আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল
নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল। ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ৩৮ বছর বয়সী ব্যাটার বিদায়ের ঘোষণা দিয়ে জানিয়েছেন, কিউই জার্সি গায়ে মাঠে নামা তার জীবনের অন্যতম গর্বের বিষয়।
গাপটিল বলেন, "ছোটবেলা থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।"
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গাপটিল ব্যাট হাতে কিউইদের অন্যতম ভরসা ছিলেন। তার আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষ শিবিরে ভয় ধরাত। তিন ফরম্যাট মিলিয়ে ১৩,৪৬৩ রান সংগ্রহের পাশাপাশি তিনি করেছেন ২৩টি সেঞ্চুরি ও ৭৬টি ফিফটি।
গাপটিল নিউজিল্যান্ডের হয়ে ১৯৮টি ওয়ানডে, ১২২টি টি-টোয়েন্টি এবং ৪৭টি টেস্ট খেলেছেন। তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি। জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ দেখে তিনি এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।
মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।