বঙ্গোপসাগরে ধরা পড়ল ২০০ কেজির ব্ল্যাক মার্লিন মাছ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হারুন মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০০ কেজি ওজনের একটি ব্ল্যাক মার্লিন মাছ। মাছটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট।
রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের আটবাম এলাকায় মাছটি ধরা পড়ে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এসময় অচেনা মাছটিকে একনজর দেখতে ভিড় জমান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, সাগরে ইলিশের দেখা না মেললেও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়ছে। তবে তাও কম সংখ্যক। এর মধ্যে সচরাচর দেখা যায় না এমন মাছও মিলছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- বাদুর মাছ, পাখি মাছ, গোলা পাতা মাছ এবং ব্ল্যাক মার্লিন। তবে উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় খুব কম দামে বিক্রি করতে হয়।
রবিবার রাতে হারুন মাঝির জালে ধরা পড়া ব্ল্যাক মার্লিন মাছটি এ বছরের সর্বোচ্চ ওজনের মাছ। দুপুরে মাছটি তিনি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসলে জামাল নামে এক ব্যবসায়ী ১৫ হাজার টাকায় কিনে নেন।
হারুন মাঝি জানান, সাগরে সচরাচর এ মাছ দেখা যায় না। তার জালে মাছটি ধরা পড়ায় তিনি অনেকটা আনন্দিত। তবে দাম কম পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।
ক্রেতা জামাল মিয়া বলেন, ভরা মজলিসে ডাকের মাধ্যমে মাছটি ক্রয় করেছি। আসলে আমাদের এলাকায় এ মাছের চাহিদা নেই। তাই মাছটি বিক্রির জন্য ট্রাকযোগে চট্টগ্রাম পাঠানো হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ব্ল্যাক মার্লিনের বৈজ্ঞানিক নাম ইসচিওমপ্যাকস ইনডিকা। এসব মাছ মূলত ভারত ও প্রশান্ত মহাসগরে বেশি দেখা যায়। এ মাছ ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে দৌড়ায়।
এসজি