ঢাকা-বরিশাল রুটে লঞ্চের ডেকের ভাড়া ৪৫০ টাকা
ঢাকা-বরিশাল নৌ-রুটে যাত্রী সংকটের মধ্যে নতুন করে বড় ধাক্কা জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ফলে এবার ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
বুধবার (১৭ আগস্ট) থেকে এই নতুন ভাড়া পুরোপুরিভাবে কর্যকর করা হবে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, জ্বালানি তেলের দামের সমন্বয়ের জন্য ৩০ ভাগ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে করে প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ৩ টাকা করে। আর ১০০ কিলোমিটার পরবর্তী দূরত্বের জন্য ২ টাকা ৬০ পয়সা প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত হয়েছে।
লঞ্চ মালিকদের সূত্রে জানা যায়, নতুন ভাড়া অনুযায়ী ডেকে ৪৫০ টাকা, নন এসি কেবিন ১০০০, ডাবল এসি কেবিন ২২০০, নন এসি ২০০০ এবং সোফা ৭০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, লঞ্চ মালিকদের দাবি ছিল ৪২ ভাগ ভাড়া বাড়ানোর। সেক্ষেত্রে ৩০ ভাগ ভাড়া বাড়িয়েছে মন্ত্রণালয়। এতে করে বরিশাল-ঢাকা রুটে আগে ডেকে ৩৫২ টাকা ভাড়া হলেও এখন বৃদ্ধি পেয়ে ৪৫৮ টাকা হয়েছে। তবে ৪৫০ টাকা করে ভাড়া আদায়ের কথা বলেছেন তিনি। অন্যদিকে কেভিনের ভাড়া চুড়ান্ত করার জন্য লঞ্চ মালিকদের মিটিংয়ের পরে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
এসআইএইচ