেক হোসেন (১২) এবং আলাউদ্দিন বাবু (১৬) কিছুটা প্রতিরোধ গড়েন, তবে সেটি স্কোর বড় করতে যথেষ্ট ছিল না। রংপুরের বোলারদের মধ্যে আকিব জাভেদ এবং খুশদিল শাহ ২টি করে উইকেট নেন।

মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর রাইডার্স শুরুতেই উইকেট হারালেও কখনও বিপদে পড়েনি। অ্যালেক্স হেলস ২৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি চার এবং ৩টি ছক্কা। শেষদিকে ইফতেখার আহমেদ (৯*) এবং খুশদিল শাহ (২৭*) দায়িত্ব নিয়ে ১৩.২ ওভারে দলকে জয় এনে দেন।

ঢাকা ক্যাপিটালসের পরাজয়ের এই ধারা দলের জন্য উদ্বেগজনক। দলের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে ব্যর্থ, বোলাররাও প্রতিপক্ষকে চাপে রাখতে পারছেন না। সাকিব খানের দলের এই অবস্থায় টুর্নামেন্টে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়েছে।

দর্শকরা আশা করছেন, দলটি পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে।

Header Ad
Header Ad

লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা

লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্থানীয় সময় আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দরে তার বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে।

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। দীর্ঘ সাড়ে সাত বছর পর মায়ের সঙ্গে সরাসরি দেখা হওয়ায় আবেগে মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় তারা দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিমানবন্দরে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ দলের অনেক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হওয়ার পর খালেদা জিয়াকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার আরও উন্নত চিকিৎসা করানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তার অসুস্থতার মধ্যে রয়েছে লিভার সিরোসিস, কিডনি ও হার্টের সমস্যা, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিলতা। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। বেশ কয়েকবার তিনি জীবন-মৃত্যুর সংকটেও পড়েছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। মুক্তির পর থেকেই তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সেই অনুমতি তৎকালীন শেখ হাসিনা সরকার দেয়নি।

সর্বশেষ, ২০১৭ সালের জুলাই মাসে লন্ডনে সফর করেছিলেন খালেদা জিয়া। এতদিন পর আবারও বিদেশে এসে চিকিৎসার সুযোগ পাওয়ায় তার পরিবার ও দলের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

Header Ad
Header Ad

গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের

গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের। ছবি: সংগৃহীত

১৯৮৩ সালের অধ্যাদেশ অনুযায়ী গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ছিল ২৫ শতাংশ। তবে শেয়ার ৫ শতাংশে নামিয়ে মালিকানা কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এসব পরিবর্তন বাস্তবায়নের জন্য সরকার ইতোমধ্যে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ সংশোধনের একটি খসড়া প্রণয়ন করেছে।

খসড়াটি অংশীজনদের মতামত নেওয়ার জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, খসড়াটি প্রণয়নের আগে বিভাগের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ব্যাংকে সরকারের অংশীদারিত্ব এবং বোর্ডের প্রতিনিধিত্বকে ২০১১ সালের আগের কাঠামোতে ফিরিয়ে আনা।

১৯৮৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ছিল ২৫ শতাংশ। তবে, পরবর্তী সরকারগুলো পরিশোধিত মূলধনে অবদান না রাখায় এ অংশীদারি ধীরে ধীরে ৫-৮ শতাংশে নেমে আসে বলে তিনি জানান।

২০১১ সালে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের সময় সরকার ২৫ শতাংশ শেয়ারহোল্ডিং পুনঃস্থাপনের জন্য মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছিল।

নতুন খসড়া অনুযায়ী, ব্যাংকের পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হবে। ঋণগ্রহীতারা ধীরে ধীরে মূলধনে অবদান বাড়িয়ে ৯৫ শতাংশ মালিকানা অর্জন করবেন। বোর্ড ঘোষিত যেকোনো লভ্যাংশ মূলধনের ভিত্তিতে আনুপাতিকভাবে বিতরণ করা হবে।

সূচনালগ্ন থেকেই গ্রামীণ ব্যাংকের ১২ সদস্যের পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ সরকারের মনোনীত তিনজন পরিচালক এবং ঋণগ্রহীতাদের নির্বাচিত নয়জন পরিচালক রয়েছেন। নতুন প্রস্তাবে ঋণগ্রহীতারা বোর্ডে ১১ জন পরিচালক নির্বাচনের সুযোগ পাবেন।

বর্তমান আইনে বোর্ডের চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রয়েছে। কিন্তু প্রস্তাবিত খসড়ায় চেয়ারম্যান নির্বাচন বোর্ডের সদস্যদের মধ্য থেকেই করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, বর্তমানে আইনে বলা হয়েছে, চেয়ারম্যানের পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে, সরকার তার মনোনীত দুই পরিচালকের মধ্যে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে পারে।

প্রস্তাবিত খসড়ায় এ বিধানটি বাদ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, চেয়ারম্যান অক্ষম হলে, বোর্ডের সদস্যরা অন্য কোনো পরিচালককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিতে পারবেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা জানান, গ্রামীণ ব্যাংকের বোর্ডে চেয়ারম্যান এবং তিনজন পরিচালক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রয়েছে। তবে, ড. ইউনূসের অপসারণের আগে সরকার সাধারণত কেবল চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা ব্যবহার করত।

তিনি বলেন, "২০১১ সালের পর থেকে সরকার চেয়ারম্যানের পাশাপাশি তিনজন পরিচালকও নিয়োগ দিতে শুরু করে।"

বর্তমান আইনের অধীনে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। প্রস্তাবিত খসড়ায় এ বিধান বহাল রাখা হয়েছে। তবে এতে নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে—বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে, যদি ব্যাংকের কার্যক্রমে তা প্রয়োজনীয় মনে হয়।

বর্তমান আইনে পরিচালকদের মেয়াদ তিন বছর নির্ধারিত রয়েছে, এবং খসড়া অধ্যাদেশেও এটি অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নতুন একটি সংযোজন করা হয়েছে, যেখানে বলা হয়েছে, "নবনির্বাচিত পরিচালকেরা তাদের দায়িত্ব গ্রহণ না করার আগ পর্যন্ত নির্বাচিত পরিচালকেরা তাদের পদে থাকবেন।"

এছাড়া, বর্তমানে গ্রামীণ ব্যাংকের নতুন আঞ্চলিক অফিস খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু খসড়া অধ্যাদেশে এ শর্তটি তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বর্তমান আইনে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার সঙ্গে জোবরা গ্রামে ড. ইউনূসের ক্ষুদ্রঋণ কার্যক্রমের কোনো উল্লেখ নেই। তবে খসড়া অধ্যাদেশে আইনের ধারা ৪-এ একটি ব্যাখ্যা যুক্ত করে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন ব্যাখ্যায় বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক প্রকল্প বলতে ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধীনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বোঝায়। এ প্রকল্প পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় এবং বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক এতে অংশগ্রহণ করে।

২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়। সরকার জানিয়েছিল, ড. ইউনূস পদের জন্য নির্ধারিত ৬০ বছরের বয়সসীমা অতিক্রম করেছেন। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেও আদালত তা খারিজ করেন।

ড. ইউনূসের পদত্যাগের পর ২০১৩ সালে সরকার গ্রামীণ ব্যাংক আইনে সংশোধনী আনে। তবে এ সংশোধনীতে ব্যাংকের মালিকানা ও পরিচালনা পর্ষদে সরকারের অংশীদারিত্ব বজায় রাখা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থ মন্ত্রণালয় ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করে। এছাড়া, অন্তর্বর্তী সরকার ব্যাংকটিকে কর মওকুফের সুবিধাও দেয়।

Header Ad
Header Ad

গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়। ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা বিএনপির নেতাকর্মীদের সম্মানহানি ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুলনব্বী টুটুলের নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাইবান্ধা জেলা বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের সম্মানহানি ও দলীয় ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এরই ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের জড়িয়ে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি হতে একের পর এক গুজব ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা বিএনপির সাংগঠনিক সম্মানহানি ও ব্যাপকভাবে জনমনে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারী চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আহ্বান জানানো হইলো।

এমতাবস্থায়, জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় এই নির্দেশনা অমান্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হলে সংগঠন পরিপন্থি ও দলীয় নির্দেশনা অমান্যের দায়ে তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা
গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের
গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা
পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই
চলমান সংকট নিরসনে রাজনৈতিক সরকার জরুরি: আবদুল আউয়াল মিন্টু
আচরণ ঠিক করতে প্রশিক্ষণ নিচ্ছে পুলিশ
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ
বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন, পুলিশের বাধা
কানাডায় নিখোঁজের একমাস পর মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ
নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র
নওগাঁয় এক হালি ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়, বিপাকে কৃষকরা
যুবদল নেতার সাহায্যে ভারতে পালান ওবায়দুল কাদের!
ইন্টারপোলের আদলে ‘ভারতপোল’ চালু করল ভারত
সরকারি স্কুলের পাশেই ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
দ্বিগুন হলো মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর
১০০ টাকার রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা ৩০ পয়সা!  
বিকেলে লন্ডন পৌঁছবেন খালেদা জিয়া