ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড

ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাছতলাঘাট এলাকায় মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাই খুরশেদ মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেদুয়ান আহমেদ রাফি এই রায় প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুরশেদ মিয়া একটি অসুস্থ গরু কিনে আনার পর সেটি মারা যায়। এরপর গরুটি তড়িঘড়ি করে জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে দোকানে নিয়ে আসে। একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি লক্ষ্য করে বিষয়টি জানালে স্থানীয় লোকজন ক্ষোভে তার দোকান ঘেরাও করে প্রতিবাদ জানায়।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুরশেদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। খুরশেদ তার অপরাধ স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিচারক রেদুয়ান আহমেদ রাফি জানান, পবিত্র রমজান মাসে এমন অপরাধ অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের অপরাধ দমন ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
